নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

দয়াকরে কেউ একটা ভাল মানের লেখা পোষ্ট করেন

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২১

দয়াকরে কেউ একটা ভাল মানের লেখা পোষ্ট করেন। আলপনা তালুকদারের হাত থেকে আমাকে বাচাঁন।
সাধারণত: সময়ের অভাবে আমি কোন পোষ্ট দিতে পারিনা। তবে ঘুমোনোর আগে প্রিয় ব্লগে অন্তত একবার হলেও ঢুঁ মারা হয়। ইদানিং ব্লগে প্রবেশ করলেই সামু কর্তৃপক্ষের আহা কি পছন্দের "বাবামাই সন্তানকে নির্যাতন করেন সবচেয়ে বেশী" পোষ্ট খানা চোখের সামনে ভেসে উঠে। কি একখানা পোষ্টরে ভাই, সেই যে স্টিকি করা হয়েছে, আর এটাকে সরানোর নামগন্ধ নেই। তাদের দোষ দিয়ে লাভ নেই, আমরা তাদের দৃষ্টিতে ভাল কোন পোষ্ট উপহার দিতে পারছিনা, তাই সরছে না। অন্ধকার দূর করতে হলে আলোর ব্যবস্থা করতে হবে। নইলে অন্ধকার যাবে না।
"বাবামাই এই নস্মর পৃথিবীর একমাত্র স্বার্থহীন" বাকি সব কোন না কোন স্বার্থেই কিছু করে। বাবামাই একমাত্র ব্যাক্তি যিনি সন্তানের জন্য নিজের জীবন বাঁজি রাখে, নি:স্বার্থে।
দু'একটি দূর্ঘটনা ঘটতেই পারে, এবং সেটা তাদের ব্যাক্তিগত জীবনের পদস্খলনের কারণে। সে জন্য এভাবে ঢালাও ভাবে বাবামাকে দোষারোপ করা যায় না। মনে কষ্ট লাগে। সামু পেজ ওপেন হওয়া মাত্রই একটা বিষাক্ত তীর এসে অন্তরে আঘাত করে। তাই আমার প্রথিত যসা ব্লগার ভাইদের দৃষ্টি আকর্ষন করবো যে, দয়াকরে কেউ একটা যুতসই পোষ্ট উপহার দিন। যে বাবামার কষ্টের কথা মনে পড়লে এখনো চোখে পানি চলে আসে, সেই বাবামাকেই দোষারোপ। ছি......।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩০

নুর ইসলাম রফিক বলেছেন: "বাবামাই সন্তানকে নির্যাতন করেন সবচেয়ে বেশী" পড়া হয়নি।
কিন্তু আপনার দয়াকরে কেউ একটা ভাল মানের লেখা পোষ্ট করেন পড়া হয়ে গেছে নিশ্চই বুঝে নিয়েছেন।

আগে পড়ে নেই তার পর চিন্তা ভাবনা করবো তার যথার্থ কিছু করা আমার ধারা সম্ভব কিনা।
অহে আমি কিন্তু বেশ দিন যাবত ব্লগে ইরেগুলার তাই কাজটা আমার দ্বারা খুব কঠিন এটা জানিয়ে যাচ্ছি।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৫

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ। চেষ্টা করে দেখেন। সফল হতেও পারেন।

২| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৪

পলষ্টার বলেছেন: আপনার ধৈর্যের তার ছিড়ে যাচ্ছে দেখছি। :P ভাই আমি নতুন এলাম আপনাদে মাঝে। আমার লেখা মনে হয় এখনই প্রথম পাতায় আসবেনা। ইচ্ছে হলে আমার বাড়ীতে এসে দেখে যেতে পারেন। বাব-মা’র কথা একটু লিখেছি বৈকি।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৮

তার ছিড়া আমি বলেছেন: আপনার বাড়িটি দেখে এলাম, সুন্দর হয়েছে। প্রশংসার দাবিদার। ধন্যবাদ।

৩| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪১

নিতাই পাল বলেছেন: কী আর বলব দাদা, আমি ব্লগে নতুন। একয়েকটা পোস্ট দিয়ে রেখেছি, দেখি কখন প্রথম পাতায় স্থান পায়!

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০১

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ দাদা। সুযোগ পেলেই সমাজকে ভাল কিছু উপহার দিয়ে যাবেন।

৪| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৯

দূরন্ত দীপ্ত বলেছেন: ব্যাতিক্রম কখনও উদাহরণ হতে পারে না ।কিন্তু উনি ব্যাতিক্রমকে নিয়ে আলোচনা করেই আলোচিত ও সমালোচিত হচ্ছ।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৩

তার ছিড়া আমি বলেছেন: একদম সত্য কথা বলেছেন। সমালোচিত হলেও তাদের শিক্ষা হবে কিনা জানিনা।

৫| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮

এম আর তালুকদার বলেছেন: আপনি ঠিক সময়ে মনের মত একটা পোস্ট করেছেন।আমি লিখেও লাভ নাই ওয়াচে আছি।আমার ব্লগে নিমন্ত৾ন রইলো।

১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:০৪

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ, ভাইয়া।

৬| ১২ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৬

নিতাই পাল বলেছেন: আমার লেখাগুলো সবই সমাজের জন্য। কিন্তু প্রথম পাতায় স্থান পাচ্ছে না। দুঃখ শুধু থেকেই গেল দাদা। দয়া করে আমার করা পোস্টগুলো দেখুন! তা হলে বুঝতে পারবেন দাদা।

১৩ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০৭

তার ছিড়া আমি বলেছেন: ধৈর্য ধরুন, প্রথম পাতায় আপনার লেখা স্থান পাবে।

৭| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৫৩

রাজীব নুর বলেছেন: সহমত।

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪২

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ। আপনার লেখা আমার ভাল লাগে। যথাসম্ভব পড়ে থাকি।

৮| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

নিতাই পাল বলেছেন: "বাবামাই সন্তানকে নির্যাতন করেন সবচেয়ে বেশী" এই 'বেশী' বানানটার দিকে কী কেউ একটু লক্ষ্য করেননি? বেশি= অনেক আর বেশী= ছদ্মবেশী বা বেশধারী । আমারও ভুল হতে পারে, আপনাদের অভিমত কী? জানালে ধন্য হব।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১১

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ, নিতাই পাল। তবে এই ভুলটা লেখিকা আলপনা তালুকদারের পোষ্টে তুলে ধরলে ভাল হবে। তিনি কিছু শিখতে পারবেন।

উল্লেখ্য: আপনার তথ্য সঠিক এবং আমি অবগত আছি।

৯| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৩

বিজন রয় বলেছেন: হুম।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৫

তার ছিড়া আমি বলেছেন: স্বাগতম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.