নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আমরা প্রিয় বাংলাদেশকে কতটুকু ভালোবাসি তার প্রমাণ করার জন্য ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আমাদের সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি বীরের মতো লড়াই করার উদাহরণ যথেষ্ট। কেউ তার প্রিয় দেশকে ইচ্ছা করে উগান্ডা বলেনা।আমরা যখন দেখে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে ১২ বছর লোকে ভোট দিতে পারেনা আর তার প্রতিবাদ করতে গেলে ৫৭ ধারার কালো আইনেআমাকে সেকল পড়ানো হচ্ছে তখন আমি বলতে বাধ্য যে," উগান্ডায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০৩টি আসনের ২১৩টি ভোট কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। প্রায় ৬ হাজার কেন্দ্রে ৯৯ ভাগ ভোট পড়েছে।এই নির্বাচনে কেন্দ্র ভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় ১ হাজার ২০৫টি কেন্দ্রে ভোট পড়েছে ৬ হাজার ৪৮৪টি কেন্দ্রে। আর ৮০ থেকে ৮৯ শতাংশ ভোট পড়েছে এমন কেন্দ্রের সংখ্যা ১৫ হাজার ৭১৯টি। এ রকম ভৌতিক ভোট বিশ্বের আর কোনও দেশে হয়নি,একমাত্র উগান্ডায় হয়েছে। আমি উগান্ডা বলতে বাধ্য আমার হাত পা সেকল বন্ধী। দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব না এমন সত্য কথা বলার অভিযোগ তুলার সাথে সাথে লাগিয়ে দেয়া হয় যুদ্ধ অপরাধীর তকমা। আমি উগান্ডা বলতে বাধ্য আমার হাত পা সেকল বন্ধী।
যখন আমি পত্র পত্রিকায় পড়ি দুর্নীতি গ্রস্ত দেশ গুলোর তালিকায় এবারো বাংলাদেশের অবস্থান ১৩ তম, আউট অফ ১০০ বাংলাদেশের স্কোর মাত্র ২৬ , এবং ৪ বছর ধরেই এই একই স্কোর তখন আমি স্বাধীন দেশে বাস করলেও তা নিয়ে কথা বলতে পারবোনা। আমাকে বলতে হবে এটা এদেশের স্কোর নয় , এটা উগান্ডার কারণ সেই কণ্ঠরোধের বিতর্কিত আইন। আমি উগান্ডা বলতে বাধ্য আমার হাত পা সেকল বন্ধী।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন নতুন যে রেগুলেশনের (বিধিমালা) খসড়া তৈরি করেছে সেখানে যখন দেখি
আজ আমার মন খারাপ— আজ আমার মন খারাপ— স্ট্যাটাস দিলেও শাস্তি হতে পারে
আমি বলতে বাধ্য উগান্ডায় নির্বাচনের আগে কর্তৃত্ববাদী সরকার আরও বেশি কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য মৌলিক অধিকারের পরিপন্থী এ ধরনের আইন ও বিধিমালা করে।তখনও আমি উগান্ডা বলতে বাধ্য আমার হাত পা সেকল বন্ধী।
যিনি উগান্ডা ইস্যু নিয়ে লিখেছেন তিনি আসলে একজন দলীয় লোক। ব্লগার নন। একজন ব্লগার অবশ্যই হক কথা বলেন। প্রশংসার পাশাপাশি সমালোচনাও করেন। ভালো কে ভালো খারাপ কে খারাপ বলেন। আমি গত ৯ বছর তার মধ্যে এসব গুণ দেখিনি। তার পোস্টে মন্তব্যটি করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে গরু ছাগলের আগমন ঘটায় পোস্ট আকারে দিলাম।
সককার যে সব উন্নয়ণ ও ভালো কাজ করছে সবুগুলোর জন্য ধন্যবাদ জানাই। দেশে অনেক উন্নতি হয়েছে। যেগুলো এখনো সমস্যা সেগুলো পোস্টে তুলে ধরেছি। পোস্টে আলোচনা উন্মুক্ত কিন্তু অপ্রাসঙ্গিক ট্যাগিং ব্যাক্তি আক্রমণ করা মন্তব্য মুছে দেয়া হবে।
১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৫৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সেইডাত ভাবিনাই। চিন্তার বিষয়।
২| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৩৯
আলমগীর সরকার লিটন বলেছেন: দেশে দেশের জায়গায় আছে কিন্তু মানুষগুলোর চরিত্র ঠিক নাই
চরিত্রের দোষে দেশে কে উগান্ডা বলা ঠিক হবে না উগান্ডা হলো
কিছু চরিত্রের আচার আচারণ-----------------
১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৫৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: দাদা দেশ বা দেশের মানুষ নিয়ে আমি লেখি নি, আমি লিখেছি , আমি কেন উগান্ডা বলতে বাধ্য সে বিষয়ে।
৩| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৪০
বিটপি বলেছেন: একমাত্র মারখোর শ্রেণীর ছাগল প্রজাতিই বাংলাদেশকে উগান্ডা বললে মাইন্ড খায়।
১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৫৮
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইন্টারনেটে ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপরাধের দমন, প্রতিরোধ ও বিচারের জন্য ২০০৬ সালের আইসিটি আইন ২০১৩ সালে সংশোধন করে ৫৭ ধারা যুক্ত করা হয়। আর সার্বিকভাবে ডিজিটাল অপরাধগুলোর প্রতিকার, প্রতিরোধ, দমন ও বিচারের জন্য সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের কাজ চলছে।
এ জন্য উগান্ডা বলছে দেশের কিছু ব্লগার অনলাইন এক্টিভিস্টস। এটা কখন বুঝবে এরা ?
৪| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৪৫
জ্যাকেল বলেছেন: উগান্ডা বলা সাপোর্ট করা যায় কারণ উগান্ডা দিনে দিনে পিছু পথে চলতেছে আর আমরাও তাদের মত করে পিছনে যাইতেছি।
১৪ ই মে, ২০২২ বিকাল ৫:০০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: উগান্ডা মাইন্ড খায় কিনা চিন্তায় আছি।
৫| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৫৭
সোনাগাজী বলেছেন:
আপনার আকার, প্রকার কি গড় উগান্ডাবাসীর মতোই?
১৪ ই মে, ২০২২ বিকাল ৫:০০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: পনি ব্লগার নাকি দলীয় ?
৬| ১৪ ই মে, ২০২২ বিকাল ৫:০২
প্রতিদিন বাংলা বলেছেন: ভালো বিষয়
১৪ ই মে, ২০২২ বিকাল ৫:০৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ।
৭| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৬
খাঁজা বাবা বলেছেন: উগান্ডা অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক এগিয়। উগান্ডার সাথে তুলনা দেয়া মানে উগান্ডাকে অসম্মান করা।
১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৪
ভার্চুয়াল তাসনিম বলেছেন: কিছু কইলেই রাজাকার ট্যাগ দিয়ে কবিতা টবিতা লিখে ফেলতেসে ব্লগে। ভয়ে আছি
৮| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০১
ভুয়া মফিজ বলেছেন: আদা'দের গাত্রদাহের কারন বুঝতে পারছি, কিন্তু আপনি তাদের মেকানাইজড কমন ডায়লগে এতো প্রতিক্রিয়া দেখাচ্ছেন কেন? উহাদের অন্তরে সীলমোহর মারা আছে দলীয় অন্ধ আনুগত্যের। উহাদের চোখ প্রি-ডিটারমিন্ড জিনিস ছাড়া কিছুই দেখতে পায় না। আপনি লক্ষ-কোটি তথ্য-উপাত্ত দিয়েও ইহাদের মনোভাবের তিলমাত্র পরিবর্তন করতে পারবেন না।
১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৮
ভার্চুয়াল তাসনিম বলেছেন: তার পোস্টে একটা মন্তব্য করতে গেছিলাম। একজন সেখানে মন্তব্য করছে এই ব্লগে দুইজন ছাড়া আর কোন ব্লগার বা লেখক নেই। আর মন্তব্য করার রুচি আসে নাই।
তাই পোষ্ট আকারে দিলাম।
ভাদ/আদারা কোনদিনও তথ্য উপাত্তের পাত্তা দেয়নি, নিজের মনগড়া পোষ্ট লিখে।
৯| ১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:২৭
জুল ভার্ন বলেছেন: বাস্তবতা হচ্ছে - উগান্ডা বলে উগান্ডাকেই অপমান করা হয়।
১৪ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: উগান্ডায় নিরপেক্ষ নির্বাচন হয়। আইনের সঠিক প্রয়োগ হয়। সুশাসন এখনো কার্যকর।
১০| ১৪ ই মে, ২০২২ রাত ১০:২০
হাসান কালবৈশাখী বলেছেন:
তাহলে জাতীয়তা হিসেবে এখন থেকে কি লিখবেন?
উগান্ডিয়ান, নাকি উগান্ডিশ?
১৪ ই মে, ২০২২ রাত ১০:৪৬
ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনার প্রতিটি মন্তব্য এতো ইউনিক এত এক্সক্লুসিভ এতো ব্রিলিয়ান্ট যে কাচের ফ্রেম বন্দী করে রাখতে ইচ্ছা করে। এটাও। সত্যি ভাই আপনি জিনিস। আপনার নিক নাম পরিবর্তন করে হাসান বাংলাদেশ আওয়ামী লীগ করে দিন। সিরিয়াসলি দারুণ হবে। পোস্টের মূল বিষয় সম্পর্কে আপনার ইউনিক মন্তব্য ভিষণ মিস করছি।
প্লিজ যদি একটা মন্তব্য করে ব্লগে বিনোদনের সুযোগ করে দিতেন চিরকৃতজ্ঞ থাকতাম।
১১| ১৪ ই মে, ২০২২ রাত ১১:০০
রাজীব নুর বলেছেন: উগান্ডা দেশটা সম্পর্কে কিছুই জানি না।
১৪ ই মে, ২০২২ রাত ১১:১৫
ভার্চুয়াল তাসনিম বলেছেন: জানা একদম সহজ। গুগলে খুঁজে দেখুন। ১০ মিনিটের মধ্যে একটা ধারণা পাবেন।
১২| ১৫ ই মে, ২০২২ রাত ১:৪৪
গরল বলেছেন: দেশবাসির চরিত্র যেহেতু উগান্ডাবাসিদের মত, দেশ তো উগান্ডার মতই হবে, এটাই স্বাভাবিক।
১৫ ই মে, ২০২২ সকাল ১১:১৭
ভার্চুয়াল তাসনিম বলেছেন: উগান্ডা এবং উগান্ডার মানুষ বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের চেয়ে বহুগুণ ভালো।
১৩| ১৫ ই মে, ২০২২ দুপুর ১২:২৮
ঢাবিয়ান বলেছেন: উগান্ডা বলবো না তো কি বলবো ?
কইবেন দেশ সিঙ্গাপুর , কানাডা হয়ে গেছে । না হইলে পাকিস্তান বাদ দিয়া উগানাডা পাঠিয়ে দেবে তেনারা
১৫ ই মে, ২০২২ দুপুর ১:৪০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: সত্য কথা কইতে নেই। এতে করে বিল্লি বেজার হয়।
১৪| ১৫ ই মে, ২০২২ দুপুর ১২:৪৭
রূপক বিধৌত সাধু বলেছেন: দেশের কোন প্রাণ নেই; এটা হচ্ছে একটা ভূখন্ড। অন্যায় করলে জনগণ করে, নেতাকর্মীরা করে।
১৫ ই মে, ২০২২ দুপুর ১:৪৮
ভার্চুয়াল তাসনিম বলেছেন: দেশ রাতের ভোটে একতরফা কথিত নির্বাচিত নেতারা চালায় সাধু ভাই। দেশ একটি প্রাণহীন অস্তিত্ব। দেশকে ভালো বাসেনা এমন লোকের সংখ্যা ৫ ভাগ এর কম। একটা দেশ উন্নত নাকি স্বল্প উন্নত না অনুন্নত না দরিদ্র তা সে দেশটির অবকাঠামোর উপর নির্ভরশীল। উগান্ডা রুপক অর্থে ব্যবহৃত হচ্ছে বাধ্য হয়ে, আসল নাম কওনের উপায় নেই। কইলেই ৫৭ ধারা।
'আমি উগান্ডা কইতে বাধ্য, আমার হাত পা সেকল বন্দী '
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২২ বিকাল ৪:৩৩
মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশকে উগাণ্ডা বলাতে উগাণ্ডা যদি মাইন্ড করে তখন কি হবে?