নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যত ভুল-ভাল কিছু কথা

তার ছিড়া আমি

আমার ''তার'' সত্যিই ছিড়া, বন্ধুরা কিছু মনে করবেন না...

তার ছিড়া আমি › বিস্তারিত পোস্টঃ

সামু কর্তৃপক্ষ রোহিংগা শরণার্থী বিষয়ক কোন পোষ্টই ষ্টিকি করছে না

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:১৫



একটা বিষয় আমি খেয়াল করছি, সামু কর্তৃপক্ষ রোহিংগা শরণার্থী বিষয়ক কোন পোষ্টই ষ্টিকি করছে না। এর কারন কি, তা আমার জানা নেই। তবে দুইটা কারন হতে পারে- ১. ব্লগারগণ রোহিংগা শরণার্থী বিষয়ক মানসম্পন্ন লেখা উপহার দিতে পারছেন না। অথবা ২. এই মজলুম জাতিকে তারা পছন্দ করছেন না।
উপরের দুইটি বিষয়েরই বিষদ ব্যাখ্যা আছে। আমি ব্যাখ্যায় যাব না। কেননা ব্লগাররা নির্বোধ নন। ঈঙ্গিত করলেই বুঝতে পারেন।

শ্রদ্ধেয় সামু কর্তৃপক্ষ! প্লিজ, আপনাদের রঙ্গিন চশমা খুলে একটু দেখুন রোহিংগারাও মানুষ।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩১

সোহাগ সালেহ বলেছেন: ছবিটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। বেদনাদায়ক। বড়ই বেদনাদায়ক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

তার ছিড়া আমি বলেছেন: এতো নিতান্তই একটা ছবি, বাস্তবতা আরো কঠিন। ধন্যবাদ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৩৩

হাসান কালবৈশাখী বলেছেন:
১০ লাখ রোহিংগা শরণার্থী বাংলাদেশের জন্য বড়সড় আপদ।
খাবার বাদ দিলেও, এদেরকে রাখতে শত বর্গমাইল পাহাড় বনভুমি ধ্বংশ হয়েছে - হচ্ছে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:৪০

তার ছিড়া আমি বলেছেন: সম্ভবত আপনার জন্ম ৭১ এর অনেক পরে, যেমান-আমার। হোক পরে, সমস্যা সেটা নয়, সমস্যা আপনার জ্ঞানে। বাংলাদেশের মহান স্বাধীনতার ইতিহাস হয়তো আপনার জানা হয়নি। দু:খিত।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:১০

মেটাফেজ বলেছেন: মানবতা মারানির চোটে আকাশপাতাল কাঁপতাসে। বাংলাদেশের উপরে যে আন্তর্জাতিকভাবে অন্যায় করা হৈতাসে সেইটা কোন জ্ঞানপাপী লেক্তাসে না।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৪:১৯

তার ছিড়া আমি বলেছেন: আপনি লিখে ফেলেন।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ ভোর ৫:৫৬

প্রশ্নবোধক (?) বলেছেন: কিছু কিছু লিং....গ জ্ঞানহীন দু-পায়া আছে যাদের এক বাক্য, ৫-১০লাখ রোহিঙ্গার জন্য চালের কেজি ৭০টাকা হয়েছে। এরা পাছার কাপড় খুলে মুখের লজ্জা নিবারণে ব্যস্ত।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৭:১৭

তার ছিড়া আমি বলেছেন: সহমত।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৬

সামিউল ইসলাম বাবু বলেছেন: মানবিক দিক বিবেচনা করা দরকার।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০৩

তার ছিড়া আমি বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.