![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর সব ভাল টিকে থাকুক শেষ দিন পর্যন্ত
ব্রাজিল সার্বিয়া ম্যাচের প্রতিক্রিয়া :
ম্যাচের প্রতিক্রিয়া জানানোর আগে হুমায়ুন আহম্মেদ স্যারের একটা গল্প বলি:
স্যারের ছেলে নুহাশ এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়ার পর ভাবলো যাই বাবাকে নিজে গিয়ে সুসংবাদটা দিয়ে আসি বাবা নিশ্চয়ই খুব খুশি হবেন। নুহাশ বাসায় গিয়ে দেখে স্যার লেখালেখিতে খুবই ব্যস্ত। নুহাশ হাসি হাসি মুখে বললো
-বাবা আমি এ প্লাস পেয়েছি।
স্যার তখন বলেন
-ও আচ্ছা ভাল,বসো তোমার সাথে কথা আছে।
আবার গভীর মনোযোগ দিয়ে লেখা শুরু করলেন।
উনার চেহারা দেখে খুব বেশি উচ্ছসিত মনে হচ্ছিল না। নুহাশের খুব মন খারাপ হল।
স্যার ছেলের মনের অবস্থা বুঝতে পারলেন। নুহাশকে কাছে ডেকে নিয়ে বললেন
-বাবা তুমি আমার ছেলে তুমি এস এস সি তে এ প্লাস পাবে এটাইতো স্বাভাবিক। এখানে আনন্দ করার কি আছে?
পাচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন দল ব্রাজিল।পেলে, গারিঞ্চা,জিকো,রোমারিও,বেবেটো,রোনালদো,রোনালদিনহো,ররার্টো কার্লোস,কাকা এবং নেইমারের মত লিজেন্ডদের দেশ ব্রাজিল। সবগুলো বিশ্বকাপে অংশগ্রহণের কৃতিত্ব কেবল তাদেরই। বিশ্বকাপে বেশি গোলের রেকর্ডও তাদেরই। তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ২য় রাউন্ডে যাবে এটাই স্বাভাবিক এখানে আনন্দ করার কিছু নেই। ছোট দলগুলো যারা কোন রকম টেনেটুনে বিশ্বকাপ খেলতে এসেছে ২য় রাউন্ডে গিয়ে আনন্দ করা তাদেরই শোভা পায়।
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৪
তারেক_মাহমুদ বলেছেন: ভাইরে সেই ছোট বেলায় খেলেছি ফুটবল আর কোনদিন সুযোগ আসেনি,আমরা খেলা দেখেই খুশি। অনেক ধন্যবাদ সিগনাস ভাই।
২| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৩
তারেক ফাহিম বলেছেন: উধাহরণটি বেশ দিলেন।
ভালোলাগা।
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৬
তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য ধন্যবাদ ফাহিম ভাই।
৩| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৩৮
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আসলেই তাই। এটাই স্বাভাবিক। এখানে আনন্দ করার আছে তবে বেশী আনন্দ করার কিছু নেই।
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪০
তারেক_মাহমুদ বলেছেন: একদম সঠিক বলেছেন সম্রাট ভাই, অনেক ধন্যবাদ।
৪| ২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৫
খায়রুল আহসান বলেছেন: একটা ভাল উদাহরণ টেনেছেন। এখানে আনন্দ করার কী আছে?
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৮
তারেক_মাহমুদ বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক খাইরুল আহসান স্যার।
৫| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:০১
শামচুল হক বলেছেন: কথা ঠিক, এখানে আনন্দ করার কী আছে?। ধন্যবাদ
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
তারেক_মাহমুদ বলেছেন: শামচুল ভাই, একদম তাই আনন্দ করার কিছু নেই। অনেক ধন্যবাদ।
৬| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:০৩
মোস্তফা সোহেল বলেছেন: এত্ত ভাল খেলে জার্মানী কিন্তু বাড়ি গেল তারেক ভাই।
খেলাটা ভাগ্যের উপরও ডিপেন্ড করে।শুধু ভাল খেললেই জেতা যায় না।
২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:১৫
তারেক_মাহমুদ বলেছেন: এবারের জার্মানি হতশ্রী, সর্বশেষ ১০টি ম্যাচের ৮ টি তারা হেরেছে। ভাগ্যের সহায়তা অবশ্যই লাগে তবে তার জন্য দলটিও ভাল হতে হয়। অনেক ধন্যবাদ সোহেল ভাই।
৭| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:১৯
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। সার্বিয়া কে বাচ্চাদের দল বানিয়ে জেতা সেই ইঙ্গিত দিল। ব্রাজিল সবচেয়ে শক্তিশালী দল।
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৬
তারেক_মাহমুদ বলেছেন: ব্রাজিল সবসময়ই শক্তিশালী দল, অনেক ধন্যবাদ সেলিম ভাই।
৮| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৩৩
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আমি চাই নতুন কোন দল কাপ জিতুক।।
তেলা মাথায় তেল,
কী দেখালেন খেল!
এসব কাজ দেখে দেখে
লাইফটা হলো হেল!!
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৮
তারেক_মাহমুদ বলেছেন: যে ভাল খেলবে সেই জিতবে আমাদের চাওয়া পাওয়াতে কিছু আসে যায় না। অনেক ধন্যবাদ নিজাম ভাই।
৯| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৩
শাহরিয়ার কবীর বলেছেন: গতকালের খেলা খানিকাটা দেখেছি।
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৩৯
তারেক_মাহমুদ বলেছেন: খেলা ভালই হয়েছে তবে ব্রাজিলের আরো গোল করা দরকার ছিল। ধন্যবাদ শাহরিয়ার ভাই।
১০| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: আমি এবার খুব কম খেলা দেখছি। তবে ব্রাজিল আর আর্জেন্টিনার খেলা এখনোও পর্যন্ত দেখিনি।পরের দিকে দেখবো, আশাকরি। তবে এশিয়ার দেশগুলির খেলা কিছুটা দেখি। গতকাল দঃ কোরিয়ার খেলা দেখে মজা পেয়েছি। আমি এবার ছোট দলের পক্ষে।
শুভ কামনা প্রিয় তারেক ভাই।
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪১
তারেক_মাহমুদ বলেছেন: পদাতিক ভাই কি বলেন খেলা দেখেন না, সারা পৃথিবী যখন ফুটবল উত্তেজনায় কাঁপছে! মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয় পদাতিক ভাই।
১১| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ১:৫২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খেলা তো বিনোদনের অংশ! এর সাথে আনন্দ থাকবেই। আনন্দ করতে বাধা কোথায়??
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৬
তারেক_মাহমুদ বলেছেন: কাল্পনিক_ভালোবাসা ভাইয়া
আনন্দ করতে বাধা নেই,তবে দলটা নাম যেখানে ব্রাজিল তখন প্রত্যাশা অনেক বেশি,চ্যাম্পিয়ন হওয়া ছাড়া কোন ব্রাজিল ভক্তদের মন ভরাতে পারবে না, আমি সেটাই বলতে চেয়েছি।
১২| ২৮ শে জুন, ২০১৮ দুপুর ২:২৯
কাওসার চৌধুরী বলেছেন: সার্বিয়ার সাথে ব্রাজিলের খেলাটি খুব ভাল লেগেছে। আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিলের দ্বিতীয় রাউন্ডে যাওয়া তো স্বাভাবিক ঘটনা। এটা নিয়ে এতো উচ্চসিত হওয়ার সুযোগ নেই।
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: অনেক ধন্যবাদ কাওসার ভাই, আমিও তাই বলতে চেয়েছি।
১৩| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৩:০১
কাইকর বলেছেন: বেলজিয়াম কাপ নিলে খুব খুশি হব এবার বেলজিয়াম সাপোর্ট করছি।
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৯
তারেক_মাহমুদ বলেছেন: এখন পর্যন্ত ভালই খেলেছে বেলজিয়াম, দেখা যাক পরে কি করে। ধন্যবাদ ভাই কাইকর।
১৪| ২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৪৪
রাজীব নুর বলেছেন: বিশ্বকাপের ইতিহাসের মাঠের লড়াইয়ে জার্মানির চিরশত্রু আর্জেন্টিনা। ব্রাজিলকে যারা জার্মানির চির-প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখাতে চাইছেন- তারা ফুটবলজ্ঞ!
২৮ শে জুন, ২০১৮ বিকাল ৪:৫১
তারেক_মাহমুদ বলেছেন: জার্মানির সাথে আর্জেন্টিনার রেকর্ড খুব একটা সুখকর নয়।
১৫| ২৯ শে জুন, ২০১৮ রাত ১২:৩৯
বিষাদ সময় বলেছেন: এত কিছু জানার পরও পোস্টটা ২৮ জুন ০০:১৫ আগে দেয়ার সাহস পেলেন না!!!!!!!!!!!!!!!!
২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৫৬
তারেক_মাহমুদ বলেছেন: হা হা হা হাসাইলেন, এটা ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়া আপনি মনে হয় ভাল করে পড়েননি, মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই বিষাদ সময়।
১৬| ২৯ শে জুন, ২০১৮ ভোর ৬:২৬
সামু পাগলা০০৭ বলেছেন: হুমায়ুন স্যারের নাম দেখেই পোস্টে ঢুকলাম, আই লাভ হিম। গল্পটি কি সত্যি? নুহাশ ও স্যারের এমন স্বাভাবিক সম্পর্ক কি ছিল!
২৯ শে জুন, ২০১৮ রাত ৯:৩২
তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় সামু পাগলা ০০৭ আপু
এই গল্পটি নুহাশ তার বাবাকে স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছিল। নুহাশের বোনেরা তাদের বাবাকে বিশেষ পছন্দ করতো না, কিন্তু নুহাশ তার বাবার সাথে ঠিকই যোগাযোগ রাখতো। নুহাশের চমৎকার একটি লেখা আছে পড়ে দেখতে পারেন।নেটের অবস্থা ভাল না তাই লিংক দিতে পারলাম না। গুগলে একটু খুজলেই পেয়ে যাবেন।
১৭| ০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১২:০২
জুন বলেছেন: এবার বিশ্বকাপে জায়ান্ট দলগুলো সব একে একে ধরাশায়ী হচ্ছে তারেক মাহমুদ। আমার ইতালি তো কোয়ালিফাই ই করলোনা আরেক প্রিয় দল জার্মানি ১৬ জুলাইয়ের টিকিট চেঞ্জ করে জুন মাসেই ফিরে গেলো :'(
জানিনা বাকি দুই প্রিয় দল স্পেন আর ব্রাজিল কি করে
০১ লা জুলাই, ২০১৮ দুপুর ১:০২
তারেক_মাহমুদ বলেছেন: প্রিয় জুনাপি যারা ভাল খেলবে তারাই জিতবে, দেখা যাক শেষ হাসি কে হাসে।
১৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৪
খসরু ওয়াহিদ বলেছেন: ব্রজিল ছাড়া কিচ্ছু বুঝি না
২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:০২
তারেক_মাহমুদ বলেছেন: আমিও, ধন্যবাদ খসরু ভাই।
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৮ সকাল ১১:২৮
সিগন্যাস বলেছেন: ফুটবল ছেড়ে আসেন দাবা খেলি।