![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়া লেখা তিতুমীর কলেজে। আপাতত আছি একটা এনজিওতে। যেতে চাই আরো উপরে।
সনি এক্সপেরিয়া সেট গুলা অরিজিনাল্লী কোন দেশের তৈরি।
কেউ কি জানাবেন দয়া করে ?
কিনতে গিয়ে দেখলাম সেটের গায়ে বক্সের গায়ে সারা গায়ে লেখা- মেইড ইন চায়না !
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৯
তাসলিমা সুলতানা (ত্রিপলী) বলেছেন: তাহলে দামের দিক খেয়াল করে এক্সপেরিয়া টিক্স বা এল কোনটি ভালো হয় ? না কি স্যামসাং গ্র্যান্ড ডুয়োস ??
২| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৬
অনেকের মধ্যে একজন বলেছেন: ব্রান্ড জাপানের। জাপান নিজে তৈরি করলে দাম অনেক বেশী থাকতো
১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১১
তাসলিমা সুলতানা (ত্রিপলী) বলেছেন: দামের দিক খেয়াল করে এক্সপেরিয়া টিক্স বা এল না কি স্যামসাং গ্র্যান্ড ডুয়োস নে'য়া যায় ??
সিম্ফোনী পি৮ টা কেমন দামের তুলনায় ?
৩| ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৪
ভোরের সূর্য বলেছেন: আর যাই কেনেন না কেন দয়া করে ওয়ালটন, সিম্ফোনী এসব চাইনিজ ব্রান্ড কিনবেন না।এসবের সাথে নোকিয়া, সনি বা স্যামসাং এর কোন তুলনায় চলেনা।
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৬
তাসলিমা সুলতানা (ত্রিপলী) বলেছেন: তা ঠিক।
৪| ১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
অনেকের মধ্যে একজন বলেছেন: @ভোরের সূর্য ভাই আমি সিম্পনি W৭১ ব্যবহার করছি। যার দাম ৭ হাজার ৮০০ টাকা এটার প্রসেসর ১.২ গিগা হার ডুয়েল কোর, র্যাম ৫১২ মমেগাবাইট। আর আমার বোন ইউজ করে সনি এক্সপেরিয়া এল যার দাম ২১ হাজার মত এটার প্রসেসর ডুয়েল কোর র্য ১জিবি। আমার ফোনে অনেক এইচডি গেম যেগুলা কোন লেগিং ছাড়াই চলে সেগুলার অনেক গেম তার ফোনে ল্যাগ হয়। ফিফা ২০১০, রিক্লেস রেসিং এসব গেইমে তার ফোনে কালার ফেটে যায়। অথচ আমার ফোনে চলে। আমার দেশী ব্রান্ড বলেই অবহেলা করা ঠিক না। দেশের উপকার না করতে পারলেও দয়া করে ক্ষতি করবেন না। ওয়াল্টন এর ফোন অনেক ভাল মানের। দাম অনুযায়ী আর কত ভাল চান?
১০ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
তাসলিমা সুলতানা (ত্রিপলী) বলেছেন: জ্বী। দামের দিক থেকেই আমার প্রথম চিন্তা। কারণ সিম্ফোনী পি৮ এর যা মূল্য তাতে তার কনফিগ দ্বিগুণ কিন্তু তার অর্ধেক কনফিগের গ্র্যান্ড ডুয়োস বা অন্যান্য অনেক ফোনের দাম প্রায় দ্বিগুন সো তাদেরকে তো দ্বিগুন পারফর্মেন্সই দিতে হবে। আমার হিসাব টা এমন।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
ভোরের সূর্য বলেছেন: এতে আশ্চর্য হবার কিছু নাই কারন শুধু সনিই না নোকিয়া, অ্যাপল,স্যামসাং চায়নাতে তৈরি হয়। তবে কোয়ালিটি ভাল তথাকথিত চাইনিজ সেটের মত না।