![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] www.fb.com/tasjid.ahmed.9
এ কথা কেও অস্বীকার করতে পারবে না যে, আমরা মোর অর লেস সেলফিস। সবাই আমরা নিজেকে নিয়ে ভাবতে ভালবাসি। নিজের জন্য কাজ করি। স্নীয় উন্নতি করতে চাই।
বৈজ্ঞানিকরাও বলে থাকেন যে, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ জেনেটিকেলি কিছুটা স্বার্থপর।
নারীর প্রতি সহিংসতা বাংলাদেশে কোন নতুন জিনিস নয়। যুগ যুগ ধরে নারীরা নিষ্পেষিত হচ্ছে। পূর্বে যেহেতু অর্থনৈতিক কাজে নারীর অংশগ্রহণ ছিল কম, তাই সে নির্যাতিত হতে ঘরের ভেতর। আর বর্তমানে গৃহের ভেতর ও বাইরে উভয় স্থানে সমান ভাবে সে নির্যাতিত হচ্ছে।
ভারতে যখন নির্ভয়া নির্যাতিত হল তখন সারা দেশ ফুসে উঠেছিল। প্রতিবাদে মুখর হয়েছিল মুম্বাই থেকে নিউ ইয়র্ক পর্যন্ত।
অথচ প্রায় একি ঘটনা যখন আমাদের দেশে কুড়িলে যমুনা ফিওচার পার্কের সামনে ঘটল তখন প্রতিবাদ যেন দায়সারা। প্রতিবাদ করতে হয় তাই প্রতিবাদ।
কারণ ওই যে মানবের চরিত্র।
যখন আমরা শুনেছি যে নির্যাতিতা একজন সেলস গার্ল, গারো, ধর্ম বিশ্বাসে ক্রিস্টান এবং সবথেকে গুরুত্বপূর্ণ সে গরীব। তখন আমরা একটু স্তিমিত হয়ে গেছি। আমাদের প্রতিবাদ সত্তা জেগে উঠেনি। কারণ নির্ভয়ার মত সে ধনীক শ্রেণির প্রতিনিধিত্ব করে না কিংবা উচ্চশিক্ষিত নয় সে। তাই আমাদের ছাত্রী, কর্মজীবী কিংবা হিন্দি সিরিয়াল দেখা গৃহ বধুরাও প্রতিবাদে ফেটে পড়েনি। একজন গারোর মাঝে আর যাই হোক নিজেকে খুজে পাওয়া যায় না!!!!!আর গার্মেন্টস কর্মী, সেলস গার্লরা নির্যাতিত হতেই পারে। এতে এত হতবাক হবার কি আছে??? যেহেতু সমাজের উচ্চ শ্রেণীর বিশেষ আগ্রহ নেই, তাই ব্রেকিং নিউজ খোজা মিডিয়াও নতুন কোন বাণিজ্যের পরসা খুঁজে পায় নি।
আগেই বলেছিলাম যে আমরা জিনগত ভাবেই স্বার্থপর। আমরা ততক্ষণ পর্যন্ত কোন কিছুর মর্মার্থ অনুধাবণ করতে বেরথ হয় যতক্ষণ না পর্যন্ত আমরা শিকারে পরিণত না হই। আমরা অন্যের কষ্ট কে নিজের বলে ভাবতে পারি না। অনুভব করতে চাই না কষ্টের তীব্রতা।
আমি বেচে আছি অথবা নিরাপদে আছি বলে যে তৃপ্তির ঢেঁকুর তুলছেন তাকেই বলছি সত্যিই কি আপনি বেচে আছেন সত্যি ই কি নিরাপদে আছেন????????
২| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:২৫
কান্ডারি অথর্ব বলেছেন:
চিমটি ! আমি আর আপনি একসাথে অনেকদিন পর সামুতে।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৪:২৬
তাসজিদ বলেছেন: এখন থেকে চেষ্টা করবো নিয়মিত সামুতে আসতে।
একদিন আসেন না উত্তরা তে। অনেক দিন আড্ডা দেই না।
৩| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৩:৫০
সুফিয়া বলেছেন: আমার মনে হয় আপনি যেভাবে ভাবছেন ব্যাপারটা ঠিক সেরকম নয়। গারো মেয়ে হোক, কিংবা গার্মেন্টস কর্মী হোক নির্যাতনের শিকার হলে সেটা নারী নির্যাতনের ব্যাপ্তিকেই প্রকাশ করে। এটাকে অন্যভাবে দেখার কোন উপায় নেই।
ধন্যবাদ শেয়ার করার জন্য।
২৬ শে মে, ২০১৫ রাত ১২:২২
তাসজিদ বলেছেন: আসলে এটি আমার পারসোনাল মতামত। আমার ধারণা ভুল হতেও পারে।
আসলে সবার মত আমিও নিরাপত্তা নিয়ে ভীত।
৪| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৪:১২
ঢাকাবাসী বলেছেন: দুর্বল লেখা। আমাদের চারিত্রিক স্বার্থপরতাকে মানবের দুর্বলতা বলাটা নেহাৎই অপরিণত কথা। যারা অপরাধ করে তাদের বেলায় দিল্লী যদি গর্জায় তো আপনি আমি কেন পারিনা। পারিনা কারন আমরা অতি নীচু জাতি। ।
২৫ শে মে, ২০১৫ বিকাল ৪:৩৭
তাসজিদ বলেছেন: আমরা নিচু জাত??? আপনার কথা শুনে মনে হল যে আমরা এখন ব্রিটিশ পিরিয়ডেই আছি। সবাই উচু আর আমরা নিচু। দিল্লি কে কিন্তু সিটি অফ রেইপ বলা হয় ।
দিল্লি গর্জেছিল কারণ সকল নারীরা নিরভয়ার মাঝে নিজেকে খুঁজে পেয়েছিল। সকল পুরুষরা তার বোন কে পেয়েছিল নির্ভয়ার মাঝে। নির্ভয়ার সাথে যা হয়েছিল, তা আমার সাথেও হতে পারে এই মানুসিকতা কাজ করেছিল সবার মাঝেই।
আর এখানেই দিল্লির সাথে ঢাকার পার্থক্য।
It’s just an incident. নিম্নশ্রেণীদের সাথে ঘটে যায়ঃ এ মানুসিকতা কাজ করছে অনেকের মাঝেই।
৫| ২৫ শে মে, ২০১৫ বিকাল ৫:৩৩
কান্ডারি অথর্ব বলেছেন:
ওকে চলে আসব একদিন সময় করে।
২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:২৮
তাসজিদ বলেছেন: অপেক্ষায় থাকলাম ভাই। চলে আসুন।
অফ টপিকঃ জনৈক বেক্তি দাবি করিয়াছেন আমরা নাকি একে অপরের মাল্টি।
পুরাই বিনোদন।
৬| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১০
ওয়ালী আশরাফ বলেছেন: আইজিপি সাহেব হয়তো এবারও বলবেঃ- ধর্ষণের ঘটনাটি আসলে ট্রাক/মাইক্রোবাস চালকের অথবা কতগুলো ছেলের দুষ্টামি।
দানবাধিকার কমিশনের চেয়ারম্যান আঁন্ধানুর রহমান হয়তো এবারও গোঁপ টেনে টেনে বলবেঃ- মেয়েটিও ইনজয় করেছিলো, তাই এটা ব্যাপার নাহ।
ডিএমপি মুখপাত্র মনিরুল হয়তো ক্যামেরার সামনে দাঁত কেলিয়ে কেলিয়েই বলবেঃ- আমাদের কাছে কোন তথ্য আসেনি, সুতরাং এটি একটি গুজব।
তথ্যমন্ত্রী ময়লানা ইনু বলবেঃ- ওই মাইক্রোবাস/ট্রাক চালক জামায়াত-শিবিরের কর্মী ছিলো।
বন জঙ্গল মন্ত্রী হাসান মাহমুদও হয়তো বলবেঃ- এটা বিএনপির কাজ।
আবুল মাল হয়তো বলবেঃ- পুলিশ বাহিনী বাস্টার্ড, এরা এসব নিয়ন্ত্রন করতে পারেনা।
নৌ মন্ত্রী জুতা শাহাজাহান হয়তো বলবেঃ- এটা ছাত্রলীগের কাজ নয়। ছাত্রলীগের পোলাপান ধর্ষণ করলে মেয়েটি বেচেঁ থাকার কথা না।
কালো বিড়াল খ্যাত চোর রঞ্জিতও হয়তো বলবেঃ- এটা সাংবিধানিকভাবে ঠিক আছে, দুই একটা হতেই পারে।
জাফ্রিক বাল ষাঁড়েরাও হয়তো চশমার ফাঁক দিয়ে ট্যারা চোখে তাকিয়েই বলবেঃ- ধর্ষণ যখন নিশ্চিত উপভোগ করাই শ্রেয়।
......এভাবে একের পর এক গাঁঞ্জাখোরী মন্তব্য চলতে চলতেই দেখা যাবে চলন্ত ট্রেন কিংবা চলন্ত CNG তে আরো ২/৪ টা নারী ধর্ষণের ঘটনা ঘটে যাবে। ততক্ষনেও চলতেই থাকবে এদের মন্তব্য.....
একের পর এক নারী ধর্ষিত হচ্ছে......অথচ লাল টিপ ওয়ালী খাঁসি কবির, চুলটানা কামাল, নবনীতা আর রোকেয়া পেত্নীদের মতো নারীবাদী বিদ্রোহীরাও মুখে কুলপ এঁটেই বসে আছে শীতল রুমে......!
রাস্ট্রও যেন একেবারেই নিশ্চুপ, নির্বোধ, নির্বিকার হয়েই দেখছে এসব জঘন্য তামাশা!!
কোথায় যাবে নারীরা???
তবে কি নারীকে নিরাপদ জায়গা হিসেবে কবরকেই বেছে নিতে হবে!!??
শুনেছি সেখানেও নাকি শান্তি নেই......
কারন, মরা মানুষের কঙ্কাল চুরির ঘটনাও দিনের পর দিন বেড়েই চলেছে....
২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:১৬
তাসজিদ বলেছেন: সবাই টক শো তে তাদের চেহারা দেখাতে বেস্ত। আর কে কিভাবে দায় এড়াতে পারে তা নিয়েই চলছে দিনরাত সংগ্রাম।
৭| ২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৬:১২
সাদা যাদুকর বলেছেন: ক্ষেত্রবিশেষে আমরা পশুও বটে।
২৭ শে মে, ২০১৫ দুপুর ১২:২৯
তাসজিদ বলেছেন: আপনার কমেন্ট এ হাসির ইমো কেন? বুঝতে পারলাম না।
৮| ২৫ শে মে, ২০১৫ রাত ১০:১৪
বোকা মানুষ বলতে চায় বলেছেন: আমি, আমার, আমাদের এই গণ্ডি'র মাঝে সবাই যেন বন্দী হয়ে আছে। আমিত্ব একটা মরীচিকা ছাড়া কিছু নয়, যেদিন এই বিষবাস্প আমি কেন্দ্রিক বৃত্তে আঘাত হানবে তখন হয়ত চৈতন্য হবে আমিত্ব'র।
প্রত্যাবর্তনে অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা।
অ.ট. সামুতে আগে মাল্টি ধরার খেলা চলত, নানান পয়েন্ট বিশ্লেষণ করে বলা হত এই এই নিক উমুকের মাল্টি। তাসজিদ আর কাণ্ডারি এক সাথে প্রত্যাবর্তন করেছে বিদায় এই দুইটা নিক একে আরেকের মাল্টি
মাইরালা...
২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:২৪
তাসজিদ বলেছেন: ভাই, আপনি বোকা না চালাক তা জানি না।তবে মাল্টি ধরার মেথড খুব কাচা আপনার।
আমরা দুই জনই সামুর অনেক প্রোগ্রাম এ এসেছি। চাইলেই আমাদের উপয়ের ফেসবুক অ্যাকাউন্ট দিতে পারি।
না দেই। আপনি বরং চেক করে নিনঃ
https://www.facebook.com/tasjid.ahmed.9 :
https://www.facebook.com/kandari.othorbo
আশা করি আপনার সন্দেহ দূরীভূত হইয়াছে।
৯| ২৭ শে মে, ২০১৫ দুপুর ২:৫২
তুষার কাব্য বলেছেন: আপনার একদিন পরে আমিও আসলাম সামুতে আবার ।
লেখায় ভালোলাগা ।
২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৪৮
তাসজিদ বলেছেন: ওয়েলকাম বেক।
ফিরে আসুন সবাই। সামুতে চাই আগের সে রুপ
১০| ২৭ শে মে, ২০১৫ বিকাল ৪:৪১
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ধুর মিয়া, আপনে দেখি মশকরাও বুঝেন না... আপনারা দুইজনই আমার অনুসারিত ব্লগ লিস্টের মানুষ। কাণ্ডারী এবং তাসজিদ, আপনারা দুজনই আমার প্রিয় ব্লগার।
ঐ যে দেখেন আরেকটা মাল্টি একটুর জন্য মিস হয়ে গেল। তুষার কাব্য বলেছেন: আপনার একদিন পরে আমিও আসলাম সামুতে আবার । উনিও কিন্তু আমার অতি প্রিয় একজন ব্লগার।
ভালো থাকুন সবসময়, শুভকামনা।
০১ লা জুন, ২০১৫ সকাল ৯:৪৬
তাসজিদ বলেছেন:
হা হা হা।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৫ দুপুর ২:১৬
তাসজিদ বলেছেন: অনেক দিন পর সামুতে ফিরে এলাম। নবরুপ পেয়েছে সামু। তবু কেন পুরোনদের কথা মনে পরে বার বার।
কোথায় তারা।
আশায় আছি তারা ফিরে আসবে। আসতেই হবে।