নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো আত্নার ভেতরে বাস করে। আত্না অবিনশ্বর, সম্পর্কটাও তাই হারিয়ে যায়না।

তাসজিদ

[email protected] www.fb.com/tasjid.ahmed.9

তাসজিদ › বিস্তারিত পোস্টঃ

ঘাপটি মেরে থাকা ওদের চিনে নিন

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮





কিছুদিন ধরে তাদের মন খারাপ। তাদের কিছুই ভাল লাগে না। যেদিন কাদের মোল্লা কে যাবত-জীবন কারাদণ্ড দেয়া হল সেদিন থেকেই তাদের উচ্চকণ্ঠ এ জাগরিত। এক কথায় বলতে গেলে তাদের মুখোস খুলে গেছে।

প্রজন্ম চত্তর এর আন্দোলন, লুকিয়ে অথবা ঘাপটি মেরে থাকা নব্য শিবির,তাদের দোসর অথবা তাদের যারা লুকিয়ে সাপোর্ট করে তাদের মুখোস খুলে দিয়েছে। কিন্তু কিভাবে এদের চিনহিত করবেন ????



তাদের কথার মাধ্যমে। অর্থাৎ তাদের আচরণ তাদের অন্ত-নিহিত মনোভাব কে প্রকাশ করে দিচ্ছে। যেমন:



১. প্রজন্ম চত্তর এর আন্দোলন বর্তমান সরকারের একটি সফল নাটক। এর সাথে সাধারণ মানুষের কোন সম্পর্ক নেই।



২. সরকার পদ্মা সেতু ইস্যু ঢাকার জন্য ইচ্ছাকৃত ভাবে এ নাটক সৃষ্টি করেছে।



৩. মাত্র গুটিকয়েক লোক আছে প্রজন্ম চত্তর এ। এর থেকে অনেক বেশি লোক জামায়েত-শিবির এর ছোট কোন মিছিলেও হয়।



৪. এটি কোন আন্দোলন নয়, এটি একটি entertainment শো। সবাই মজা দেখবার জন্য যাচ্ছে সেখানে। নেচে গেয়ে মজা করে। যতসব গাধা কোথাকার।



৫. মেয়েরা সারারাত জেগে বসে থাকে। কি নাফরমানী কাজ। মেয়ে দেখার জন্য কিছু eve teaser ওখানে জমা হয়েছে।



৬. অধিকাংশ লোক ভাড়া করা। টাকা পয়সা দিয়ে লোক এনেছে। আমার অফিস থেকে ২০ জনকে আনা হয়েছে। টাকা দিয়ে।

আমাকেও বলেছিল, “ I said no.”



৭. যে ছেলেরা সেখানে গিয়েছে তারা সবাই চরিত্রহীন। ভিড়ের সুযোগে তারা নোংরামি করছে। ছিঃ ছিঃ ছিঃ



৮. ওঁই খানে গেলে কেও আর মুসলিম থাকবে নে। সবাই হিন্দু হয়ে যাবে। গান, পথ নাটক, শ্লোগান এসব তো হিন্দুয়ানীর লক্ষণ।



৯. যত আন্দোলনই কর, শেষ পর্যন্ত লাভের গুঁড় সরকার ই খাবে। তুমরা কিছুই পাবে না।



প্রিয় ব্লগার গন, এভাবে সাগু/শিবির/জামায়াত দের identify করতে পারেন। কারণ এরা ঘাপটি মেরে আছে। ছলে বলে কৌশলে। এদের প্রতিহত করুন। সামাজিক ভাবে, অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে কিংবা অন্তরাত্মা দিয়ে।



আর “জয় বাংলা” কোন দলের শ্লোগান নয়, এটি দেশ ও দশের শ্লোগান। তাই বলুনঃ

জয় বাংলা।

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

তাসজিদ বলেছেন: আপনাদের কোন আইদিয়া থাকলে দিন।এড করে দিব

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ঠিকই বলেছেন ।


১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

তাসজিদ বলেছেন: ওদের নিস্তার নেই। আস্তাকুরে নিক্ষেপ করা হবে সব জামাত-শিবিরদের

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৫

মিজান মল্লিক বলেছেন: বস। ওদের মতবাদ আমাদের প্রচার করার প্রয়োজন নাই। ওরা কি বলে, বলতে থাক। আমাদের উচিত হবে এসব কথায় কান না দেওয়া। কারণ ওদের মাইন্ড সেটই এমন। কুকথায় পঞ্চমুখ। নতুন প্রজন্মের চেতনাকে যারা ধরতে চায় না, বরং অপব্যাখ্যা করে, গণজাগরণের মতো এত বড় একটা ঘটনা থেকে ওরা কোনো শিক্ষা নেবে না। আমরা শুভবুদ্ধির তরুণেরা ওদের কথায় বিভ্রান্ত হব না। আমরা তো ওদের স্বরূপ জানি।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮

তাসজিদ বলেছেন: কিন্তু এর ফলে ওদের চিনহিত করা যাচ্ছে। এবং প্রতিহত করা যাচ্ছে।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৬

খুব সাধারন একজন বলেছেন: কেউ বুষতেপা্এ নাি ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

খুব সাধারন একজন বলেছেন: গুরুত্ব দিয়েন নাতো ভাই।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৯

তাসজিদ বলেছেন: নারে ভাই, এদের গুরুত্ব না দিলে উপায় আছে। এরা সাপের থেকেও ভয়ঙ্কর। সুযোগ পেলেই ছোবল দেবে।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

এস বাসার বলেছেন: শুধু জামাত শিবির নয়, বিএনপির হান্নান শাহের মতো কেতারাও আজ এসব আবোলতাবোল বলে আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার পায়তারা করছে।

সবাইকে সজাগ থাকতে হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৬

তাসজিদ বলেছেন: হান্নাহ শাহ এর মত কি তার বাক্তিগত নাকি দলের।

যদি দলের হয়ে থাকে তবে তার থেকে লজ্জার কিছু আর নেই।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৭

িবদ্রহী বলেছেন: আইডেন্টিফাই করে কোনো লাভ নাই। আন্দোলন কারিদের মধ্যেও কি ছাগু নাই ভাবছেন?? অলরেডি নাতি আইয়া পড়ছে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

তাসজিদ বলেছেন: কি বঝাতে চাচ্ছেন????


বিদ্রোহী নাম নিলেই কি বিদ্রোহী হওয়া যায়????????

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪২

একজন আরমান বলেছেন:

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

তাসজিদ বলেছেন: উপরে একজন আছেন। তার হাত থেকেও যুদ্ধপরাধিদের নিস্তার নেই।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:
শেষ রক্ত বিন্দু পর্যন্ত
রাজাকারদের ফাঁসির জন্য লড়ে যাব

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

তাসজিদ বলেছেন: জামাত শিবির পাকিস্থানে যায় না কেন??? ওয়াজিরিন্থান এ থাকা খাওয়ার সুবেবস্থা করা আছে। সাথে drone হামলা ফ্রী

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:১২

অনীনদিতা বলেছেন: জয় বাংলা।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

তাসজিদ বলেছেন: এ তারুণ্য জামাত-শিবির রুখবে কি করে।

জয় বাংলা।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

সিয়ন খান বলেছেন: জয় বাংলা

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

তাসজিদ বলেছেন: এই প্রজন্ম চত্তর থেকেই শুরু হোক নতুন পথে যাত্রা।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

স্পাইসিস্পাই001 বলেছেন: রাজাকারের ফাসি চাই ...ফাসি ভিন্ন দাবী নাই......

ছাগু মুক্ত ব্লগ চাই

সকলের চোখে বিজয়ের নেশা দেখতে পাচ্ছি

জয় বাংলা!!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২১

তাসজিদ বলেছেন: ছাগুদের দুই গালে জুতা মার তালে তালে

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১২

লক্ষ্মীপেঁচা বলেছেন: ওদেরকে জুতাপেটা করা হোক ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

তাসজিদ বলেছেন: এ তারুণ্য জামাত-শিবির রুখবে কি করে।

জয় বাংলা।

শেষ রক্ত বিন্দু পর্যন্ত
রাজাকারদের ফাঁসির জন্য লড়ে যাব

১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
View this link

ছাগু দেখা মাত্র রিপোর্ট করেন।

জামাত শিবির রাজাকার
এই মুহূর্তে বাংলা ছাড়

১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪০

তাসজিদ বলেছেন: লক্ষ শহীদ ডাক পাঠালো সব সাথীরে খবর দে
সারা বাংলা ঘেরাও করে, রাজাকারদের কবর দে!

১৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

আমি বাঁধনহারা বলেছেন:
লীগ,দল,জামাত সহ সব দলের রাজাকারের ফাঁসি চাই
শহিদের রক্তেরঞ্জিত বাংলায় কোন রাজাকারের ঠাঁই নাই।

ভালো লাগল।ধন্যবাদ ভাই।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

তাসজিদ বলেছেন: জামাত শিবির পাকিস্থানে যায় না কেন???

ওয়াজিরিন্থান এ থাকা খাওয়ার সুবেবস্থা করা আছে। সাথে drone হামলা ফ্রী

১৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

যাযাবর৮১ বলেছেন:





গণদাবি একটাই

আবার জেগেছে তারুণ্যের প্রজন্ম
দ্বিধা ভেদ ভুলে জাগরণের জন্ম,
কবে কে দেখেছে এই বাংলার বাঘ
শাবাশ জনতা ঐ জেগেছে শাহবাগ।

আলোকিত প্রাণ প্রজন্ম চত্বরে
বিকশিত গান খুঁজছে সত্তারে,
আর নয় ভুল, মুক্তির স্লোগান
ধূম্র ধূসরে ফাগুনের জয়গান।

ঘৃণায় আক্রোশে জানায় যে ধিক্কারে
গণদাবি আজ প্রদৃপ্ত হুঙ্কারে,
জেগেছে জনতা, বিচার এবার চাই
ফাঁসি, ফাঁসি, ফাঁসি, গণদাবি একটাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৩

তাসজিদ বলেছেন: ভাই, খারাপ লাগে কখন জানেন, যখন দেখি আমাদের আন্দোলন কে কেও কেও রাজনৈতিক আন্দোলন বলে। আমারা নাকি না বুঝে লাফালফি করছি।

১৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩১

যাযাবর৮১ বলেছেন:





কলঙ্ক মুক্তি চাই (গীতি কবিতা)

বসন্ত আজ যে আবার এসেছে
আগুন ঝরা উত্তাল বানে
ধূসর জীবনের পাতায় পাতায়
রক্ত রাগে দ্রোহের গানে।

জাগরণ জেগেছে নব প্রজন্ম
প্রদৃপ্ত প্রজন্ম চত্বর
আবার জনতা খুঁজে পেয়েছে পথ
চাইছি আবার একাত্তর।

হৃদয়ে বসন্ত জ্বলছে আগুন
গণদাবি আজকে একটাই
জাগে বাংলাদেশ দৃপ্ত স্লোগানে
কলঙ্ক মুক্তি চাই।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭

তাসজিদ বলেছেন: বিদ্রোহের দ্রোহে জ্বলে পুড়ে যাক সব অন্যায় ।


জামাত শিবির নিপাত যাক।

১৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

নাজিম-উদ-দৌলা বলেছেন: শাহবাগ নিয়া যেসব প্রলাপ শুনি তার কিছু নমুনা দিলাম দেখেন.......

-> বদ পলাপাইন ঝামেলা পাকানের তালে আছে
-> এইটা তো নাস্তিকদের আন্দোলন
->পুরাই আওয়ামিলীগ জড়িত এই আন্দোলনে
-> ৫০-৬০ জন মানুষ গেসে, আর মিডিয়া বানায় দিসে হাজার হাজার
-> আরে মিয়া!! এইটা তো আসলে জামাত-শিবিরই করাইতেছে। দেশে ঝামেলা পাকাইবার জন্য
-> মেয়েগুলা সব পতিতা। কি করে না করে, খুবইইই খারাপ
-> সব বেধর্মীগুলা মুমবাত্তি জালাইয়া পূজা করে
-> জুম্মার নামায না পইড়া গুলতানি করে সেইখানে
-> আওয়ামীলীগ তো ২০০ টেকা কইরা দিসে এইখানে আসার জন্য
-> খাইয়া কাম কাজ পায়না, আইসে আন্দোলন করতে
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি...

বুঝেন অবস্থা! আন্দোলনে সমর্থন দিলে দে, না দিলে চুপ মাইরা থাক! আজাইরা প্যাঁচাল পারতে কইসে কে?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৯

তাসজিদ বলেছেন: এখন তো আবার নতুন জিনিস পেয়েছে। যারা লিড দিচ্ছে তারা নাকি সবাই নাস্তিক।
এসব অপপ্রচার এ কাজ হবে না।

১৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: জয় বাংলা।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

তাসজিদ বলেছেন: এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

২০| ০১ লা নভেম্বর, ২০১৩ ভোর ৬:৩৭

হাসান কালবৈশাখী বলেছেন:
শাহাবাগ আন্দলনের প্রথম দুইহপ্তাই আন্দলনের মুল অর্জন টি হয়ে গেছে অবস্যই।

কি পেলাম?

১। বাঙ্গালির প্রানপ্রিয় স্লোগান 'জয় বাংলা' আওয়ামীলিগের হাত থেকে ছিনিয়ে এনে সার্বজনিন করা সম্ভব হয়েছে।

২। শাহাবাগের জনমত তাজা থাকতেই দ্রুততার সাথে ৪টি আইন সংশোধন ও সংযোজন করে ফেলে।
যেমন দল (জামাত) নিসিদ্ধের আইন, অতি জরুরি দ্বিমুখি আপিল অধিকার। যে কারনে কাদের মোল্লার ফাঁসি দেয়ার মত অসম্ভব কাজ সম্ভব হয়েছে।

৩। এর মধ্যে অতি গুরুত্বপুর্ন আইনটি হচ্ছে - রায় ঘোষনার ২ মাসের ভেতর আপিল আবেদন ও নিস্পত্তি সারতে হবে।

এসব জনমতের চাপে কারনে ট্রাইবুনাল নতুন ভাবে প্রান ফিরে পেয়েছে। রায়গুলো দ্রুত হয়েছে।

৪। জামাতের নিষিদ্ধ হওয়ার প্রথম পর্যায় রেজিষ্ট্রেশন বাতিল হয়েছে। নির্বাচনে দাঁড়াতে পারবে না।

৫। রবিবারের রায়টি ধরলে ৮ টি রায়ে ৮ জন কেই দোষি সাব্যস্ত করা ও সর্বচ্চ শাস্তি দেয়া সম্ভব হয়েছে।


এরপর শাহাবাগের কাছে আর কি চাওয়া লাগে?

কষ্ট করে এটাও পড়ুন
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.