নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পর্কগুলো আত্নার ভেতরে বাস করে। আত্না অবিনশ্বর, সম্পর্কটাও তাই হারিয়ে যায়না।

তাসজিদ

[email protected] www.fb.com/tasjid.ahmed.9

তাসজিদ › বিস্তারিত পোস্টঃ

সাকিবের পানিশমেন্ট ও ছাগল ফেসবুক সেলেব্রিটি

০৭ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৯

এক ফেসবুক সেলেব্রিটির স্ট্যাটাস, “ওহ সাকিব, তুমি ভুল দেশে জন্মেছ।এই বালের দেশ(?) তোমাকে কিছুই দিতে পারবে না। তুমি বালের দেশ ফেলে অন্য কোথাও চলে যাও।”



সাকিব কে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এবং দেড় বছরের জন্য সব ধরনের খেপ লিগ যথা আইপিএল, বিগব্যাশ, সিপিএল এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শাস্তি দেয়া ঠিক হয়েছে কিনা কিংবা শাস্তি বেশি হয়ে গেছে কিনা তা বিতর্ক সাপেক্ষ ব্যাপার।



কিন্তু কি কারণে সাকিব কে এই শাস্তি দেয়া হল? এটা মোটামোটি আমরা সবাই জানি।



কিন্তু ফেসবুক সেলেব্রিটিদের ক্ষোভ দেখে মনে হল যে বোর্ড মহা অন্যায় করে ফেলেছে। কিংবা পাপন ইচ্ছে করেই সাকিব কে শাস্তি দিয়েছে। কেও কেও আবার এর মাঝে ষড়যন্ত্রের গন্ধও খুঁজে পাচ্ছে।





৯০ র দশকে বাংলা চলচিত্রে আমরা একটি কমন ডায়লগ শুনতাম। “আইন সবার জন্য সমান।”



কিন্তু ব্লগ ও ফেসবুক সেলেব্রিটিদের কাছে আইন সবার জন্য সমান নয়। তারা সাকিবের কোন অন্যায় খুঁজে পায় না। কোন সন্দেহ নেই সাকিব বাংলাদেশের সব থেকে বড় স্টার, বেস্ট পারফর্মার। বাংলাদেশের ক্রিকেটের অনেক জয়ের পেছনে তার অবদান সব থেকে বেশি। কিন্তু তার বেলায় কি রুল খাটবে না?





ফেসবুক সেলেব্রিটিরা স্বীকার করুক আর নাই করুক, সাকিবের আচরণ যে উদ্ধতপূর্ণ, এটি দেশের আমজনতা ঠিকই জানে।



এ ফেসবুক সেলেব্রিটিদের বলছি, ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিসর সাথে বাংলাদেশ ৫৮ রানে আলআউট হয়েছিল। এত কম রানে আলআউট হবার কারণ জিজ্ঞেস করলে সাকিবের উত্তর ছিল, আসলে ডিনার টা খুব ভাল ছিল, তাই হয়ত তাড়াহুড়ো করা হয়েছে।

What a speech. Bravo sakib, bravo.





নানা সময় নানা উদ্ধতপূর্ণ বিহেভ করলেও স্টারডামের কারণে বার বার মাফ পেয়ে গেছেন সাকিব।



বাংলাদেশের মানুষ একটু বেশেই আবেগি। অল্পতেই হাসে, অল্পতেই কাঁদে। এ কারনেই এশিয়া ব্লকের ক্রিকেটাররা দ্রুত স্টার হয়ে যায়। মডেলিং করে কোটি কোটি টাকা কামায়। কারণ ইমোশান বিজনেস ইস দ্যা বেস্ট বিজনেস। তবে খারাপ করলে ভয়ানক সমালোচনা করতেও ছাড়ে না। তবে সেই জন্য দেশের সাবেক ক্রিকেটার দের নিয়ে টিটকারি দেয়া একমাত্র সাকিবের পক্ষেই সম্ভব।তার “আগের সাবেক কোন ক্রিকেটার কি পারফর্ম করেছে তা জানা আছে” এ বক্তব্য কিন্তু আমরা ভুলে যাইনি।

ফিরে আসি সাকিবের শাস্তির ব্যাপারে।



বাইরের দেশে খেলতে গেলে বোর্ডের অনুমতি নিতে হয়, এটি সবার জানা। অনেকেই বলবে যে সাকিব ত আকরাম খানের কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছে।



কিন্তু মৌখিক অনুমতি নিয়ে যে বাইরে খেলা যায় না, তা সাকিবের থেকে ভাল কেও জানে না। আসলে সাকিব এ অনুমতির ব্যাপার কে গুরুত্তই দেয়নি। স্টার দের এত ভাবলে চলে???

তার পরও এটি কোন ব্যাপার হত না। কিন্তু সাকিবের মন মেজাজ বোঝা যে দায়।



ওয়েস্ট ইন্ডিজ ট্যুর র জন্য হেড কোচ যখন সাকিব কে ৩১ জুলাই র মাঝে দেশে প্র্যাকটিসের জন্য দেশে ফিরে আসেতে বলল, তখনি সাকিব যথারীতি উত্তর দেয়,

“দেখেন, আপনিও টাকার জন্য এসেছেন, আমিও টাকার জন্য খেলতে যাচ্ছি, দরকার হলে টেস্ট, ওয়ান দে ছেডে দিব”।

কিন্তু সাকিব ভুলে গিয়েছিল যে এক মাঘে শীত যায় না। এও ভুলে গিয়েছিল যে তার বিরুদ্ধে অনেক গুল অভিযোগ আগেই জমা হয়েছিল। যথা ঃ





• খেলা চলাকালীন ড্রেসিং রুম ছেঁড়ে যাওয়া। গিয়ে দর্শকের গায়ে হাত দেয়া। সহজ কথায় পেটানো। স্ত্রী কে বাজে কমেন্ট করে থাকলে লিখিত অভিযোগ করা যায়। গায়ে হাত দেয়া যায় না। সাকিব প্লেয়ার, মাস্তান না।

• সিরিজ চলাকালীন রুম বদলানো। অনেকেই বলে থাকবে যে রুম বদলালে সমস্যা কি?

আছে। সমস্যা আছে। আকসু(আইসিসির দুর্নীতি বিরোধী অঙ্গ সংঘটন) পরিষ্কার বলে দিয়েছে যে সিরিজ চলাকালীন কেও তার রুম বদলাতে পারবে না।



এশিয়া কাপ চলাকালীন সে কি করেছিল তা কি আমরা ভুলে গিয়েছি।না। দুই তিনবার ক্যামেরা দেখানোর জন্য তার সেই নোংরা কাণ্ড কোন প্লেয়ার করতে পারে তা আমার জানা ছিলোনা।



অনেকেই ভয় পেয়ে গেছেন। সাকিব কি তাহলে রাগ করে অবসর নিয়ে ফেলবে। না, অবসর নিয়ে ফেলবে না। সাকিব খুবই বুদ্ধিমান। সে খুব ভাল করেই জানে যে দেশের আইডেন্টিটি ছাড়া কোন প্লেয়ার এক পয়সাও দাম নেই। ক্রিকেট আইপিএল, বিগব্যাশ, সিপিএল র স্কোর মনে রাখেনা। ওয়ানডে, টেস্টের পারফর্মেন্স ই মনে রাখে।





এ শাস্তির ফলে প্লেয়ারদের কাছে একটি মেসেজ যাবে।

কেও শাস্তির উপরে না। আইন সবার জন্য সমান।

শুভরাত্রি।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৮

তাসজিদ বলেছেন: আশা করি সাকিব তার ভুল বুঝতে পারবে। এবং নিজেকে অহংকারের বিষবাস্প থেকে মুক্ত করবে।

২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:১১

খাটাস বলেছেন: তাসজিদ বলেছেন: আশা করি সাকিব তার ভুল বুঝতে পারবে। এবং নিজেকে অহংকারের বিষবাস্প থেকে মুক্ত করবে।


সেলেব্রিটির নাম দিয়া দেন। আবেগে যুদ্ধ টা আরেক দিকে যাক।

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:২৩

তাসজিদ বলেছেন: ফেসবুকের প্রতিটি সেলেব্রিটি সাকিব কে সাপোর্ট করছে। যেন কোচ কে গালি গালাজ করে সাকিব খুব ভাল কাজ করেছে।

নাম দিয়ে অযথা ব্লগের পরিবেশ নষ্ট করার কি দরকার ভাই।

শুভরাত্রি।

৩| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৩:৫৬

ইসতিয়াক আহ্‌মেদ বলেছেন: কিন্তু কি কারণে সাকিব কে এই শাস্তি দেয়া হল?
এটা মোটামোটি আমরা সবাই জানি।

কি কারনে?

০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৬:১৩

তাসজিদ বলেছেন: * কোচকে গালি গালাজ করা
* বোর্ড কে না জানিয়ে বাইরে খেলতে যাওয়া
* সিরিজ চলাকালীন রুম বদলানো। এটি যতই ছোট বিষয় মনেহোক আকসু একে ছোট মনে করে না।
* অবসরের হুমকি দেয়া।

এগুল কি পর্যাপ্ত নয় ??????

৪| ০৮ ই জুলাই, ২০১৪ ভোর ৪:২৭

হাদী নয়ন বলেছেন: সাকিব কিন্তু বলেছে যে আকরাম ভাই বলেছে তুমি চলে যাও আমি এসে চিঠি সই করে দিব,যেটা আকরাম খানও বলেছে,এখানে আপনি সাকিবের দোষ পেলেন কোথায়? আপনি যে গুলো বলে গেলেন যে হাতুরির সাথে সাকিবের কথা গুলো, আপনি কি পাশে ছিলেন? আপনার আপন জনরে কেউ নোংরা ইশারা করলে আপনি কি করবেন? যদি তাকে হাতে নাতে ধরেন? আর যে অশোভন ক্রিয়া ক্যামেরার সামনে করেছে তার জন্য তো শাস্তি আগেই পেয়েছে।আর যে গুলো বললেন সে গুলো তেজপাতা। শোনেন ভাই শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে খুব খেয়াল করে দেখেন কার কতটুকু লাভ হলো?

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:২১

তাসজিদ বলেছেন: সাকিবের সব অপরাধ যদি আপনার কাছে তেজপাতা মনে হয় তাহলে আর কিছু বলার থাকে না।

কোচ কে গালি গালাজ করার সময় আমি কেন আপনিও পাশে ছিলেন না। তবে অন্যায় না করলে সাকিব ক্ষমা চাইবার পাত্র না। কারণ উদ্ধত পূর্ণ মানুষ কিন্তু ক্ষমা চাওয়াকে কে পরাজয় হিসেবে দেখে।

০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৩২

তাসজিদ বলেছেন: মা, বোন, স্ত্রী সবার জন্যই খুব স্পর্শকাতর বিষয়। কেওই এদের প্রতি অন্যায় সহ্য করতে পারেনা।

সাকিব তার ব্যতিক্রম না। কিন্তু সাকিব কে বুঝতে হবে যে ICC খেলা চলার সময় code of conduct মেনে চলতে সাকিব বাধ্য। কেও তার স্ত্রীর সাথে খারাপ ব্যাবহার করলে সে অভিযোগ জানাতে পারে। আইন শৃঙ্খলা বাহিনী তাদের কাজ করবে।

কিন্তু এজন্য দর্শক কে রুমের মাঝে বন্দি করে পেটানো যায় না।
সাকিব যদি এ কাজ বাইরে করতে তাহলে কেও কিছুই বলত না। কিন্তু মাঠের মধ্যে সে এটি করতে পারে না। কারণ সে প্লেয়ার, মাস্তান নয়।

অনেক ধন্যবাদ।

৫| ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৭:১৩

ঘানার রাজপুত্র বলেছেন: সাকিব ম্যারাডোনার মত কিছুদিন পর পর একটা করে বোমা ফাটায়া ।বেটায় বেশী বেড়ে গেছে। আর ছাগলরাও বেশ মজা পায়।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪১

তাসজিদ বলেছেন: সত্যি কথা বলতে কি, সাকিবই কিন্তু আমাদের আসল পারফর্মার। তাই তাকে আমরা সবাই মাথায় তুলে রাখি।

কিন্তু তার এ স্টারডাম তাকে অহংকারী করে তুলেছে। বার বার তার উদ্ধত আচরণ দলের জন্য অমঙ্গলজনক।

আশা করি প্লেয়াররা সবাই বুঝতে পারবে যে দলীয় শৃঙ্খলা সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ।

৬| ০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:০৩

ইসতিয়াক আহ্‌মেদ বলেছেন: কোচকে গালাগালি করার তথ্য বিভ্রান্তিমূলক।


হাদী নয়ন বলেছেন: সাকিব কিন্তু
বলেছে যে আকরাম ভাই
বলেছে তুমি চলে যাও আমি এসে চিঠি সই
করে দিব,যেটা আকরাম খানও
বলেছে।

আপনার তিন নম্বর পয়েন্ট এর সঙ্গে একমত, কিন্ত এটা কোন শাস্তি যোগ্য অপরাধ নয়।


অবসরের হুমকি দেয়া খুবি নিচু মানসিকতার পরিচয়, যেমন ভিখারিকে ভিক্ষা না দেয়া। এ জন্য আমরা শুধু তাকে খারাপ বলতে পারি, শাস্তি দিতে নয়।

আর নিজে কখন অবসর নিবে এটা একান্তই তার ব্যাপার।

ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৫

তাসজিদ বলেছেন: চমৎকার মন্তব্বের জন্য অনেক ধন্যবাদ।

না ইশতিয়াক ভাই, কোচকে গালাগালি করার তথ্য বিভ্রান্তিমূলক নয়। কারণ তা না হলে সাকিব কেন ক্ষমা চাইবে? কারণ উদ্ধত পূর্ণ মানুষ কিন্তু ক্ষমা চাওয়াকে কে পরাজয় হিসেবে দেখে।

আসলে সাকিবের এ শাস্তি কিন্তু বিছিন্ন কোন ঘটনা নয়। অনেক দিন ধরে তার সব ভুলগুলর সমন্বয়ে এ শাস্তি।


০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০০

তাসজিদ বলেছেন: এখন ইশতিয়াক ভাই, একটু ভাবুন সাকিব কেন অবসরের হুমকি দেয়?

কারণ সে জানে বাংলাদেশ ক্রিকেটে তার প্রয়োজনীয়াতা। তাকে ছাড়া বাংলাদেশের চলবে না। এটিকে আমি যদি হুমকি বলে ধরে নেই, খুব কি ভুল করা হবে।

কিন্তু দলের শৃঙ্খলা থেকে স্টার বড় না।

৭| ০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫৮

ইসতিয়াক আহ্‌মেদ বলেছেন: তাসজিদ ভাই আমি এ ব্যাপারটা বুঝতে পারছি যে সাকিব যথেষ্ঠ পরিমানে অহংকারী হয়ে উঠেছে। সে ধরা কে সরা মনে করে। তবে যে সকল অভিযোগে তার এই শাস্তি তা প্রশ্নসাপেক্ষ। বিশেষ করে আমাদের এই বিতর্কিত বোর্ডের জন্য। এদের শক্তি প্রদর্শনের মানসিকতার জন্য আমাদের ভদ্র ক্যাপ্টেন কেও একাধিক বার বিব্রতকর পরিস্তিতি মোকাবেলা করতে হয়েছে।

আমার পয়েন্টা আশা করি বুঝতে পেরেছেন।

ধন্যবাদ।

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:২০

তাসজিদ বলেছেন: ইশতিয়াক ভাই,

দেখুন, সাকিবের শাস্তিতে ত আমাদের খুশি হবার কিছু নেই। দলের সেরা পারফর্মার সে। Still I think he deserve this punishment. কারণ এর ফলে প্লেয়ার রা কোন কাজ করার আগে কয়েকবার ভাববে। একটু হলেও নিয়ম মেনে চলতে চেষ্টা করবে।

আপনি ওয়াটসনের কথা মনে করুন। শুধুমাত্র ছোট্ট একটি হোম ওয়ার্ক করে নি বলে তাকেই কিন্তু শাস্তি দেয়া হয়েছিল।

আর আমাদের বোর্ড কে নিয়ে যত কম বলা যায় ততই ভাল।

অনেক ধন্যবাদ।

৮| ০৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫০

তাসজিদ বলেছেন: শাস্তির আগে সাকিবঃ
কোচকেঃ দেখুন, আপনিও টাকার জন্য বাংলাদেশে এসেছেন। তেমনি আমিও টাকার জন্য খেলতে যাচ্ছি। প্রয়োজনে টেস্ট, ওয়ানডে আর খেলবই না।
শাস্তির পরঃ
বিদেশি লিগ দেড় বছর খেলতে পারবো না, সেটা কোন সমস্যা না। বাংলাদেশের পক্ষে ৬ মাস না খেলতে পারা খুবই দুঃখজনক। এ পতাকার জন্যই ত খেলি।


সাকিবের এ বক্তব্য শোনার পর বাংলাদেশের সাকিব ভক্তদের মনে কেঁদে উঠেছে। তারা জ্বালাময়ী স্ট্যাটাস দিচ্ছে, কেও আবার ইভেন্ট দিচ্ছে। পাপন কে ইচ্ছে মত গালিগালাজ করছে।কেও আবার তুমি আমাদের দেশে ফিট না,হে মহান, তুমি অন্য দেশের হয়ে খেলঃ এমন বক্তব্যও দিচ্ছে।


কিন্তু আমার কাছে কেন জানি সাকিবের এ বক্তব্যকে প্রথম আলোর মত নৈতিকতা বিক্রি ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। তৃতীয় বিশ্বের দেশে পাবলিক সিম্পাথি পাবার সব থেকে ভাল উপায় হচ্ছে নৈতিকতা বিক্রি করা, সহজ কথায় দেশপ্রেমিক সাজা।
এ কারনে চরম স্বার্থপর ব্যক্তিও দেশপ্রেমিক সাজে।

৯| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: শিরোনাম দেইখা ভাবলাম ভেতরে ক্যাচাল জমছে মনেহয়। কিন্তু এইখানে দেখি তেমন ক্যাচালই না। মুরুব্বীরা যে কয় সামু আর আগের মতো নাই কথাটা দেখি একেবারে ভুল না :(

০৯ ই জুলাই, ২০১৪ ভোর ৬:৩৪

তাসজিদ বলেছেন: ক্যাচাল কি ভাল জিনিস। অযথা তর্ক। কিংবা ব্যক্তিগত আক্রমণ।

১০| ০৯ ই জুলাই, ২০১৪ রাত ১:৫০

হাদী নয়ন বলেছেন: *কুনোব্যাঙ@ ঠিক বলছেন আসলেই সামুর মজা লুটেছি ১০, ১১ ,১২ সাল গুলোতে। আর এখানে লেখকের কথা সে একাই বার বার বলে যাচ্ছে, যার কনো প্রমান নাই।

১২ ই জুলাই, ২০১৪ রাত ৯:০৫

তাসজিদ বলেছেন: চোখে কালো চশমা দিয়ে রাখলে কিভাবে প্রমাণ খুজে পাবেন?

১১| ০৯ ই জুলাই, ২০১৪ দুপুর ১:২৭

লিরিকস বলেছেন: +

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:৪১

তাসজিদ বলেছেন: ধন্যবাদ।

১২| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:১২

পাতি মাস্তান বলেছেন: আপনার বক্তব্য শুনে মনে হচ্ছে সামনের নির্বাচনে আপনি সাকিবের বিরুদ্ধে লড়বেন /আচ্ছা সাকিব যে ইভটিজিং মামলা করেছিল ঐটার খবর একটু বলবেন প্লিজ

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৩১

তাসজিদ বলেছেন: প্রিয় পাতি মাস্তান ভাই,

আমার লেখা পড়ে কি কারণে আপনার মনে হচ্ছে যে, সাকিবের বিরুদ্ধে বেষেদাগার করছি। না, আমি শুধু সাকিবের আচরণ গত ভুল গুল তুলে ধরেছি।

সত্যি কথা বলতে কি, সাকিবই কিন্তু আমাদের আসল পারফর্মার। তাই তাকে আমরা সবাই মাথায় তুলে রাখি।

কিন্তু তার এ স্টারডাম তাকে অহংকারী করে তুলেছে। বার বার তার উদ্ধত আচরণ দলের জন্য অমঙ্গলজনক।

আশা করি প্লেয়াররা সবাই বুঝতে পারবে যে দলীয় শৃঙ্খলা সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ।

১৩| ১২ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৮

আকিব আরিয়ান বলেছেন: সত্যি কথা কি জানেন? আমার সাকিবের উপর মেজাজ খুব খারাপ আগে থেকেই তার এরূপ কাজ দেখে আবার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল X(( তার মতো অভদ্র খেলোয়াড়কে আজীবন নিষিদ্ধ করে দেয়া উচিত। ফেবুতে দেখলাম তারা শাহবাগে ইভেন্ট করে মানববন্ধন করেছে এবং পত্রিকায় পরিচিত থাকার দরুন তা খবরে এসেছে, তাদের কথা বার্তা দেখে মেজাজ আরও খারাপ হয়ে গিয়েছিল। তারা ভাবে, পাপন শত্রুতা করেছে। সাকিব ঐ কথা কোচকে বলার পরও নাকি কোন ভুল করেনি। পত্রিকায় যে খবর দেখলাম তাতে সাকিব আত্নপক্ষ খুব ভালো করে সমর্থন করে গেছে। আর বাংলার লোকেরা তা খুব সহজে তা বিশ্বাস করে গেছে। আমি রাস্তাঘাটে বহু লোককে দেখেছি এই কয় দিনে যারা আমার মতোই চায় সাকিবকে আজীবন নিষিদ্ধ করে দেয়া হোক।

কমেন্টে অপরাধ থাকলে ক্ষমাপ্রার্থী

১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২

তাসজিদ বলেছেন: আসলে ভুল ট্রুতি নিয়েই মানুষ। সাকিব যদি তার ভুল বুঝতে পারে, তাহলেই তার জন্য মঙ্গল, দেশের জন্যও।

একটি অপরাধ কে সাপোর্ট করা আমি মনে করি আরও বড় অন্যায়। যে কাজটি কিছু আবাল করছে। তাদের আচরণ দেখে মনে হচ্ছে যে সাকিব খুব ভাল কাজ করেছে। আবার কেও কেও বলছে যে, কম অপরাধে বেশি শাস্তি হয়ে গেছে।

এক অপরাধ কম হলে বেশি কোনটি?

১৪| ১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:২৮

আকিব আরিয়ান বলেছেন: সাকিবকে শুধু এইবারের জন্যে শাস্তি দেয়া হয় নাই, বিগত কয়েকটা কর্মকান্ডের জন্যে দেয়া হয়েছে। তাদের চোখে সাকিব দেবশিশু /:)

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:১৮

তাসজিদ বলেছেন: তাদের আচরণ দেখে মনে হয় যে, সাকিব যেন আইনের ঊর্ধ্বে। সে যা খুশি তাই করবে, কিন্তু কেও কিছু বলতে পারবে না।

১৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫২

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:২৫

তাসজিদ বলেছেন: দেরিতে হলেও ঈদের শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.