নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হে দারিদ্র্য, তুমি মোরে কর না মহান!!!

ভাতের মজা কিছুতেই পাই না।

আমি ভাল আছি

ব্লগ তো আমি এমনি এমনি পড়ি আর মাঝে মধ্যে লিখিও;) অন্যদের লেখায় মন্তব্য করার মজাটাই আলাদা। Tareq_chtg@ইয়াহু.কম

আমি ভাল আছি › বিস্তারিত পোস্টঃ

পাখিদের জানা নেই, আকাশের সীমা নেই! পাখিরা যদি তা জানত...

১৬ ই মার্চ, ২০১২ ভোর ৬:৫৪

গরমকালের এক দুপুরবেলা। খাঁ খাঁ রোদের বন্যা বয়ে যাচ্ছে চারিদিকে। দু একটা পাখির ডাক ছাড়া আর কিছু শুনা যাচ্ছে না। কাছে কোথাও কাঁঠাল পেকেছে, পাকা কাঁঠালের গন্ধ এসে ঠিক যেন নাক ভেদ করে মগজে চলে যাচ্ছে। এক থাবায় কয়েকটা কোষ খেতে পারলে কি যে ভাল লাগত!!



টিনের চালের ঘর, তার উপর বোশেখ মাস, চালের উপর ঝাঁ ঝাঁ রোদের সে কি বৈশাখী মেলার আয়োজন!! বিদ্যুতের কোন বালাই নেই, থাকার মধ্যে আছে খালি বিদ্যুৎ নিমের মাজন! হেহেহেহে... বিছানায় চিত হয়ে শুয়ে উপরের দিকটা দেখে যাচ্ছিলাম এক দৃষ্টিতে। মনে বিশাল শুন্যতা বাসা বেধেঁছে। বিশাল আকাশের বিশাল শুন্যতা দেখতে পেলে ভাল হত। মনের শুন্যতা আর আকাশের শুন্যতা মিলে মিশে একাকার হয়ে যেত। মনটাও হয়ে যেত বিশাল। দু একটা দুঃচিন্তার উড়োজাহাজ সে বিশালতায় হারিয়ে গেলে মন্দ হত না। ইস, টিনগুলো যদি ট্রান্সপারেন্ট হত তাহলে কত মজাটাই না হত। বিশাল আকাশের কিছু না কিছু ত দেখা ই যেত। আসলে ট্রান্সপারেন্ট জিনিসগুলোর মজাটাই আলাদা! হোক না সেটা...... হেহেহেহে...



মনে নেই, কে যেন বলেছিল- পাকা কাঁঠালের গন্ধে ঘুমধরা এক ধরনের মাদকতা আছে। আজকে সেটা টের পেলাম। কাঁঠাল পাকা গন্ধ আমার তন্দ্রা এনে দিল। আমি যেন পাখির পালক হয়ে বিশাল আকাশের উড়তে লাগলাম। ক্লান্ত না হলে আর নিচে ফিরতে চাই না।



"পাখিদের জানা নেই, আকাশের সীমা নেই! পাখিরা যদি তা জানত...



দূরে কোথাও পাখি ডাকছে, ডাকুক, ভালই তো লাগছে!!





তুম যিন্দা হ?????



পাকিস্তানি ম্যাডামের তীক্ষ্ণ কন্ঠটা কানে বাজতেই তন্দ্রা যেন দৌড়ে পালাল।

লাঞ্চব্রেকের পর মনটা আর ক্লাসে নেই। বিনা টিকেটে উড়ে চলে গেছে বাংলাদেশে, কোন এক গ্রীষ্মকালের দুপুরবেলায়! শহর ছেড়ে গ্রামে। টুকরো টুকরো স্মৃতিগুলো হয়ে গেছে গিটারের স্ট্রিং! ঠোকা পড়লেই বড় শব্দ করে বেজে উঠে!!! শব্দগুলো বড় একটা কানে লাগে, মনে ত লাগেই। শব্দগুলো এক একটা ঘটনা, একটা অতীত। যে অতীত শুধু আজ নয়, চিরকাল ঘুরে ফিরে মনের আয়নায় ভেসে উঠবে।



তন্দ্রা হল অতীতের গেটওয়ে। আর বিরক্তিকর ক্লাসগুলো হল তন্দ্রার আমন্ত্রনকারী:D:D:D:D

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০১২ সকাল ৯:৫৬

শায়মা বলেছেন: বাপরে যাক বুঝা গেলো ক্লাসে বসে ফাঁকিবজিতে মানুষের লেখা বের হয়।:P

১৬ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:১০

আমি ভাল আছি বলেছেন: হেহেহেহে.. লেখাটা ক্লাসে বসেই লিখেছিলাম:P:P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.