| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তখন ছিল রূপকথার দিন...
সারাদিন ঝুম বৃষ্টি। স্কুল থেকে ফিরেই
ব্যাগ ছুড়ে ফেলে ৩
বান্ধবী মিলে দৌড়ে টানা বারান্দায়
ছুটে যেতাম। টিন শেড এর বাড়ির চালায়
অবিরত ঝমঝম শব্দ। ফ্রিজ এ
থাকতো আমাদের নিজ
হাতে বানানো স্পেশাল আইস্ক্রিম।
উপকরন, দুধ, চিনি, কলা। একটি স্টিলের
মগ এ উপকরন মিক্স করে ডীপ
ফ্রিজে রেখে দিলেই হত।
বৃষ্টিতে ভিজতে ভিজতে মগ
থেকে টুকরো টুকরো আইস্ক্রিম খাচ্ছি আর
খিলখিলিয়ে হাসছি , আমি, শশী,
ফারজানা...
দিনগুলো বড্ড তারাহুরা করেই
চলে যাচ্ছে। উরন্ত মেঘের মতন।
ফারজু, শশী, জানিনা লেখাটা তোদের
চোখে পড়বে কিনা, জেনে রাখ, তোদের
অনেক মিস করি। অনেক... আবার
ইচ্ছে করে, ছোটবেলায় ফিরে যেতে,
এলোমেলো শাড়ি পড়ে, আছড়ে পড়তে।
নিজেদের বানানো নাটকে,
শশীকে প্রতিবার ভিলেন বানিয়ে,
খেপিয়ে দিতে। আবার ইচ্ছে করে,
শশীদের ল্যান্ড ফোন থেকে,
দুষ্টুমি করে মিরপুর থানায় ফোন দিয়েই
লাইন কেটে দিতে।
আবার ইচ্ছা করে...
©somewhere in net ltd.