![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] www.fb.com/tasjid.ahmed.9
একদিকে যখন আয়নাবাজী, ঢাকা অ্যাটাক এসব মুভির মাধ্যমে দাড়াতে চাইছে মৃতপ্রায় বাংলা চলচিত্র তেমনি একে পেছনে টানার জন্য আছে দুলাভাই জিন্দাবাদ এর মত ছবি।
একটি সময় ডিপজল নিজেকে দাবি করেছিলেন সাকিব খানের প্রতিদ্বন্দ্বী হিসেবে। রেসির সাথে অনেকগুলো ছবিও করেছিলেন। খুব সম্ভবত রেসির জায়গা নিতে যাচ্ছে মৌসুমি। সেজন্য মনে হয় কমপক্ষে ১০-১২ কেজি ওয়েট গেইন করেছেন।
কিছু ফ্যাক্ট--
• ২০০৮-২০১৩ সময়ের ছবি গুলোতে নিজেকে “মহান” হিসেবে জাহির করতেন ডিপজল। কিন্তু ইতিমধ্যে ৪-৫ বছর হয়ে গেছে। এখন নিম্নবিত্ত ও হলে গিয়ে মুভি দেখে না। কারন তাদের হাতেও ৫-৬ হাজার টাকার স্মার্টফোন আছে। হলে গিয়ে সেও টাকা নষ্ট করেতে রাজি না। ডিপজল সারা জীবন আঞ্চলিক ভাষায় কথা বলেছেন তার ছবিতে। এই ছবি তে কিছু সময় তাকে শুদ্ধ বাংলা বলতে দেখা গেছে। অথবা শুদ্ধ বাংলা বলার চেষ্টা করেছেন। যে শুদ্ধ বাংলা বলতে পারে না, তাকে তা বলাতে গেলে কার্টুনের সংলাপ ছাড়া আর কিছুই হবে না। “ওই চৌধুরী, আল্লাহ যদি সহায় থাকে, তাহলে একদিন তোকে আমার পা ধরতে হবে”। এটি সম্ভবত ডিপজলের জীবনের সবথেকে কঠিন তম ডায়লগ। প্রমিত বাংলা, বড়ই কঠিন।
• গ্রাম বাংলায় শুধু ভ্যান চালানো পেশাই আছে। আর কিছু নাই!! এই ভ্যান দিয়েই ওনি কাচ ভাঙ্গেন, মটর বাইকের থেকেও বেশি উচ্ছতায় জাম্প মারেন, ইভ-টিজার দের সায়েস্তা করেন।
• ভ্যান চলিয়েও আপনি ৪-৫ হাজার টাকার স্নিকার পরতে পারবেন। বিশ্বাস না হলে আপনার এলাকার ভ্যান চালকদের দেখবেন। তাদের পায়ে স্নিকার, আর জিন্স থাকে। তবে যাই হোক গলায় গামছা থাকতেই হবে।
• কিংবদন্তী অভিনেতা কাজি মারুফের “এই এই” ডায়লগ এখন সার্বজনীন রূপ পেয়েছে। অভিনন্দন কাজি মারুফ, আপনি পেরেছেন।
• আর বাপ্পিকে নিয়ে কিছু না বলাই ভাল। যেভাবে উনার অভিনয়ের উন্নতি ঘটছে তাতে অস্কার আর বেশি দূরে নাই!!!
• আর ইয়ে গরুর মাংস হতে সাবধান। কারণ জানতে চাইবেন না (১৮+)
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২২
টারজান০০০০৭ বলেছেন: "চুদির ভাই জিন্দাবাদ" টাই বাকি থাকিল ! ইহা বক্স অফিস ফাটাইয়া রক্তাক্ত করিয়া ফেলিবে আশা করা যায় !
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩
আবু তালেব শেখ বলেছেন: বাংলা ছবিতে কি টাকা ওঠে? নাকি হুদাই করছে।
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১০:৩৩
তাসজিদ বলেছেন: আল্লাহ মালুম। টাকা কিভাবে যে উঠায় বুঝি না।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:১০
তাসজিদ বলেছেন: ৪ মিনিট ৪০ সেকেন্ডের এই এপিক ট্রেলার খানা দেখতেঃ
https://www.youtube.com/watch?v=iHVQ_GU-z-0&feature=share