নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকৃতি অতি রহস্যময়। প্রকৃতির অনেক রহস্যই আমাদের বিজ্ঞান এখনও ব্যাখ্যা করতে পারেনি। প্রকৃতির এমনি এক রহস্যময় সৃষ্টি মৌমাছি। আমরা অনেকেই জানি মৌমাছির চাক গড়ে ওঠে রানি মৌমাছিকে কেন্দ্র করে যেখানে শুধুমাত্র একটি রানি মৌমাছি থাকে। রানি মৌমাছি সাধারণত চাকের অন্যান্য মৌমাছির চেয়ে বড় হয়। এই রানি মৌমাছিকে ঘিরে বেশকিছু চমকপ্রদ ঘটনা মৌচাকে সংঘটিত হয়। রানিকে কেন্দ্র করে মৌমাছিদের রয়েছে নানা দায়িত্ব। একদল রয়েছে যারা রানিকে খাওয়ায় এবং সেবা করে, একদল আছে যারা কর্মী ফুল থেকে মধু সংগ্রহ করে আর আরেকদল আছে পুরুষ মৌমাছি যাদের দায়িত্ব রানিকে গর্ভবতী করা।
রানির গর্ভবতী হওয়ার বিষয়টাও অদ্ভুত এবং মজার। কোন এক উজ্জ্বল দিনে রানি মৌমাছি চাক থেকে বের হয়ে আসে। সেই সাথে বেরিয়ে আসে সব পুরুষ মৌমাছির দল। জিবনে ওই একবারই রানি মিলিত হয় তাঁর পুরুষ প্রেমিকের সাথে। শত শত পুরুষের মধ্যে শুধু একজনই মিলিত হতে পারে রানির সাথে। বাকি যে সব পুরুষ মৌমাছি আছে তারা মিলিত হতে পারে না এবং মৌচাকেও ফিরে যায় না। একে একে মারা যায়। অনেকটা দেবদাসের মত প্রেম বিরহে প্রাণত্যাগ।
এবার আসি কুইন্স সাবস্ট্যান্সের কথায়। রানির শরীর থেকে একধরনের অজানা শক্তি প্রবাহিত হয়। কর্মী মৌমাছিরা যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায় এবং তাদের শরীরের শক্তি নিঃশেষিত হয়ে যায় তখন তারা দ্রুত চাকে ফিরে এসে রানি মৌমাছির খুব কাছে ভিড় করে। রানির শরীর থেকে যে শক্তি প্রবাহিত হয় তা থেকে কর্মী মৌমাছিরা শক্তি সংগ্রহ করে। অনেকটা ব্যাটারি চার্জের মত বিষয়। বিজ্ঞানিরা এখনও এই শক্তি সম্পর্কে তেমন কোন ধারণা দিতে পারেনি। এই অজানা শক্তিকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় কুইন্স সাবস্ট্যান্স। রহস্যময় নয় কি? প্রকৃতই প্রকৃতি বড়ই রহস্যময়!
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩০
তরুন ইউসুফ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:২৫
চাঁদগাজী বলেছেন:
কুইন-সাবসতেন্স আপনি বুঝতে পারেননি, তাই প্রকৃতি আপনার কাছে অন্যদের চেয়ে বেশী রহস্যময় হয়ে গেছে।
কুইন-সাবসতেন্স হচ্ছে একটি কেমিক্যাল, যা শ্রমিক মৌমাছিদের উপর অনেকটা হরমোনের মতো কাজ করে; ইহার ফলে, তারা একই রাণীর প্রতি আকর্ষণ অনুভব করে; ফলে, একই দলে থাকে।
২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:৩২
তরুন ইউসুফ বলেছেন: বিষয়টা আপনিও মনে হয় বুঝতে পারেননি। আরেকটু জেনে নিন। আর আমি অল্পতেই আশ্চর্য হই।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০১
চাঁদগাজী বলেছেন:
আমি শ্রমিক মৌমাছি হয়ে জেনে নেবো, তারপর আপনাকে জানাবো
৪| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:০৬
চাঁদগাজী বলেছেন:
আমি "রাণীর শরীরের শক্তি"কে জানার চেষ্টা করছি; ইতিমধ্যে আপনি চেষ্টা করেন "ফাঁস-করা প্রশ্ন" ব্যবহার না করতে। আমি "রাণীর শরীরের শক্তি"কে অনুভব করে আপনাকে জানাবো
৫| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:২১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: মৌচাকের একটা ছবি দিলে কাজের কাজ করতেন।
ওদের কে, কত দিন বাঁচে?
৬| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ১১:০৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পৃথিবী, প্রকৃতি খুবই রহস্যময়। তবুও অনেকে মনে করে, সব এমনি এমনি হয়েছে...
৭| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১২:২৬
শহীদ আম্মার বলেছেন: জনাব চাঁদগাজী, আপনি শ্রমিক মৌমাছি হয়ে গেলে আপনাকে মধু সংগ্রহ করতে হবে। তখন খালেদা তারেকের খবর কে রাখবে?
কোকো টা না হয় মরে আপনার দায়িত্ব একটু কমিয়ে দিছে।
৮| ২৯ শে এপ্রিল, ২০১৮ রাত ১:১৮
চাঁদগাজী বলেছেন:
@শহীদ আম্মার ,
ব্লগে আপনাকে "স্বাগতম" জানাতে চাচ্ছি; আপনার লেজ টেজ কি এখনো ডিমের ভেতরে, নাকি বের হয়ে এসেছেন পুরোপুরিভাবে?
আপনি কি নতুন, নাকি খোলস বদলায়েছেন?
৯| ২৯ শে এপ্রিল, ২০১৮ সকাল ৭:৫২
রিফাত হোসেন বলেছেন: মজা পেলাম, পোস্ট নিয়ে নয় বরং মন্তব্য প্রতিমন্তব্য পড়ে...
১০| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৯
তরুন ইউসুফ বলেছেন: দেখুন আমি যে পোস্ট টি দিয়েছি এটি মূলত পড়ার টেবিল থেকে। অনেকেই হয়ত বিষয়টা সম্বন্ধে জানেন আবার অনেকেই জানেন না। এটা আমার কাছে আশ্চর্যজনক মনে হয়েছে বলেই শেয়ার করেছি। কোন বিদ্যা ফলাতে নয়। এখানে সবাই জ্ঞানী গুনি আশা করি বিষয়টা বুঝেছেন।
১১| ২৯ শে এপ্রিল, ২০১৮ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: ্দোকানে লেখা থাকে সুন্দরবনের খাটি মধু। কেনার পর কিছুদিন চিনে চিনি জমে যায়।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৮ রাত ৯:১৮
আবু আফিয়া বলেছেন: সুন্দর একটি বিষয় তুলে ধরার জন্য ধন্যবাদ, ভাল লাগল