নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

ডাইরির পাতা থেকে(৩১/৩/২০১২)

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬



কিছু কিছু সময় মানুষের জীবনের ক্রান্তিকাল চলে । দুঃসময় চলে । সেই দুঃসময়টা সবার কাছে দুঃসময় নাও মনে হতে পারে । খুলেই বলি । আমার কবিতা লেখার এখন দুঃসময় চলছে । বেশ কিছুদিন তাও প্রায় দুইমাস কবিতা লিখিনা । আসলে লিখতে পারছি না । এখন মনে হচ্ছে জীবনে আর কবিতাই লিখতে পারব না । বেশ কিছুদিন সকালে উঠে লেখার চেষ্টা করলাম পারলাম না । দুএক লাইন যদিও জোর করে লিখি, তারপর জোর করে চালাতে গেলে মনে হয়, সব জায়গায় জোচ্চুরি চলে কিন্তু কবিতার ব্যাপারে একদমই চলে না ।

তাই আজ অনেকটা বাধ্য হয়েই ডাইরি লিখতে বসেছি । বাধ্য হয়ে বলতে কেউ জোরাজুরি করে নি। কিছু লিখি না তাই ভাবলাম ডাইরিটা যদি লিখি তাও একটা কাজের কাজ হয় । অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানো । কিংবা আপেলের স্বাদ টমেটোতে । বুঝলেন না তাই না । তাইলে খুলেই বলি । ছোটবেলায় বাবার যখন চাকরি ছিল কিন্তু বেতন ছিল না, অনেকটা ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল গোছের অবস্থা তখন বাবা মাঝে মাঝে টমেটো নিয়ে আসতেন । খাবার সময় মাকে আয়েস করে বলতেন টমেটোর ছালাদ করে দিতে । আমার কাছে টমেটো খুব বিচ্ছিরি লাগত । খেতে চাইতাম না । বাবা তখন বলতেন, আরে ব্যাটা খা । কিছু তো বুঝিস না, দশটা আপেল সমান একটা টমেটোর গুন । আমাদের পাশের প্রতিবেশীরা বেশ ধনী ছিল । প্রায়ই আপেল টাপেল খেত । আমি মাঝে মাঝে ভাবতাম, যাই ওদেরকে একটা টমেটো দিয়ে দশটা আপেল নিয়ে আসি । ওরা হয়ত জানে না দশটা আপেল সমান একটা টমেটো । তখন বুঝিনি, কিন্তু এখন বুঝি আসলে আপেলে গুন কিছুমাত্র কম নেই, কম বাবার সাধ্যে । বাবা আসলে ওই কথাটা বলে তার আপেল কিনতে না পারার ব্যর্থতা ঢাকতে চাইতেন ।

লিখতে বসেছি ডাইরি, জুড়ে দিলাম টমেটোর কেচ্ছা । ঐ যে দুঃসময় হলে যা হয় । কিছুই আসে না । আসলেও লেখা যায় না । একদম লেজেগোবরে অবস্থা ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.