নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো আত্নার ভেতরে বাস করে। আত্না অবিনশ্বর, সম্পর্কটাও তাই হারিয়ে যায়না।

তাসজিদ

[email protected] www.fb.com/tasjid.ahmed.9

তাসজিদ › বিস্তারিত পোস্টঃ

ফুপি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪১





আপা, আপা, আপনার ছেরা কানতাসে (ছেলে কাঁদছে)।

ছাত্রীর ডাকে বই থেকে মুখ তুললেন স্কুল শিক্ষিকা ফেরদৌস আরা ফেরদৌসি। বুঝতে বাকি থাকে না যে রিজভি কাঁদছে। ছেলেটা একটু চুপচাপ। একটু বেশিই চুপচাপ।



রুমে গিয়ে দেখে যে ঘটনা সত্যি। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে ছেলেটা। মাথায় হাত দিতেই কান্না থামিয়ে দেয় ছেলেটা। ফেরদৌস আরা ফেরদৌসি কুলে করে নিয়ে আসেন টিচার্স রুমে।



স্কুলের অনেক ছেলে মেয়ের ধারণা যে ও তোমার ছেলে। সারাক্ষণ তোমার সাথে সাথেই তো থাকে। হেড মিস্ট্রেসর ডাকে সেদিকে তাকায় ফেরদৌস আরা ফেরদৌসি। হা, ভাইয়ের ছেলে। কিন্তু স্নেহ কিন্তু মায়ের থেকে কম না বেশিই করি। ফুঁপির এক চোখে অশ্রু, অন্য চোখ অশ্রুহীন, নিষ্প্রাণ, স্থির।



এই দুনিয়ার এক অদ্ভুত নিয়ম। ভাল মানুষদের আল্লাহ যেন বেশি কষ্ট দেন। হয়ত পরীক্ষা করছেন উনি। যার ফল হয়ত ওনি অন্য কোন দুনিয়াতে দিবেন। আমার মোট চার জন ফুঁপি। যার মধ্যে ফেরদৌস ফুঁপি ৩ নম্বর। সব সময় খুব শান্ত ও স্থির ধরণের। কখন রাগতে দেখিনি। আমি বুঝে পাই না আমার সদ্য প্রয়াত দাদি যিনি প্রচণ্ড ভয়ানক রাগি ও ডোমেনিটিং ছিলেন তার কন্যা কি করে এত ঠাণ্ডা মেজাজের হয়?





তখন ফুঁপির বিয়ে হয় নি। ফুঁপি আমাদের সাথেই থাকতেন। তার স্কুলেই আমি পড়তাম। সবার ধারণ ছিল যে আমি মনে হয় তারই ছেলে।

একদিন ফুঁপির চোখে একটি ছোট স্পট দেখা দিল। অনেক ডাক্তার দেখানো হল। অনেক ট্রিটমেন্ট হল। ডাক্তার জানাল যে ছোট্ট একটি অপারেশন করাতে হবে। চোখে। অপারেশন হল। সেই সাথে ফুঁপির একটি চোখও নষ্ট হয়ে গেল। আমার ফুঁপির দুনিয়া এক চোখের মাঝে সীমাবদ্ধ হয়ে গেল।

তখন আমি এ দুনিয়াতে আগমনও করি নি।





২০১৪, জানুয়ারি মাস।

ফুঁপির রাইট বেস্টে একটি চাকার অস্তিত্ব আবিষ্কার করে বিজ্ঞ ডাক্তারগণ। বলে ছোট একটি অপারেশন। কোন ভয় নেই। অপারেশন হয়।

বায়পসি রিপোর্ট আসে। ক্যান্সার র জারমস খুঁজে পায় অণুবীক্ষণ যন্ত্র।



ডাক্তার বলে ছোট অপারেশন করতে হবে। আরেকটি.......................

আমি যখন এ লেখা লিখছি তখন অপারেশন হচ্ছে। পেশাগত কারণে এ ইট পাথরের শহরের জিঞ্জিরে আবদ্ধ আমি। চাইলেও যেতে পারি না আমি। যেন এক অদৃশ্য কারাগার বেধে রেখেছে আমাকে।





আমার শুধু দিনের কথা মনে পরে। ফুঁপির কাঁধে মাথা দিয়ে শুয়ে আছি আমি। ফুঁপি আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে। টিফিন খাওয়াতে।





মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০০

সুমন কর বলেছেন: আপনার ফুপির সুস্থতা কামনা করি।

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:০৮

তাসজিদ বলেছেন: অপারেশান হয়েছে। ডাক্তার র ভাষ্যমতে অপারেশান সাকসেসফুল।

দেখি কি আছে ভবিষ্যতে

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

মায়াবী ছায়া বলেছেন: আল্লাহ উনাকে শীগ্রই সুস্থ করে তুলবেন। আমীন।।

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:০৯

তাসজিদ বলেছেন: শুধু দোয়া চাই আপনাদের।

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০২

এম.এল.এইচ বলেছেন: মায়াবী ছায়া বলেছেন: আল্লাহ উনাকে শীগ্রই সুস্থ করে তুলবেন। আমীন।।
আমার ফুফু একজন মাত্র!
আমি ফুপির প্রতি আপনার আবেগ অনূভব করতে পারছি।

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:২৯

তাসজিদ বলেছেন: ফুপিদের স্নেহ সত্যিই অদ্ভুদ। মাঝে মাঝে তা মনে হয় মাতৃস্নেহ কেও ছাড়িয়ে যায়।

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

কালীদাস বলেছেন: আল্লাহ উনার মঙ্গল করবেন, ইনশাল্লাহ।

০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:২৭

তাসজিদ বলেছেন: আল্লাহ উনাকে সুস্থ করে তুলুক , এই আশাতেই আছি।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

মামুন রশিদ বলেছেন: আপনার ফুপির জন্য শুভকামনা । তিনি ভালো হয়ে উঠুন ।

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:২৫

তাসজিদ বলেছেন: অনেক ধন্যবাদ, মামুন ভাই।

৬| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১২:০৩

নিশাত তাসনিম বলেছেন: দোয়া করছি আল্লাহ উনাকে তাড়াতাড়ি সুস্থ করে দিবেন।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৩

তাসজিদ বলেছেন: ফুপি ভাল আছে। দোয়া করবেন।

৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১:৪৭

উদাস কিশোর বলেছেন: আল্লাহ উনাকে শীগ্রই সুস্থ করে তুলবেন ইনশা-আল্লাহ ।

০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৩৫

তাসজিদ বলেছেন: উদাস কিশোর, অনেক ধন্যবাদ।

প্রার্থনা করুণ সব সময় , সবার জন্য।

৮| ০১ লা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: উনার আরোগ্য কামনা করছি।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:২২

তাসজিদ বলেছেন: আশা করছি দ্রুত সুস্থ হয়ে যাবে । বাকিটা আল্লাহর ইচ্ছে।

৯| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:৪১

অদ্বিতীয়া আমি বলেছেন: মন খারাপ হল খুব । আল্লাহ্‌ উনাকে সুস্থতা দান করুন ।

১০| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৩৮

এহসান সাবির বলেছেন: উনি কেমন আছেন জানাবেন প্লিজ।

আল্লাহ্‌ উনাকে সুস্থতা দান করুন ।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ৭:২৬

তাসজিদ বলেছেন: ডাক্তার বলেছে যে অপারেশান ভাল হয়েছে। কিন্তু এ ধরনের কেসে দেখা যায় যে, অপারেশান ভাল হলেও শরীরের ভেতর জীবণু থেকে যায়।

যা পরবর্তীতে ভয়ানক দিকে ধাবিত হয়ে।

খুব ভয়ে আছি। দোয়া করুণ ।

১১| ০২ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

নিশ্চয় আল্লাহ উনাকে সুস্থতা দান করবেন শীঘ্রই। আমিন।

০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৫৭

তাসজিদ বলেছেন: দোয়া করুণ, প্রিয় কাণ্ডারি ভাই।

১২| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ৮:০৩

জুন বলেছেন: আপনার ফুপির জন্য শুভকামনা। সুস্থ হয়ে উঠুক শিঘ্রী ।

০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:২১

তাসজিদ বলেছেন: দোয়া করবেন। ফুপি যাতে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে।

১৩| ০২ রা মার্চ, ২০১৪ রাত ৮:৫৭

বেলা শেষে বলেছেন: আমার শুধু দিনের কথা মনে পরে। ফুঁপির কাঁধে মাথা দিয়ে শুয়ে আছি আমি। ফুঁপি আমাকে কোলে করে নিয়ে যাচ্ছে। টিফিন খাওয়াতে।
To much thanks for beautiful - sensible writing.
I feel it , like it , it touch me.

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৮:১৬

তাসজিদ বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।

১৪| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:২৯

এহসান সাবির বলেছেন: ভাই ফুফির অবস্থা এখন কেমন?

দোয়া রইলো।

১৪ ই এপ্রিল, ২০১৪ রাত ২:২৮

তাসজিদ বলেছেন: এখন একটু ভাল। কেমো চলছে। দোয়া করবেন।

১৫| ২৩ শে মার্চ, ২০১৪ রাত ১১:৫৪

সাজিদ উল হক আবির বলেছেন: গল্প মনে করে এসেছিলাম লেখাটা পড়তে। কিন্তু আপনার জীবন থেকে নেয়া ঘটনাটি পড়ে সাংঘাতিক কষ্ট পেলাম।
আল্লাহ ভালো মানুষদের জন্যে ভালো কিছুই নির্ধারণ করে রাখেন।
আপনার ফুপি এখন কেমন আছেন? ওনার আরোগ্য কামনা করি।

০১ লা মে, ২০১৪ সকাল ১০:১৬

তাসজিদ বলেছেন: অনেক পরে উত্তর দিলাম। তাই ক্ষমা প্রার্থী।

ফুপি এখন একটু ভাল আছে। কেমো চলছে। আল্লাহ চান ত ইনশাআল্লাহ ভাল হয়ে যাবেন।

১৬| ০১ লা মে, ২০১৪ সকাল ১০:০৬

মশিকুর বলেছেন:
:(

বর্তমানে ওনার কি অবস্থা?

০১ লা মে, ২০১৪ সকাল ১০:১৪

তাসজিদ বলেছেন: একটু ভাল । একটি কেমো নিয়েছে। ছয়টি নিতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.