![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
০১/ ইংরেজী ব্যতীত উচ্চ শিক্ষা অর্জন সম্ভব নয়।
০২/ ইংরেজী ব্যতীত তথ্য-প্রযুক্তির শিক্ষা অর্জন সম্ভব নয়।
০৩/ ইংরেজী ব্যতীত বাইরের দুনিয়ার খবরা-খবর পাওয়া সম্ভব নয়।
০৪/ ইংরেজী ব্যতীত ভাল কর্মস্থান পাওয়া সম্ভব নয়।
০৫/ ইংরেজী ব্যতীত উন্নত জীবন আশা করা সম্ভব নয়।
০৬/ ইংরেজী ব্যতীত বহুজাতিক কম্পানীতে কাজ করা সম্ভব নয়।
০৭/ ইংরেজী ব্যতীত অন-লাইন অায় করা সম্ভব নয়।
০৮৭/ ইংরেজী ব্যতীত যে কোন ভাল কিছু করা সম্ভব নয়।
২| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৪৯
৩| ১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৮
রাজিব বলেছেন: ইংরেজি শিখতে কেউ কখনো মানা করেছে বলে মনে হয় না। তবে মূল সমস্যা হল ইংরেজি কেন শিখবো এবং কিভাবে শিখবো এ ব্যপারে অনেকেই খুব কনফিউজড থাকে। আপনার ৭ টি পয়েন্টের সঙ্গে দ্বিমত করা সম্ভব নয়।
@ দেশ প্রেমিক বাঙালী ২১ ফেব্রুয়ারি এলে কারা ইংরেজির গুষ্ঠি উদ্ধার করে তাদের একটু নাম দেন এবং কিছু লিংক দেন। আমরাও জানি।
©somewhere in net ltd.
১|
১২ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমাদের দেশের কিছু লোক আছে যারা ২১ ফ্রেব্রুয়ারী এলেই ইংরেজীর গুষ্টি উদ্ধার করে ছাড়েন। পারলে তাৎক্ষণিক ভাবে সবকিছু থেকে ছুঁ-মন্তর করে ইংরেজী উধাও করে বাংলা প্রতিস্থাপন করেই ছাড়েন। অথচ তেনাদের বাচ্চা-কাচ্চা, নাতী-নাতনীরা ইংরেজী মিডিয়ামে পড়ে। ফলে কি হইলো - বাংলা কইতে পারেনা কইতে গেলেই বাংলীশ কইয়া ফালায়।
আসল কথা হইতেছে তেনারা আমাদেরকে ইংরেজী শিখতে দেবেননা। কারণ তেনারা চান না আমরা উপরে উঠি।