নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো আত্নার ভেতরে বাস করে। আত্না অবিনশ্বর, সম্পর্কটাও তাই হারিয়ে যায়না।

তাসজিদ

[email protected] www.fb.com/tasjid.ahmed.9

তাসজিদ › বিস্তারিত পোস্টঃ

৭১ এর দানবের প্রেতাত্মারা জেগে উঠেছে। গর্জে উঠুন আরেকবার, রুখে দিন পিশাচদের

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২২





১.আর কতকাল আমরা শিবির পশুদের অত্যাচারে অত্যাচারিত হব??





২. আর কতকাল স্বাধীন দেশে পবিত্র শহীদ মিনার ভাংচুর হবে??





৩. ধর্ম ব্যবসায়ীরা আর কতকাল পবিত্র মসজিদে আগুন দিবে। ধর্মকে অবমাননা করবে বার বার।





৪. দুই একজন নাস্তিক এর জন্য সমস্ত ব্লগার দের কেন শুনতে হবে নাস্তিক অপবাদ।



৫. সহজ সরল মাদরাসা ছাত্রদের কেন ভুল পথে চলতে বাধ্য করবে এই জামাত শিবির চক্র।



৬. স্বাধীন দেশে কেন উড়বে পাকিস্থনের পতাকা। আর ভুলন্থিত হবে আমার সোনার বাংলার পতাকা।





৭. স্বাধীনতা মানে কি স্বেচ্ছাচারিতা ??? যে সংবাদপত্রের স্বাধীনতা হলুদ সাংবাদিকতায় পরিণত হয়, যে স্বাধীনতা দাঙ্গা বাঁধাতে চায়, সে স্বাধীনতার আমি নিকুচি করি। ঘৃণা করি আমি সে স্বাধীনতা কে।



বর্তমানে প্রায় ১ লাখ ব্লগার আছে সামুতে। যার মধ্যে ম্যাক্সিমাম ৫ জন নাস্তিক। অথচ জামাত শিবির বলছে সব ব্লগার নাকি নাস্তিক। প্রজন্ম চত্বর এর আন্দোলন নাকি ধর্মের বিরুদ্ধে। কতটা নির্লজ্জ এরা। আমাদের পবিত্র ইসলাম ধর্মকে এরা অপমান করছে। এদের শাস্তি আল্লাহ দিবে, ইনশাল্লাহ।



এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার

পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

উর্ণনাভ বলেছেন: এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার
পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

তাসজিদ বলেছেন: কোন ভয় নেই। আল্লাহ আছে আমাদের সাথে।

তার হাত থেকে রক্ষা নেই।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:২৭

মামুন হতভাগা বলেছেন: জেগে আছি,থাকব।জামায়াত শিবিরের রাজনীতি আইন করে বন্ধ না করা পর্যন্ত ঘরে ফিরব না

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

তাসজিদ বলেছেন: জয় বাংলা বাংলার জয়
হবে হবে হবে- হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধ রাতে
নতুন সূর্য ওঠার এই তো সময়!!!

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: নাস্তিক ৫ জন হোক বা তার বেশিই হোক তাতে কি? ঢালাও ভাবে সবাইকে নাস্তিক বলা হলে আমরা মেনে নেব কেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৬

তাসজিদ বলেছেন: অথচ আমাদের ধালাও ভাবে বলা হচ্ছে ব্লগার মনেই নাস্তিক।

যে হুজুর ব্লগ ও ব্লগার মানেই বুঝে না, তাকে বলা হচ্ছে ব্লগার রা ইসলাম কে অপবিত্র করছে। সে তো সেটাই বিশ্বাস করবে। সে তো আর সত্য মিত্থা যাচাই করতে পারবে না।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১১

বিডি বন্ড বলেছেন: জাগো বাহে। কুনঠে সবাই ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫১

তাসজিদ বলেছেন: কোটি প্রাণ একসাথে, জেগেছে ,

নতুন সূর্য উঠার এই তো সময়।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

একজন আরমান বলেছেন:
সময় এখনই রুখে দাঁড়াবার।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৬

তাসজিদ বলেছেন: কোটি প্রাণ একসাথে, জেগেছে ,

নতুন সূর্য উঠার এই তো সময়।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

আমি বাঁধনহারা বলেছেন:

একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার
++++++++++++++++++++++++++



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

তাসজিদ বলেছেন: একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক বার বার।

৭| ০১ লা মার্চ, ২০১৩ দুপুর ১:৫৬

শায়মা বলেছেন: +++:)

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

তাসজিদ বলেছেন: + দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

৮| ০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৯

বর্ণালী পাল বলেছেন: উর্ণনাভ বলেছেন: এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার


++++++++++++

০১ লা মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৩

তাসজিদ বলেছেন: কোন ভয় নেই। জয় আসবেই। তা আজ হোক আর কাল।

পবিত্র আন্দোলন কখন বৃথা যায় না। যেতে পারে না।

৯| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩০

অনীনদিতা বলেছেন: নতুন সূর্য উঠার এই তো সময়।++

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৪

তাসজিদ বলেছেন: রাত যত গভীর হোক না কেন, তা কিন্তু দিনের বার্তা বয়ে নিয়ে আসে।

১০| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৩৮

ইখতামিন বলেছেন:
এখনই সময়
পোস্টে ভালো লাগা.

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০০

তাসজিদ বলেছেন: এখন, এই মুহূর্তেই সবার জেগে উঠা উচিত। আর কত ঘুম??????????????

১১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:৪৭

যোগী বলেছেন:

লক্ষ শহীদের ডাক এসেছে সব সাথীদের খবর দে,
সারা বাংলা ঘেরাও করে কাজাকারদের জ্বালিয়ে দে।

০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:০৫

তাসজিদ বলেছেন: এখনি সময়, দ্বিতীয় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবার

পবিত্র মাটির রক্তের ঋণ পরিশোধ করবার

১২| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ৭ম ভালো লাগা......স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে হবে......

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৩৫

তাসজিদ বলেছেন: যে সংবাদপত্রের স্বাধীনতা হলুদ সাংবাদিকতায় পরিণত হয়, যে স্বাধীনতা দাঙ্গা বাঁধাতে চায়, সে স্বাধীনতার আমি নিকুচি করি। ঘৃণা করি আমি সে স্বাধীনতা কে।

১৩| ২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: আমার মনে হয় একদিন যদি সব পত্রিকায় আগুন ধরিয়ে ক্ষোভ প্রকাশ করি মিথ্যা সংবাদ আর হলুদ সাংবাদিকতার প্রতি ঘৃণা প্রকাশ করি।

২২ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৭

তাসজিদ বলেছেন: একসময় মানুষ পত্রিকা থেকে তথ্য জানতে পারত।

আর এখন সম্পাদক আর তার মালিকের মতবাদ জানতে পারে।

১৪| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪০

আরজু পনি বলেছেন:

হ্যাঁ, তাসজিদ...এখনই সময় প্রতিবাদের...এখনই সময় প্রতিরোধের।
ধন্যবাদ, আপনার ভাবনা শেয়ার করার জন্যে।।

২৮ শে মার্চ, ২০১৩ সকাল ১১:৫৮

তাসজিদ বলেছেন: মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ, আপুনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.