![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] www.fb.com/tasjid.ahmed.9
ধান্ধাবাজির ক্ষেত্রে গ্রামীণ ফোন যে এক নাম্বার তা তারা আবার প্রমাণ করলো।
সম্প্রতি তারা তাদের সবথেকে পুরোন সিরিজ ০১৭১১ পুনরায় বিক্রি শুরু করে। মূলত যারা এ পুরানো সিরিজের নাম্বার আর ব্যবহার করছে না(অর্থাৎ লক করা নাম্বার গুলো),সেগুলই বিক্রি করছে।
যেখানে নতুন সিমের দাম ১০০-১৫০ টাকা সেখানে দাম রাখা হচ্ছে ২০০০ থেকে ৩০০০০ টাকা। এভাবে তারা ১৬ লক্ষ সিম বিক্রি করার টার্গেট নিয়েছে। ২০০০ টাকা করে দাম রাখা হলে মোট টাকা ৩২০ কোটি। কি বুঝলেন? বিনা পয়সায় ৩২০ কোটি টাকা প্রফিট।
গ্রামীণ ফোনের ধারণা ০১৭১১ সিরিজ দেখলেই মানুষ ভাববে আরে এত আগের সিম!! এভাবে তার সামাজিক মর্যাদা সহজ কথায় ভাব (show off)বাড়বে। আর এভাবেই গ্রামীণ ফোন বাঙ্গালীর রক্ত চুষে খাবে।
তবে স্মার্ট চোর ত, ঠিকি ই BTRC র কাছ থেকে অনুমতি আদায় করে নিয়েছে। অতি বেশি দামের বিষয় টি সম্প্রতি BTRC র নজরে এসেছে। তবে যতদিন BTRC এটি বন্ধ করবে ততদিন গ্রামীণ ফোন কয়েক শ কোটি টাকা লাভ করে ফেলবে।
অনেকে এটিকে আইডিয়া বলবে, আমি বাটপারি ই বলবো
আসলে আমাদের রক্ত চোষা মনেহয় সব থেকে সহজ।
কেও দারিদ্র্য কে জাদুঘরে পাঠাবে বলে রক্তচোষে
কেওবা আবার ব্রিটেন থেকে স্যার উপাধি সহকারে রক্তচোষে
কখন কাছে/দূরে থাকুন বলে রক্ত চোষে
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
তাসজিদ বলেছেন: নিষিদ্ধ ত দূরের কথা, নিয়ন্ত্রণ ই করা যাচ্ছে না। এত আগের কোম্পানি কিন্তু এখন তাদের কল রেট সব থেকে বেশি।
এক কথায় ফ্রড কোম্পানি।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৩
প্রথম সকাল বলেছেন: ভাই মনের কথা লেখসেন। বাংলালি্ংক- কে সবদিক থেকে ভালো মনে হয়
৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১
তাসজিদ বলেছেন: গ্রামীণ থেকে ভাল।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ২:০৯
ভাঙ্গা হৃদয় বলেছেন: শোনেন ভাওতাবাজী তাদেরকেই দেখানো যায় যাদের বুদ্ধি কিছুটা নিচের লেভেলের। পাবলিক ফাও ফুটানি মারবে আর গ্রামীন ফোন গু* মারলে দোষ। আমারা তো মনে হয় যার ভাব বেশী তার মারা খাবার অধিকারও বেশী।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫০
তাসজিদ বলেছেন: দুঃখিতও, আপনার সাথে একমত হতে পারলাম না।
মানুষ বোকা হতে পারে, চালাক হতে পারে, এমনকি ভাব মারতেও পারে। কিন্তু তাই বলে তাকে চুষে খাবার অধিকার কারও নেই।
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৭
রাসেল বলেছেন: Dear Vanga Rhidoy, thanks for your comments.
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৪
তাসজিদ বলেছেন: Can't say thanks!!!!!!!!!!!!!!!!!!!
৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০৬
সাইফুর রহমান পায়েল বলেছেন: কিনবেন না। ইগনোর করুন। যারা তার সামাজিক মর্যাদা সহজ কথায় ভাব (show off) দেখানোর জন্য ফুটানি করবে, তারা খেয়ে যাক। মনে রাখতে হবে: মারা গো* ডাস নট কাম ব্যাক।
০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৫৯
তাসজিদ বলেছেন: কিন্তু সাধারণ মানুষের এ সরলতা নিয়ে কেন ধান্দাবাজি। তারা ত কম প্রফিট করছে না।
তাহলে কেন এই ছুটলোকি????????????????????????
৬| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:০৫
জাহিদ ২০১০ বলেছেন: এই পুরান সিরিজ (০১৭১১) এর সীম দিয়া কি মাগনা কল করতে দিব নাকি যে এত দাম???
বেক্কল শাহের মুরিদ গুলাই এই সীম গুলান কিনবো। ]]
আর হারামীরফোন এর কথা নাইবা কইলাম
০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩২
তাসজিদ বলেছেন: আমিও ত তাই কই?
এক বন্ধুর ফ্লেক্সির দোকনা আছে। সে নাকি তার ০১৭১১ সিম ৫ হাজার বিক্রি করছে। দেশি বলদ বাড়ছে।
আর হারামীরফোন এর কথা নাইবা কইলাম
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:১৮
ফেরদাউস আল আমিন বলেছেন: গ্রামীন সবসময়েই চোর ও বাটপার সংগঠন ছিল, সবার নিশ্চয়ই মনে আছে এই শতাব্দির প্রথম দিকে ৬৫০কোটি অবৈধ ভিওআপি করার জন্য জরিমানা দিয়েছিল। মানে হাজার কোটি টাকা চুরি করার জন্য জরিমানা। ঐ সময়ে গ্রামীনফোনকে নিষিদ্ধ করা উচিত ছিল।