নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পথে প্রধানতম ঘটনার একটি ৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন। শেরে বাংলা এ. কে. ফজলুল হক এবং ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন একে অপরের পরিপূরক। তাকে কেন্দ্র করেই যুক্তফ্রন্ট গঠিত হয়। ১৮৭৩ সালের ২৬ অক্টোবর শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জন্ম। সেই হিসেবে ২০২৩ সালের ২৬ অক্টোবর কিংবদন্তি হক সাহেবের সার্ধশত জন্মবার্ষিকী। এরই প্রাক্কালে অনেকটা অপ্রত্যাশিতভাবে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের নির্বাচনসংক্রান্ত বিষয়ে শেরে বাংলার নিকট প্রেরিত কিছু রাজনৈতিক চিঠি, টেলিগ্রাম এবং নির্বাচনের সময় প্রার্থী নির্বাচনের জন্য গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কিছু গোপনীয় প্রতিবেদন উদ্ধার হলো। পাশাপাশি খুঁজে পাওয়া গেলো যুক্তফ্রন্টের মনোনীত অঞ্চলভিত্তিক পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা এবং সেই নির্বাচনের প্রেক্ষিতে ছাপানো কিছু লিফলেট। যে চিঠিপত্র শেরে বাংলার কাছে এসেছে সেগুলো সবই নির্বাচনকেন্দ্রিক। প্রাপ্ত চিঠি টেলিগ্রাম, রিপোর্ট এবং লিফলেটের বিষয় ছিল যুক্তফ্রন্টের নেতাকর্মীদের উপর মুসলিম লীগ সমর্থক এবং প্রশাসনের অত্যাচার, প্রচার-প্রচারণা, এলাকায় প্রার্থীদের অবস্থা, প্রার্থীদের মধ্যে দ্ব›দ্ব, প্রার্থী পরিবর্তনের আবেদন, নির্বাচন পরিচালনার জন্য পার্টির পক্ষ থেকে আর্থিক সাহায্য, প্রার্থী নির্বাচন নিয়ে নেতাদের মধ্যে মতানৈক্য ইত্যাদি। অর্থাৎ ১৯৫৪ সালের নির্বাচনকে ঘিরে যেসকল রাজনৈতিক কর্মকান্ড সংঘটিত হয়েছিল প্রাপ্ত কাগজপত্রগুলো সেসবের দালিলিক প্রমাণ। কাগজগুলো উদ্ধার হয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টে রক্ষিত পুরাতন কাগজপত্রের মধ্য থেকে।
দলিলাদিগুলো কিভাবে উ্দ্ধার হলো কিংবা এই দলিলাদিগুলো বাংলাদেশ ব্যাংকে আসল কিভাবে? বাংলাদেশ ব্যাংকের সাথে কি শেরে বাংলা এ, কে ফজলুল হকের কোন সম্পর্ক কিংবা যোগাযোগ ছিল? এসবের বিস্তারিত বইয়ের পটভ‚মিতে বলা হয়েছে।
যুক্তফ্রন্টের ইতিহাস নিয়ে বই হয়েছে বটে কিন্তু অনেক তথ্য আছে যেগুলো আমাদের অগোচরে রয়ে গেছে। সেই অগোচরে থাকা অনেক তথ্য উদ্ধারকৃত দলিলগুলো খুঁজলে পাওয়া যায়। ফলে অনিবার্যভাবেই অপ্রকাশিত এই দলিলগুলো প্রকাশের দাবি রাখে। সেই প্রয়োজনীয়তা থেকেই এইসকল দালিলিক প্রমানের ভিত্তিতে ”শেরে বংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল” শিরোনামে একটি বই রচিত হয়েছে। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। বইটি যুক্তফ্রন্ট নির্বাচন সম্পর্কে আরও গভীরভাবে জানা ও ভাবার সুযোগ করে দেবে। তাছাড়া যেসব গুরুত্বপূর্ণ দলিলাদি গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে সেগুলোর গুরুত্ব কেবল নতুন তথ্য লাভের জন্য নয় যুক্তফ্রন্ট নির্বাচনকে ঘিরে যেসব স্মৃতিকথা কিংবা ইতিহাস প্রকাশিত হয়েছে সেসবের সঠিকতা নির্ণয়ের জন্য প্রাপ্ত চিঠিপত্রসহ অন্যান্য কাগজপত্রগুলো প্রয়োজনীয় উৎস।
শেরে বংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল”
বিষয়শ্রেণী: মুক্তিযুদ্ধ ও ইতিহাস
প্রকাশক: ঐতিহ্য
প্রচ্ছদ: ধ্রুব এষ
প্রকাশকাল: জানুয়ারী ২০২৩
rokomari
prothoma
Bengalboi[link|https://rongin.com.bd/product/sherebanglaojuktofrontnirbachonkissudusprappodollil/|ronginkaler kheye
২১ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১৬
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ
২| ২০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:০০
সাহাদাত উদরাজী বলেছেন: ইতিহাস ঐ একটা বিষয়েই থেমে গেছে, কেহ কাউরে আর স্বীকার করে না!
২১ শে মার্চ, ২০২৩ সকাল ১০:১৭
তরুন ইউসুফ বলেছেন: থেমে যাওয়া অবস্থাকে চলমান করতেই এই প্রয়াস
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: ওকে।