নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো আত্নার ভেতরে বাস করে। আত্না অবিনশ্বর, সম্পর্কটাও তাই হারিয়ে যায়না।

তাসজিদ

[email protected] www.fb.com/tasjid.ahmed.9

তাসজিদ › বিস্তারিত পোস্টঃ

বি ফর বাংলা চটি!!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

শিরোনাম দেখে যারা যৌনতার গন্ধ খুঁজে পাচ্ছেন, তাদের জন্য দুঃসংবাদ। এটি এন্টি পর্ণ, চটি পোস্ট। তাই সুড়সুড়ি পাবেন আশা করলে এখানে সময় নষ্ট না করাই ভাল।







সার্চ ইঞ্জিন গুগলে চটি যখন টপ:



কিছুদিন আগের কথা।গুগলে bbc এর একটি পেজ খোজার জন্য যখন b টাইপ করেছি তখন হঠাৎ করে suggested page এ নজর এলো। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কারণ প্রথম suggested page হিসেবে এসেছে bangle choti.





আমি টেকনোলজি সম্পর্কে খুব একটা এক্সপার্ট নই। মোটামোটি কাজ চালানোর মত ঘিলু আছে। তারপরেও আমি যতদূর জানি যে শব্দ বেশি খোঁজা হয় তাই গুগলে টপে থাকে। তার মানে b দিয়ে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে bangla choti!

বিষয়টি কিছুতেই মাথা থেকে নামাতে পারছিলাম না। কি করে এটি সম্ভব?????





চটি কি?



এককথায় চটি হল বিকৃত, বীভৎস, ডাস্টবিনের থেকেও দুর্গন্ধময়, নোংরা, চরম মাত্রার থেকেও বেশি অশ্লীল যৌন কাহিনী। তবে গল্প উপন্যাসের যৌন কাহিনীর সাথে বিশাল পার্থক্য বিদ্যমান। গল্প উপন্যাসে সাধারণত প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের কথা উল্লেখ থাকে। আর ঘনিষ্ঠতার বিবরণ তিন চার লাইনের বেশি থাকে না। আর অধিকাংশ ক্ষেত্রে তাদের কিছুটা শিল্পমানও থাকে। আর চটি তে পুরোটাই নোংরামিতে ভরপুর। আর এত বিশ্রী সম্পর্কের কথা থাকে যে পড়লে সুস্থ যে কারও বমির উদ্রেক হবে। তাহলে এ বস্তু নিয়ে কেন এত আগ্রহ???









কেন এই আগ্রহ???



যেখানে অশ্লীলতা ছাড়া কিছু নেই, নোংরামিতে ভরপুর সে লেখা কেন মানুষ পড়ে? এ ব্যাপারে অনেকের সাথে কথা বলেছি আমি।নেট ঘাটাঘাটিও করেছি। যাতে কিছু বিষয় উঠে এসেছে। যেমনঃ অধিকাংশ মানুষ (মানব-মানবী) স্কুল লাইফে চটি পরা শুরু করে। এবং যথারীতি তা বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে। অধিকাংশ পরবর্তীতে পর্ণগ্রাফিতে ঝুঁকে পড়ে। কিন্তু কেও কেও চটি পড়া ছাড়ে না। তারা এটি কন্টিনিও করে। যেহেতু রাস্তা থেকে কেনার সাহস হয় না, তাই নেট ই ভরসা। এবং এটি তারা আসক্ত হয়ে যায়। এবং এ আসক্তি গাজা, ফেন্সিডিল থেকে কোন অংশে কম নয়।









সর্বনাশা



আমরা যখন টিভি দেখি তখন আমাদের মস্তিষ্ক কিন্তু কাজ কম করে। যেহেতু আমাদের মনোনিবেশ টিভিতেই নিবদ্ধ থাকে। কিন্তু আমরা যখন বই পড়ি তখন আমাদের মস্তিষ্ক একটি কাল্পনিক ইমেজ দাড় করিয়ে নেই।

একি কারণে আমার ধারণা পর্ণ থেকে চটি অনেক বেশি ভয়ঙ্কর। কারণ যারা এটি পড়ে তাদের মস্তিষ্ক সে ঘটনার একটি ইমেজ দাড় করিয়ে নেয়। একিই ধরনের লেখা তারা বার বার পড়ে। ফলে একসময় তাদের সে বিকৃত গল্পকেই সত্যি বলে মনে হয়। এটির আসক্তিতে ডুবে থাকে তারা। এবং প্রতিনিয়ত তারা চটি পাঠ করে থাকে তারা



এ ধরণের লেখার আরেকটি কমন বৈশিষ্ট্য হচ্ছেঃ প্রচুর পরিমাণে অশ্লীল ব্যাবহার। ক্রমাগত পাঠের ফলে এ শব্দগুলো মস্তিস্কের ভেতর সেট হয়ে যায়। এবং সময় অসময়ে বের হয়ে আসে। অথচ পুরো ব্যাপার ভিক্টিমের সচেতন সত্তা জানতেও পারে না। পরবর্তীতে দেখা যায় যে, যে বাজে শব্দগুলো প্রচুর পরিমাণে ব্যাবহার করছে। কারণ সে শব্দ গুল আর তার কাছে মোটেও অশ্লীল মনে হয় না।









চটি যখন ফেবুতে





পৃথিবীতে দুই মেরু আছে, ভালর পাশে মন্দও আছে, সুন্দরের পাশে অনেক অসুন্দরও আছে। ফেবুর অনেক ইতিবাচকতার পাশে অনেক বেশি নেতিবাচকতাও আছে।

সেদিন এক ফেবু সেলেব্রেটি পেজে ঢুকে আমি তো তাজ্জব। তার প্রিয় বইঃ বাংলা.........কাহিনী। এককথায় চটিতে ভরপুর।

সেই অশ্লীল পেজ সূমুহে লাইকের সংখ্যা ৫০০০ এর কম নয়। তার মানে কি ফেবুতে চটি পাঠকের সংখ্যা অসংখ্য। অনেক সুশীলেরাও নাকি ফেইক পেজ খুলে সেগুল পাঠ করেন।









যদি চটি তে আসক্ত হয়ে থাকুনঃ



যারা চটি/পর্ণ এ আসক্ত, তাদের বলব আমি এই মুহূর্ত থেকে এ বাজে অভ্যাস থেকে বের হয়ে আসুন। বুকে হাত দিয়ে বলুনঃ I will never ever read those kind of porn story. প্রথম প্রথম সমস্যা হতে পারে। পড়তে মন চাইতে পারে। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করুণ। ধর্মীয় অনুশাসন মেনে চলুন। পরিবার, সমাজ, দেশ সর্বোপরি নিজেকে ভালবাসুন। প্রথম দুই এক সপ্তাহ একটু কষ্ট হবে। মন বিদ্রোহ করে বসবে। মনে হবে আজকেই লাস্ট বারের মত পড়ি/দেখি। কিন্তু ভুলেও ওই কাজ টি করবেন না। কারণ একবার ওই ফাঁদে পা দিলে তার থেকে বের হয়ে আসতে পারবেন না। সারা জীবন ওই গোলচক্করে ঘুরে মরবেন।





আস্তে আস্তে দেখবেন ওই নোংরা অভ্যাস থেকে বের হয়ে আসতে পারবেন।







যাত্রা শুরু হোক আজ থেকেইঃ



বিশেষ কোন দিন ক্ষণ দেখে শুরু করার প্রয়োজন নেই। ভাল কাজ যে কোন সময় থেকেই শুরু করা যায়। তাই, আর নয় সময় নষ্ট। স্রষ্টার নাম নিয়ে নিজের মনের অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করুন। এ যুদ্ধে আপনার জয় যে অনিবার্য।



এ রিলেটেড আরেকটি লেখা

মেয়ে, তোমার কষ্টের মাঝে আমরা খুজে পাই পৈশাচিক আনন্দ।















মন্তব্য ৭০ টি রেটিং +২/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৯

দি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বলেছেন: ভাই , ফুলের আঘাত সয়না -নামক চটিটই পড়েছেন ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০১

তাসজিদ বলেছেন: দুঃখিত ভাই, আপনার মন্তব্য বুঝতে পারছি না

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১

কান্ডারি অথর্ব বলেছেন:

দারুণ চমৎকার পোস্ট প্রিয় তাসজিদ।

এইসবের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া উচিত ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮

তাসজিদ বলেছেন: আমাদের সবাইকে সচেতন হতে হবে, এখনেই

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯

টুম্পা মনি বলেছেন: দারুণ পোষ্ট। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের অনলাইন নিয়ন্ত্রণ করা উচিত। ভালো হয় পর্ণ মুভির এক্সিস সম্পূর্ণ রুপে বন্ধ করে দিলে। কেউ দেখতে পাবে না এ সব নোংরামী। আর চটি লেখকদেরও শাস্তি হওয়া উচিত। তারা সস্তা জনপ্রিয়তার লোভে নোংরামীর পথ বেছে নিয়ে তরুণ সমাজকে নষ্ট করছে। আমি আমার ফেসবুকে ১৮+ পেজগুলোতে লাইক দেয়া ফ্রেন্ড দেখলেই রিমোভ করে দেই। বিকৃত মানসিকতা কিছুতেই কাম্য নয়। এসব প্রতিরোধে আমাদেরকেই এগিয়ে আসতে হবে। নয়ত সমাজ পাপাচারে ভরে যাবে। একবার একটা আর্টিকেল পড়েছিলাম যারা পর্ণগ্রাফি দেখে এবং পড়ে হরমোনাল কারণে তাদের শারীরিক ক্ষতি পর্যন্ত হয়। যা পরে তাদের দাম্পত্য জীবনে সমস্যা তৈরী করে। আর আজকাল এসবের মাধ্যমে মেয়েদেরকে ব্ল্যাক মেইলিং পর্যন্ত করা হচ্ছে। তাই এসব ক্ষতিকর জিনিসকে সমাজে রাখার কোন মানে হয় না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪

তাসজিদ বলেছেন: এ ব্যাপারে আমিও নিয়ন্ত্রণের পক্ষে। আজে বাজে সাইট গুল এ মুহূর্তে বন্ধ করে দেয়া উচিৎ।

আর কারা এসব অশ্লীল লেখা লেখে তা আমার মাথায় ধরে না।এদের বিবেক কি একবারও বাধা দেয় না। কিভাবে মানুষ পারে এ ধরণের বিশ্রী লেখা লিখতে। আর এখন ফেবু তে অশ্লীল পেজের ছড়াছড়ি।


আর cyber crime এর প্রধান শিকার তো নারীই। প্রতিনিয়ত ব্ল্যাক মেইলের শিকার হচ্ছে অসহায় নারীরা ।

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

তাসফিক হোসাইন রেইজা বলেছেন: ভাই একটু অন্যরকম করে বলি
অস্থির একটা পোস্ট
এগুলার বেপারে আসলেই আইনত বেবস্থা নেওয়া উচিত

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১০

তাসজিদ বলেছেন: আপনার ভাল লেগেছে, সে জন্য অনেক ধন্যবাদ।

আসলে কোন লেখা যখন পাঠকের ভাল লাগে, তাই লেখকের সার্থকতা

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

তাসফিক হোসাইন রেইজা বলেছেন: ভাই একটু অন্যরকম করে বলি
অস্থির একটা পোস্ট
এগুলার বেপারে আসলেই আইনত বেবস্থা নেওয়া উচিত

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: কান্ডারী অথর্ব বলেছেন:

দারুণ চমৎকার পোস্ট প্রিয় তাসজিদ।

এইসবের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া উচিত ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৮

তাসজিদ বলেছেন: কে প্রতিকার করবে? আর কবেই বা করবে?


সমাজ যে ধ্বংস হবার দ্বারপ্রান্তে

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১৮

দি সুফি বলেছেন: এধরনের ওয়েব সাইট খুজে বেড় করে বন্ধ করা খুব কঠিন কোন কাজ নয়। আশা করি কর্তৃপক্ষ কোন একদিন এগুলো বন্ধ করার প্রয়োজনীয়তে উপলব্ধি করবেন!

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪৪

তাসজিদ বলেছেন: আসলে পর্ণ industry এত বড় হয়েছে যে তা কল্পনাকেও হার মানায়। এটি এখন ব্ল্যাক-মেইল বিজনেস।


আসলেই এ ধরণের পর্ণ বা চটি সাইট বন্ধ করা খুব বেশি কঠিন? BTRC চাইলে এ এগুল বন্ধ করা যায় নিশ্চয়ই। আর যদি দেশের বাইরে থেকে অপারেট করা হয় তাহলে ত বাংলাদেশ থেকে অ্যাক্সেস বন্ধ করে দেয়া যায়।

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
গুড পোস্ট তাসজিদ ||

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৩৮

তাসজিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, ইমরাজ কবির মুন ভাই।

৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট । সবার সচেতন হওয়া জরুরি ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৬

তাসজিদ বলেছেন: এখনি সময় সচেতন হবার, এখনি সময় রুখে দাঁড়াবার

১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬

রাধাচূড়া ফুল বলেছেন: চমৎকার পোস্ট!


এসব বাজে পেইজ বন্ধের উদ্যোগ নেয়া উচিত কর্তৃপক্ষের।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১৪

তাসজিদ বলেছেন: এ ধরণের পর্ণ বা চটি সাইট বন্ধ করা খুব বেশি কঠিন? BTRC চাইলে এ এগুল বন্ধ করা যায় নিশ্চয়ই। আর যদি দেশের বাইরে থেকে অপারেট করা হয় তাহলে ত বাংলাদেশ থেকে অ্যাক্সেস বন্ধ করে দেয়া যায়।

১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

রহস্যময়ী কন্যা বলেছেন: এইসব যে কবে বন্ধ হবে /:) /:) :-<

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৯

তাসজিদ বলেছেন: আমি আশাবাদী মানুষ।

নিশ্চই এসব পেজ একদিন বন্ধ হবে। আর যারা এসবের পাঠক, তারাও এ পাপাচার থেকে দূরে থাকবেন।

১২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার পোস্ট।


এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া জরুরী...

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪১

তাসজিদ বলেছেন: কিন্তু যথাযথ অথরিটি কবে বেবস্থা নিবে???????????????

১৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

লিন্‌কিন পার্ক বলেছেন:
পর্ণ আর চটির ব্যাপারে আইনগত পদক্ষেপ !! হাসাইলেন ভাই ..... =p~

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

তাসজিদ বলেছেন: কেন ভাই, কেন এসব হোতাদের আইনের আওতায় আনা যাবে না? তারা তো পৃথিবীতেই আছে। তারা যতই ক্ষমতাশালী হোক না কেন?


কেওই আইন/ শাস্তির বাইরে নয়। মহা-পরাক্রমশালী হিটলার কিন্তু শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল, মীরজাফরের কুষ্ঠ হয়ে নিপাত গিয়েছিল, ১৯৭১ এ পাকিরা পরাস্ত হয়েছিল।

স্বাধীনতার ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু হচ্ছে।

১৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

হৃদয় রিয়াজ বলেছেন: নিজে সচেতন না হলে সহজ কথায় নিজের উপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে এসব বদঅভ্যাস থেকে বের হয়ে আসতে না পারলে কারো পক্ষে তাকে সঠিক পথে ফেরানো সম্ভব না। উদ্যোগটা নিতে হবে নিজ থেকেই। ধন্যবাদ লেখককে। এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোকপাত করবার জন্য।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৪

তাসজিদ বলেছেন: আমার মনে হয় এ দুনিয়াতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মনিয়ন্ত্রণ। কারণ সমাজ এখন দুষিত, কুলসিত। এ অন্ধকার সময়ে অনেক লোভ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা উচিৎ।


আর একমাত্র আত্মনিয়ন্ত্রণ/আত্মসংযম ই পারে বিবেক কে সব নোংরা থেকে নিজেকে দূরে রাখতে পারে।

১৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার এবং দূর্দান্ত একটা পোষ্ট। আজকের দিনের অন্যতম সেরা পোষ্ট। খুব সুন্দর ভাবে দেখিয়েছেন বাস্তব অবস্থাটা। আমাদের নিজেদের যেমন সচেতন হতে হবে তেমনি এই ব্যাপারে সচেতনতাও বাড়াতে হবে। প্লাস এবং প্রিয়তে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৩৪

তাসজিদ বলেছেন: এত চমৎকার কমেন্ট ও ফেবুতে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আসলে আমাদের একটু সচেতনতা পারে এ ধরণের পাপাচার থেকে দূরে রাখতে।

১৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৭

নাইট রিডার বলেছেন: দূর্দান্ত একটি পোষ্ট।

এই রকমই বিষয় নিয়ে আরেকটা পোষ্ট এসেছিল কিছুদিন আগে। সেটা ছিল গুগলে মা কথাটি লিখলে অটো সার্চে কি আসে?

রেজাল্ট দেখলে আপনি শিউরে উঠবেন, মনে হবে আমরা এ কোন সমাজে বাস করছি।

অসাধারণ পোষ্টের জন্য ধন্যবাদ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২২

তাসজিদ বলেছেন: কোন জানোয়ারেরা এসব পোস্ট লেখে? এই নরকের কিটদের কি মনুষ্যত্ব বোধ বলে কিছু নেই।


এর জানোয়ারদের একমাত্র স্থান জাহান্নাম। হাজার বছর ধরে জ্বলবে এই কুত্তা গুলো

কিন্তু এ লেখা রিমুভ করার উপায় কি?

১৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১০

আম্মানসুরা বলেছেন: খুব গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। আমার মতে আইন করে এসব তুলে দেয়া উচিত।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

তাসজিদ বলেছেন: BTRC আর কতকাল নাকে তেল দিয়ে ঘুমুবে?

১৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬

ম.র.নি বলেছেন: The Internet is good for pornography, that's about really all it's good for

কথাডা কে জানি কইছে।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২

তাসজিদ বলেছেন: মুদ্রার দুইটি দিক আছে। পৃথিবীতে মেরুও আছে দুই টি।
জগতে ভাল পাশাপাশি মন্দও আছে। তাতে কোন সন্দেহ নেই। এটাই বাস্তবতা।

কিন্তু তাই বলে কি আলো কে হারিয়ে দেবে অন্ধকার? স্বার্থের কাছে বিক্রি হয়ে যাবে সততা।
না।


রাত যত গভীর হোক না কেন তা কিন্তু সকালের বার্তা নিয়ে আসে।

১৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪১

এম ই জাভেদ বলেছেন: ভাই
আমি গুগল বাংলাদেশ এ বাংলা লিখে সার্চ দিয়েও দেখি একই কাহিনী।
তার মানে আমাদের ইন্টারনেট ব্যবহার কারির বিরাট অংশ এসবের সমঝদার। এ থেকে উত্তরণের জন্য আত্ম সচেতনতার কোন বিকল্প দেখছিনা।

নেটিজেন দের শুভ বুদ্ধির উদয় হোক।

২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৭

তাসজিদ বলেছেন: আসলে এ লেখা লেখার আগে আমার ধারণা ছিল যে অনলাইনে খুব কম সংখ্যক নেটজেন এ ধরণের অশ্লীল লেখা পাঠ করে। কিন্তু গুগল আমার ধারণা ভেঙ্গে দিয়েছে। এখন আমি জানি যে একটি বড় অংশ এসব পড়ে।


কিন্তু কেন?


বাংলাদেশে এখনো নেট ব্যাবহার এক্সপেন্সিভ। মানেঃ তুলনামূলক যারা শিক্ষিত এবং ধনী তারা নেট ব্যাবহার করে। তাদের একটি অংশ যখন এ ধরণের কুকর্ম করে তখন হতাশা গ্রাস করে।

২০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভাল একটা পোস্ট,,,,,,,,,,,শুভকামনা

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১

তাসজিদ বলেছেন: আপনার জন্যও রইল অনেক শুভকামনা

২১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

হাসান মাহবুব বলেছেন: ভালো একটি বিষয় নিয়ে লিখেছেন।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৪৭

তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ, প্রিয় হামা ভাই

২২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৬

রুপ।ই বলেছেন: লেখাটা খুবই যুগোপুযুগি.........বাচচা ছেলে মেয়েরা আজকাল এইগুলা পড়ছে, স্কুলের বাচ্চাগুলো এইসব পড়ে বড় হয়ে কতটা স্বাভাবিক যৌনাচারে অভস্হ হবে জানি না । এইসব বই ,সাইট আমাদের নিজেদের পশুত্ব কে জাগিয়ে তুলে । তাই সচেতনতা জরুরী ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯

তাসজিদ বলেছেন: পর্ণগ্রাফির সবথেকে ভয়ানক শিকার কিন্তু শিশুরা।

এসব কোমলমতি শিশুরা এসব আজে বাজে জিনিস দেখে বিপথে যাচ্ছে। যে জিনিস হয়ত ১৮ বছরের আগে জানা উচিৎ নয় তা তারা ১০-১২ বছর বয়সে জানছে।

এদের ভবিষ্যৎ নিয়ে সবার মত আমিও শঙ্কিত

২৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১২

এসএমফারুক৮৮ বলেছেন: চমৎকার পোস্ট।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬

তাসজিদ বলেছেন: কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ

২৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: তথ্য প্রযুক্তি আইনে ধারা প্রণয়ন করে পর্ণ সাইট ব্লক করার উচিৎ বিটিআরসি'র। নইলে ভবিষ্যত প্রজন্ম নষ্ট হয়ে যাওয়ার পথে...

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৪

তাসজিদ বলেছেন: এ ধরণের পর্ণ বা চটি সাইট বন্ধ করা খুব বেশি কঠিন? BTRC চাইলে এ এগুল বন্ধ করা যায় নিশ্চয়ই। আর যদি দেশের বাইরে থেকে অপারেট করা হয় তাহলে ত বাংলাদেশ থেকে অ্যাক্সেস বন্ধ করে দেয়া যায়।

২৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৪

মাহমুদ০০৭ বলেছেন: বিশেষ কোন দিন ক্ষণ দেখে শুরু করার প্রয়োজন নেই। ভাল কাজ যে কোন সময় থেকেই শুরু করা যায়। তাই, আর নয় সময় নষ্ট। স্রষ্টার নাম নিয়ে নিজের মনের অন্ধকারের বিরুদ্ধে যুদ্ধ শুরু করুন। এ যুদ্ধে আপনার জয় যে অনিবার্য। [/sb
এটাই । প্রতিরোধে আমাদেরই এগিয়ে আসতে হবে ।
সচেতনমূলক পোস্টে থাকল হৃদয়ের উষ্ণতা ।
ভাল থাকুন ভাই :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২১

তাসজিদ বলেছেন: প্রিয় মাহমুদ ভাই, কেমন আছেন?

অনেক ধন্যবাদ লেখা কষ্ট করে পড়ার জন্য।

শুভ রাত্রি।

২৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৮

চলতি নিয়ম বলেছেন: অসাধারণ লিখেছেন। পোস্টে +

এর থেকে মুক্তির একমাত্র উপায় হচ্ছে নিজের ইচ্ছা। অন্য কোনভাবেই সম্ভব নয়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

তাসজিদ বলেছেন: নিজের প্রচণ্ড ইচ্ছাশক্তি ই পারে সব ধরণের পাপাচার থেকে দূরে রাখতে।

কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ

২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০৫

তাসজিদ বলেছেন: ফেবু তে এখন চটি পেজ সাজেস্ট করে! ?

কোন ভদ্রলোকেরা এসব লাইক দেয়। ?????

২৮| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সচেতনতা মূলক জ্ঞানগর্ভ পোস্ট । ভাল হয়েছে।

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪৯

তাসজিদ বলেছেন: জ্ঞানগর্ভ ?????????? #:-S #:-S #:-S

অনেক ধন্যবাদ, সেলিম ভাই।

২৯| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২

অনিক সি বলেছেন: মুখোশধারি সুশিলদের আমার ঘৃণা হয়।
ভাল লিখেছেন ধন্যবাদ।

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫১

তাসজিদ বলেছেন: আসলে এখন চারিদিকে ভণ্ড মুখোসধারীদের পদচারণা। তারা বাইরে সুশীল, ভেতরে কুৎসিত।

তারা সারাদিন আদর্শের বুলি উড়িয়ে বেড়ায়। আর ফেইক আইডি দিয়ে বাজে কাজ করে বেড়ায়।


কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ

৩০| ১০ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৯

মুর্দা ফকির বলেছেন: এখন কার সময়ে ক্লাস ৬ থেকে একেবারে ১২ পর্যন্ত ছাত্র যারা ইন্টারনেট সম্পর্কে নুন্যতম আইডিয়া রাখে,তারা যখন নেটে ঢুকে তখন তাদের প্রথম চয়েস থাকে এই ধরনের চটি গুলা।।
পর্ণ সাইট গুলাতে ঢুকতে অনেক মেগাবাইট যায় বলে এ ধরনের সস্তা অতচ খুব ই মারাত্মক ভাবে খারাপ সাইট গুলা তে সহজে প্রবেশ করে। যার কারণে ঐ সব সাইটে viewer বেশি হয়।তাই এ অবস্থা ।সমাজের বিশাল এক অংশ এই ধরনের কাজে লিপ্ত হওয়া খুবই দুঃখজনক .........
আরেকটা জিনিস কি ভাই ,এই যে গুগুলে সার্চ দেওয়ার সময় আমারাও এই জিনিস গুলা দেখি কিন্তু এগুলা avoid করে যাই ...সবাই এই জিনিস কেমন জানি সয়ে নিছে ...

ধন্যবাদ আপনার এই লেখার জন্য

১০ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৫

তাসজিদ বলেছেন: আসলে এ লেখার আগে আমার বিন্দু মাত্রও ধারণা ছিলা না যে এসব আজেবাজে জিনিসের এত গ্রাহক আছে।



আমরা যখন টিভি দেখি তখন আমাদের মস্তিষ্ক কিন্তু কাজ কম করে। যেহেতু আমাদের মনোনিবেশ টিভিতেই নিবদ্ধ থাকে। কিন্তু আমরা যখন বই পড়ি তখন আমাদের মস্তিষ্ক একটি কাল্পনিক ইমেজ দাড় করিয়ে নেই।
একি কারণে আমার ধারণা পর্ণ থেকে চটি অনেক বেশি ভয়ঙ্কর। কারণ যারা এটি পড়ে তাদের মস্তিষ্ক সে ঘটনার একটি ইমেজ দাড় করিয়ে নেয়। একিই ধরনের লেখা তারা বার বার পড়ে। ফলে একসময় তাদের সে বিকৃত গল্পকেই সত্যি বলে মনে হয়। এটির আসক্তিতে ডুবে থাকে তারা।


যেহেতু এটি কম বেয়বহুল তাই এর পাঠক বেশি। আর কোমল মতি শিশুদের বেপারে আমাদের এখন থেকেই সচেতন হতে হবে।

৩১| ০১ লা জুন, ২০১৪ রাত ৯:৫২

চড়ুই বলেছেন: যারা এসব বিকৃত জিনিস লিখে আমার মনে হই তারা নিজেরাই তাদের জন্ম সম্পরকে সন্দিহান

০১ লা জুন, ২০১৪ রাত ১০:১১

তাসজিদ বলেছেন: চটি লেখক দের নিয়ে কিছু বলার নেই। অমানুষ সালারা।

৩২| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

মাতাল ভাবনা বলেছেন: need to reboot all seystem !! :( :( :(

০৮ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৫

তাসজিদ বলেছেন: আপনার মন্তব্য বুঝতে পারছিনা ভাই।

৩৩| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৩

মাতাল ভাবনা বলেছেন: সব কিছু নতুন করে রিস্ট্ররট দিতে হবে । মানে সরকার পক্ষ থেকে কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৮

তাসজিদ বলেছেন: আসলে সরকার থেকে বেশ কয়েকবার এ ধরণের অশ্লীল পেজ বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু বদমায়েশরা একটি বন্ধ করলে আরও নতুন ৩ টি খুলে। আর অনেক ক্ষেত্রেই এগুলো আইপি থাকে দেশের বাইরে।

৩৪| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

সকাল হাসান বলেছেন: কি বলব বুঝতে পারছি না!

যারা এখনো চটি পড়ে তাদের প্রতি অনুরোধ থাকবে যত কষ্টই হোক চটি পড়া বন্ধ করুন!

আপনার কথাটা ঠিক, প্রথম প্রথম কিছুটা সমস্যা হবে, একটা সময় ঠিক হয়ে যাবে! কিন্তু ঐ সমস্যার ভয়ে এইসব পড়া না ছাড়লে তো আরো ভয়াবহ সমস্যা! মস্তিষ্ক একটা সময় এইসব ছাড়া আর কিছুই বুঝবে না! মুহুর্তের মাঝে একজন খারাপ ব্যক্তিতে পরিনত করে দিবে!

আর, তাসজীদ ভাই, নেট থেকে এসব সড়িয়ে নেওয়ার বা সার্চ দিলে যাতে এসব না আসে সেই ব্যাপারটা নিয়ে কি কোন কাজ করা যায় না?
সার্চ দিলেই যদি অহরহ এসব আসতেই থাকে তাহলে তো যারা পড়ে তারা নিয়মিত এসব পড়েই যাবে!

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫১

তাসজিদ বলেছেন: সত্যি বলতে কি, এগুল বন্ধ করে দেয়া কঠিন। কারণ এগুলোর IP সাধারণত দেশের বাইরে থাকে। আর হারাম..দাদের দল একটা বন্ধ করলে ৫ টা খুলে । তাই আমি মনে করি সচেতন হয়ে এগুলা পড়া বন্ধ করাই একমাত্র উপায়।


তবে সার্চ ইঞ্জিন এর একেবারে প্রথমে এসে থাকা আসলেই চিন্তার বিষয়। বিশেষত ছোট বাচ্চারা আমি মনে করি অনেক ঝুঁকির মধ্যে আছে। একেবারে কোমলমতিদের হাতে এসব পড়লে কি হবে তা ভাবতেই আমার ভয় হয়।

৩৫| ০৯ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

লিখেছেন বলেছেন: +

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৮

তাসজিদ বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ।

৩৬| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

বাংলার নেতা বলেছেন: ++

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:১৮

তাসজিদ বলেছেন: Thanks for your comment.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.