নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো আত্নার ভেতরে বাস করে। আত্না অবিনশ্বর, সম্পর্কটাও তাই হারিয়ে যায়না।

তাসজিদ

[email protected] www.fb.com/tasjid.ahmed.9

তাসজিদ › বিস্তারিত পোস্টঃ

Devide and rule এর জাঁতাকলে আর কতকাল পিষ্ট হবে এ জনতা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫





মাঝে মাঝে আমার মনে হয় আমরা কি বোকা, খুব বেশি বোকা?? যুগ যুগ ধরে আমাদের উপর নিষ্পেষণ চলে। কখন আমাদের শোষণ করে সাদা চামড়ার ব্রিটিশরা, কখন আবার দূষিত রক্তের অধিকারী পাকিস্তানিরা। আমরা কেন তাদের মেন্টাল গেম বুঝি না।



সেদিন এক বন্ধুর সাথে ফেবু তে চ্যাট করছিলাম। সে আমাকে জানলো সে শাহবাগ নিয়ে চিন্তিত। তার সাথে আন্দোলন নিয়ে আগেও কথা হয়েছে। এ আন্দোলন নিয়ে তার মনোভাব ইতিবাচক ছিল। কিন্তু সে তার দিক পরিবর্তন করেছে। কিংবা তার ভুল ভেঙ্গে গেছে। কারণ এর যারা লিড দিচ্ছে তারা নাকি সবাই নাস্তিক। আর এই আন্দোলন তার কাছে এখন ধর্মের বিরুদ্ধে মনে হচ্ছে।



ব্লগার থাবা বাবা( আহমেদ রাজিব হায়দার)) কে অনেক দিন ধরেই চিনতাম। অনেকে তাকে হয়ত নাস্তিক বলত। কিন্তু সে নিজেকে কখন নাস্তিক দাবি করেনি। ধর্মকে অবমাননা করে তার কোন লেখাও অন্তত আমি পরিনি। কিন্তু তার মৃত্যুর পর সে হয়ে গেছে নাস্তিক, মহা নাস্তিক। আর সে নাকি বাংলাদেশে সব নাস্তিকদের সর্দার। ইসলাম ধর্মের নামে ষড়যন্ত্র হচ্ছিল সব নাকি তার নেতৃতে। ???????????

শাহবাগকে নাস্তিকদের আড্ডা বলে জামাত-শিবির প্রচার করে আসছিল। জনগণের মনে সন্দেহ তৈরি করাই যার মূল উদ্দেশ্য। কিন্তু যে লেখা নিয়ে তার বিরুদ্ধে কথা হচ্ছে, সে “নূরানি চাপা” ওর লেখা নয়। তা কিন্তু ফেসবুক এ লেখা হয়েছে। এবং জামাত শিবির চক্র এ লেখার লিঙ্ক টি ছড়িয়ে দিচ্ছে ।লেখাটি পড়লে সবার মাঝে প্রচণ্ড বিদ্বেষ তৈরি হবে। প্রথম বিদ্বেষ তৈরি হবে থাবা বাবার প্রতি, যা পরবর্তীতে প্রজন্ম চত্বর এর উপর গিয়ে পরবে। এবং একসময় গিয়ে সে আর এ আন্দোলন সমর্থন করবে না। শুধুমাত্রই এ কারণেই এত ব্লগার থাকতে থাবা বাবে কে বেছে নেয়া হয়েছে। ইতিমধ্যে তার নামে ফেসবুক এ সাত আট কি পেজ খুলা হয়েছে। যার অধিকাংশই মিথ্যায় পরিপূর্ণ।



মানুষের আগ্রহ কে কি চমৎকার ভাবে কাজে লাগালো জামাত-শিবির। আর তাদের এ খেলায় আমার না বুঝে লাফালাম। কিন্তু তাদের এ উদ্দেশ্য কতটা পূর্ণ হয়েছে। ???????????

সব কিছু পরিবর্তনশীল। সময়ের স্রোতে সব কিছু পরিবর্তন হয়ে যায়। একসময় বাঙ্গালীকে সবাই ভেতো বাঙ্গালী বলত। কিন্তু ৭১এ আমাদের পূর্বপুরুষরা প্রমাণ করেছে, যে আমার ভিতু নই। মনোবল নামক হাতিয়ার দিয়ে পাকিস্তানিদের লাথি দিয়ে আমরা তাড়িয়েছি। তাহলে এবার নয় কেন। ????



আমরাও ওদের অপপ্রচার এ কান না দিয়ে আবারো প্রমাণ করি, “আমারা বাঘের জাতি”। জ্বলে পুড়ে ছারখার হতে জানি, তবু মাথা নত করতে জানি না। আমারা সচেতন ছিলাম, আছি এবং থাকব।



এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার

পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার


মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

সাইফুল্লাহ মুজাহিদ বলেছেন: বাঙালী বড় অদ্ভুত জাতী।

কোথাও মারামারি দেখলে সে আগে মারে পরে শোনে কিজন্য মারল। কোন কথা শোনার আগেই বিশ্বাস করে পরে বিচার করে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

তাসজিদ বলেছেন: হয়ত অদ্ভুত, তারপরেও তো বীরের জাতি।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

একজন আরমান বলেছেন:
আমরা অনেক বোকা !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬

তাসজিদ বলেছেন: বোকা হলে ৭১ আসতো না, বোকা হলে ২০১৩ আসতো না। বোকা হলে প্রজন্ম চত্তর এর জন্ম হত না।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

জাতিস্বর বলেছেন: আমি এইসব ছাগু অথবা ছাগু convinced মানুষদের নিয়ে বড়ই বিপদে আছি।
কি সিনিওর কি জুনিয়র__কাওকেই বুঝাতে পারছি না এটা ধর্মযুদ্ধ কবে ছিল!!!দেশের চেতনাবোধ থেকে আমরা কোত্থেকে আস্তিক-নাস্তিকে বিভক্ত হয়ে গেলাম!!!

কেউ জামাতের চালবাজি বুঝতে পারছে না!!!

আমরা আর পরাজিত হতে চাই না।আমাদের এদের সকল চক্রান্তকে রুখে দিতে হবে।

'১৩ই হবে এদের বাংলার মাটিতে শেষ অবস্থাণকাল।

জয়____________বাংলা

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

তাসজিদ বলেছেন: ভাল বলেছেন ভাই। জামাত শিবির থেকে বড় চিন্তা আমার সিভিল সমাজ এর একটি অংশ নিয়ে।
তারা ত বলছে এ আন্দোলন নাকি একটি দলের।

আর শেষ পর্যন্ত সফল হতেই হবে এ আন্দোলন।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

আমি বাঁধনহারা বলেছেন:

ভালো লাগল
++++++++++++

পিশাচের অত্যাচারে দেশটা আজ ছারকার
একাত্তরের চেতনায় জাগতে হবে আবার।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩

তাসজিদ বলেছেন: সফল হতেই হবে এ আন্দোলন।

এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

একজন আরমান বলেছেন:
সবাই না।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

তাসজিদ বলেছেন: হবে হয়ত।

৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

নাজিম-উদ-দৌলা বলেছেন: যারা ব্লগ কি এবং ব্লগার কি এটা জানেনা তাদের অনেকেই এখন ব্লগার বলতে বুঝে নাস্তিক মানুষ আর ব্লগ বলতে বুঝে যেখানে আল্লাহ রাসুলের বিরুদ্ধে লেখা হয়! জামাত-শিবির ভালভাবেই এই রকমের একটা ধারনা সৃষ্টি করতে পেরেছে। এখনই আমরা এই বিষয়ে কিছু না করতে পারলে ভবিষ্যতে নিজেদের ব্লগার বলে পরিচয় দেয়ার উপায় থাকবে না! :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৪

তাসজিদ বলেছেন: এটা আসলেই অনেক বড় সমস্যা। কারণ যারা সাধারণ মুসলিম, যাদের ব্লগ কিংবা ব্লগার সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই তারা মনে করছেন ব্লগার মানেই ইসলাম বিদ্বেষী।

জামাত শিবির এর মিডিয়া এ ধারণা সৃষ্টি করেছে। এবং সফলতার সাথে তা মার্কেটিং করেছে। শুধুমাত্র এ কারণেই তারা ব্লগার রাজিব কে বেছে নিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.