নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ বাংলাদেশ ব্যাংকের ভল্টে সোনা মাটি: সিরিয়াস না হয়ে তামশা করি

১৭ ই জুলাই, ২০১৮ রাত ৯:৩০


সকালে উঠে কোনমতে নাওয়া খাওয়া সেরে অফিসে দৌড়াই। কোন দিন পত্রিকা দেখার সুযোগ হয়, কোনদিন হয় না। যেমন আজকে, নিচ থেকে পত্রিকা নিয়ে ব্যাগপ্যাকে পুরে দৌড়। তাইত হট নিউজটা চোখ এড়িয়ে গেল। কিন্তু এড়িয়ে যাবে কই। অফিসে পৌঁছেই কানে আসল সোনা চুরি হয়ে গেছে। আঁতকে উঠলাম। কি সর্বনেশে কথা। বাঁচব কি করে। একটু পরে আসল ঘটনা জানতে পেরে কিছুটা দুঃখিত হলেও আশ্বস্ত হলাম। কিছু একটা গোলমাল হয়েছে নিশ্চয়ই। তবে প্রকৃত ঘটনা কি ঘটেছে তা আমরা কেউই জানি না। সেজন্য কোন মন্তব্য করছি নে। তবে সিরিয়াস কিছু না করে আসুন একটু হাস তামশা করি। যদিও বিষয়টা হাস তামশার বিষয় না কিন্তু বাঙালি ইয়ার্কি প্রবণ জাতি। আমোদের সুযোগ পেলে ছাড়বে কেন। যেমন আমাদের কলিগদের দুএকটি ঘটনা উল্লেখ করছিঃ
# আমাদের এক কলিগ হন্তদন্ত হয়ে এসে জিজ্ঞেস করল আচ্ছা যে সোনা চুরি গেছে এটা কি আমদের কলিগদের সোনা? একটু পরে চেম্বার থেকে বের হয়ে এসে আমাদের এক সিনিয়র কলিগ উত্তর দিলেন, মনে হয় না। আমারটা তো ঠিক আছে আপনারটা চেক করে নিন না।
# আরেক কলিগ একটু পরে এসে জিজ্ঞেস করলেন, আচ্ছা সোনা চেক করে ঢুকানো (ভল্টে) হয় নি? সেই কলিগ উত্তর দিলেন, চেক করেই ঢুকানো হয়েছিল কিন্তু বের করে দেখে ক্ষয়ে গেছে।
অবশ্য এর বাইরেও আরও অনেক ধরনের মজার কথা, বার্তা এবং কৌতুকে ফেসবুক ভরে গেছে। সেগুলো পড়ুন এবং মন খুলে হেসে ঘুমাতে যান। সিরিয়াস হওয়ার দরকার নেই। আশা করি দুএকদিনের মধ্যে প্রকৃত ঘটনা জানতে পারব। দুটি ঘটনা ঘটতে পারে
১। চিলে কান নিয়ে গেছে অথবা
২। আসলেই কান কাটা গেছে
তবে যাই ঘটুক না কেন দয়া করে ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ না করে নিজেদের সোনা-দানা, ধন-সম্পদ এগুলো সামলান। এটা জাতীয় ইস্যু জাতীয় ভাবে মোকাবেলা করাই শ্রেয়।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ ব্যাংকে জামানত রাখা টাকা
এবার পায়রা হয়ে উড়াল দেবে!

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৫

তরুন ইউসুফ বলেছেন: কোন জামানত?

২| ১৮ ই জুলাই, ২০১৮ সকাল ১০:১২

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: =p~

১৮ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫৬

তরুন ইউসুফ বলেছেন: :) :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.