নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

আজ মেয়েটি ছাত্রদল করে বলে..... (সাময়িক)

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:২৩




ছাত্রদলের মার খাওয়া মেয়েটার পক্ষে কথা বলার মত বাংলাদেশে কেউ নেই। নারীবাদীরা চুপ করে আছে। এনটি গভর্মেন্টের কেহ এটা করলে ছোট খাট একটা ভূমিকম্প অনুভব হতো। কিসের মানবতাপন্থী? কিসের ধর্ম নিরেপেক্ষতা?কিসের নারীবাদী? কিসের মুক্তমনা? সবাই দলীয়।ছাত্রদল করে তাই নারীটিকে মেরে ভর্তা বানানো হলো।

চুপ চুপ কোন কথা নয়। ছাত্রদলের মেয়ে। মার খেয়েছে বেশ হয়েছে। মুশফিক লিটনের ভালো বেটিং এর তলে এমনি চাপা পড়ে যাবে ঘটনা।

মন্তব্য ৪৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আরো কতোকি দেখার বাকি।

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কী জানি?

২| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:০৫

সোনাগাজী বলেছেন:



ছাত্রছাত্রীদের দল যদি কোন রাজনৈতিক দলর হয়ে কাজ করে, এবং মার খায়, সেটা তার পাওনা আছে। এই ধরণর কত ছাত্র মারা গেলো, কত ছাত্র দেশের মানুষের ক্ষতি করলো, সম্পদ ডাকাতী করলো! এদের জন্য কোন সহানুভুতি থাকা খারাপ লক্ষণ।

২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি পৃথক একটি বিষয়বস্তু কেন্দ্রিক পোষ্টাইছি।

৩| ২৪ শে মে, ২০২২ সন্ধ্যা ৭:১৭

জুন বলেছেন: ছা--দ করে এর চেয়ে বড় অপরাধ আর কি থাকতে পারে বলেন ভার্চ্যুয়াল !

@ সোনাগাজী এইসব দলবাজী না করলে ঐসব শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পড়তে পারবে না, হলে থাকতে পারবে না, পথে ঘাটে মার খেতে হবে। দরকার পরলে ওদের দেশে গিয়ে পিটিয়ে আসবে ছাত্র রাজনৈতিক দলবল ।
এইসব লিখতে চাই না শেষে আমাকে আইসা পিটাবে :(

২৫ শে মে, ২০২২ রাত ১:৪১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বামপাম হলে এতক্ষণে ভূমিকম্পে মিডিয়া থরথর করে কাঁপতো।গাজী মুল বিষয়াদি নিয়ে কহে না কভু। সবসময় অন্য প্রসঙ্গ টেনে আনে।

৪| ২৪ শে মে, ২০২২ রাত ৮:৩০

নতুন বলেছেন: মানবতা বোধ নাই বলেইতো রাজনিতিক দলের সমর্থন করে সবাই। ছাত্রদের দলের লাইঠাল বাহিনি বানিয়েছে রাজনিতির নামে।

এরা কিভাবে মানুষের জন্য ভালো কিছু করবে?

ছাত্ররাজনিতি বন্ধ করা দরকার নতুবা এমন ঘটনা ঘটতেই থাকবে।

২৪ শে মে, ২০২২ রাত ৮:৪৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বন্ধ ঠিক নয়। ছাত্র রাজনীতি কে সুশৃঙ্খল করা লাগবে।

৫| ২৪ শে মে, ২০২২ রাত ৮:৪৮

সোনাগাজী বলেছেন:




আপনি বলেছেন, "গাজী মুল বিষয়াদি নিয়ে কহে না কভু। সবসময় অন্য প্রসঙ্গ টেনে আনে। "

-মুল প্রসংগ আপনাদের জন্য রাখছি। মুল প্রসংগ হলো, ছাত্রছাত্রী মানে পড়ুয়া ছেলেমেয়ে, লাঠিয়াল বাহিনী ছাত্রছাত্রী নয়।

২৪ শে মে, ২০২২ রাত ৯:২১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ছাত্রছাত্রীরা লাঠি তুলে নিয়েছে তাই আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। ছাত্রগন দেশে ভবিষ্যৎ। মেধার রাজনীতি না করে নেতার কথায় লাঠি হাতে নিবে ক্যান। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কিভাবে প্রবেশাধিকার পায়? ৫০ বছর বয়সীরা কিভাবে ছাত্র নেতা হয়? সমস্যা গোঁড়ায়।

৬| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৩৩

গরল বলেছেন: মার খেয়েছে কি ছাত্রদল করার কারণে না অন্য কোন কারণে, রাজনৈতিক বিষয় হলে কেউ এগিয়ে আসবে না এটাই স্বাভাবিক।

২৫ শে মে, ২০২২ রাত ১:৪৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: যদি আপনি ৯১ সালে ফিরে যান তবে আপনার মনে পড়বে তখনের ছাত্ররাজনীতি আর ২০০৭ সালের রাজনীতির মধ্যে ফারাক প্রচুর। আপনি নিশ্চয় আমার সাথে একমত হবেন কেম্পাস গুলো বহুদিন থেকে ছাত্রদলমুক্ত। বিগত এক যুগের পত্রিকা রিভিউ দিলে দেখবেন প্রতিটি হামলা ছিল প্রতিহিংসার ফলাফল। কোন লীগের বা বামপন্থী মেয়েকে এভাবে মারলে এতক্ষণে ভূমিকম্প আরম্ভ হইত। বিএনপি করে বলে নারীবাদী ও বামগন নীরব ভূমিকা পালন করছে।

৭| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৪৩

নতুন বলেছেন: লেখক বলেছেন: বন্ধ ঠিক নয়। ছাত্র রাজনীতি কে সুশৃঙ্খল করা লাগবে।

আপনার কি মনে হয় রাজনিতিক দল গুলি তাদের লাঠিয়াল বাহিনি না বানিয়ে ছাত্রদের শিক্ষা,জাতী,দেশের উন্নয়েনর জন্য রাজনিতি করতে দেবে?

২৪ শে মে, ২০২২ রাত ১০:০৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: না মনে হয়না প্রিয় নতুন। ব্লগে নতুন করে স্বাগত। বহু আগে বহুত বাত চিৎ হয়েছিল বহু বিষয়ে।

৮| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৪৫

হাসান কালবৈশাখী বলেছেন:
বহু বছর যাবৎ বিশ্ববিদ্যালয়গুলো শান্ত ছিল।
সেশনজটের অভিশাপ থেকে মুক্ত হয়েছিল। প্রশ্ন ফাঁসের চক্র সবগুলোকে জেলের ভিতর ঢুকানো হয়েছিলো। শিক্ষক ও রেহাই পায়নি।
এর আগে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার চেষ্টা হয়েছে। পর্দার নামে আইডি কার্ড থেকে ছবি বাদ দেওয়ার দাবি, বিশ্ববিদ্যালয়ের বিনোদনের স্থানে নামাজ পড়ার রুমের দাবি ইত্যাদি বিভিন্ন ভাবে বিশ্ববিদ্যালয়কে অশান্ত করার চেষ্টা করা হয়েছে। এখন সরাসরি মাঠে নামল।

গ্যাঞ্জাম লাগার আগেই ক্যামেরাম্যানরা লর্ড বহর নিয়ে হাজির। আগেই খবর দিয়ে আনা হয়েছিল বোঝা যাচ্ছে। পূর্ব পরিকল্পিত।

২৪ শে মে, ২০২২ রাত ১০:০৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হে আল্লাহ,
তুমি হাসান কালবৈশাখীকে জ্ঞান দান কর,

৯| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৪৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: ছাত্রছাত্রীরা লাঠি তুলে নিয়েছে তাই আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। ছাত্রগন দেশে ভবিষ্যৎ। মেধার রাজনীতি না করে নেতার কথায় লাঠি হাতে নিবে ক্যান। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কিভাবে প্রবেশাধিকার পায়? ৫০ বছর বয়সীরা কিভাবে ছাত্র নেতা হয়? সমস্যা গোঁড়ায়।

দেশপ্রেমিক মানুষ মাত্রই দেশ,জাতির জন্য রুখে দাড়াবে, তার জন্য বর্তমানের লাঠিয়াল বাহিনি, হ্যালমেট বাহিনি বানাতে হবে না।

আপনার কি মনে হয় বর্তমানে দেশের জন্য দরকার হলে আয়ামীলীগ, বিএনপি, জামাতের ছাত্রনেতারা কাজ করবে?

সাধারন ছাত্ররা এগিয়ে আসবে তখন।

২৪ শে মে, ২০২২ রাত ১০:৩৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জবাবটি পরে দিচ্ছি।

১০| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৪৮

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজনৈতিক মিছিলে কে নারী কে পুরুষ সেটা বিবেচনা করা হয় না। বিএনপির পাপিয়া কি মার খায় নি? আওয়ামীলীগের বহু হেভিওয়েট নেত্রীর রক্ত ঝরেছে পথে।

২৪ শে মে, ২০২২ রাত ১০:৩৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: পার্থক্যটি আসলে বিএনপি মার খেলে বাম নারীবাদী মুক্তমনা গন জাত যাওয়ার মায়া কান্না করেনা যা পোষ্টখানার উপপাদ্য বিষয়বস্তু।

১১| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৪৯

নতুন বলেছেন: হাসান কালবৈশাখী বলেছেন:

B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

হাসান ভাই ঠিকই বলেছেন মাইয়া মানুষ ঘরের বাইরে আইছে কেন? আরো মাইর দেওয়া দরকার ছিলো।
ছাত্রলীগ সময় মতন না আসলে কত বড় সর্বনাশ হইয়া যাইতো সেটা জাতি ভবির্ষতে বুঝতে পারবে।

২৪ শে মে, ২০২২ রাত ১০:৩৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হ্র আল্লাহ,
আপনি হাসান কালবৈশাখীকে জ্ঞান দান করুন।

১২| ২৪ শে মে, ২০২২ রাত ৯:৫০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: রাজনীতি করলে নারী-পুরুষ নির্বিশেষে মার খেতে হয়। আগেও বহু নেত্রী পথে মার খেয়েছে। অন্য বিষয়ের সাথে রাজনৈতিক বিষয় মেলানো উচিত না।

২৪ শে মে, ২০২২ রাত ১০:৩৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ১০ নং মন্তব্যের জবাব খানা পড়ুন।

১৩| ২৪ শে মে, ২০২২ রাত ১০:২৭

জুল ভার্ন বলেছেন: ছাত্রলীগ একটি রাস্ট্রীয় সন্ত্রাসী সংগঠন।

২৪ শে মে, ২০২২ রাত ১০:৪০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ছাত্ররাজনীতি আর সন্ত্রাস পৃথক বিষয়।

১৪| ২৪ শে মে, ২০২২ রাত ১০:৫৩

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: ছাত্রছাত্রীরা লাঠি তুলে নিয়েছে তাই আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি। ছাত্রগন দেশে ভবিষ্যৎ। মেধার রাজনীতি না করে নেতার কথায় লাঠি হাতে নিবে ক্যান। শিক্ষাঙ্গনে সন্ত্রাসী কিভাবে প্রবেশাধিকার পায়? ৫০ বছর বয়সীরা কিভাবে ছাত্র নেতা হয়? সমস্যা গোঁড়ায়।

-পাকিস্তানীরা (১৯৪৭ সালে) কি বাংগালীদের বাংলায় কথা বলতে মানা করেছিলো? যা বুঝেন না, সেটা নিয়ে গলা ফা টাইয়েন না।

২৫ শে মে, ২০২২ রাত ১:৪৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সবজান্তা শমসের ভাই,
৫২ এর ভাষা আন্দোলন কি দলীয় ছিল নাকি রাষ্ট্রীয় ছিল? সালাম রফিক জব্বার এরা কারা?

১৫| ২৪ শে মে, ২০২২ রাত ১১:০৩

সোনাগাজী বলেছেন:


লেখক বলেছেন: সবজান্তা শামসের ভাই,
৫২ এর ভাষা আন্দোলন কি দলীয় ছিল নাকি রাস্ট্রিয় ছিল? সালাম রফিক জব্বার এরা কারা?

-সালাম, রফিক, জাব্বার, প্রমুখ ছিলেন পথচারী। যারা পুলিশের সাথে মারামারি করেছিলেন, তাণনরা কেহ আহতও হননি।

২৪ শে মে, ২০২২ রাত ১১:২৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা নেই?

১৬| ২৪ শে মে, ২০২২ রাত ১১:২৮

জ্যাকেল বলেছেন: আমার মতে ছাত্রদের পড়াশুনার পরিবেশ ফিরিয়ে দিয়ে তাদের দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অভ্যন্তরীন ফোরাম/ডিবেট এইগুলা থাকবে যাতে তারা নিজেদের পরবর্তী রাজনীতির মাঠের জন্য প্রস্তুত করতে পারে।

২৫ শে মে, ২০২২ রাত ১:১১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মেধাবীরা রাজনীতিতে না আসলে দেশ যতটুকু আছে ততটুকুও রসাতলে যাবে।

১৭| ২৪ শে মে, ২০২২ রাত ১১:৪৮

জ্যাকেল বলেছেন: আমি দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করে প্রতিষ্টানের অভ্যন্তরীন ছাত্র সংসদ ব্যবস্থা নিয়ে কমেন্ট রেখেছিলাম। ডিলিট হয়ে গেল নাকি পোস্টই হয় নাই?

২৫ শে মে, ২০২২ রাত ১:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কমেন্ট মডারেশনে ছিল। বাজেরা বাজে মন্তব্য করে। আমি এগুলো নিতে পারিনা।

১৮| ২৫ শে মে, ২০২২ রাত ১:০০

রাজীব নুর বলেছেন: সোনাগাজী বলেছেন: -সালাম, রফিক, জাব্বার, প্রমুখ ছিলেন পথচারী। যারা পুলিশের সাথে মারামারি করেছিলেন, তাণনরা কেহ আহতও হননি।

সহমত।
জাব্বার এসেছিলেন গ্রাম থেকে তার শ্বাশুড়ির চিকিৎসা করাতে ঢাকা মেডিকেলে। গণ্ডগোল দেখে বড় রাস্তায় এসেছিলেন। তখন পুলিশের গুলিতে মারা যান।

২৫ শে মে, ২০২২ রাত ১:১৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভাষা আন্দোলনে ছাত্রদের ভূমিকা নেই বলতে চাচ্ছেন ?

১৯| ২৫ শে মে, ২০২২ রাত ১:০১

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্টে মন্তব্য করতে পারছি না কেন?

২৫ শে মে, ২০২২ রাত ১:১৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: পারছেন। কমেন্ট মডারেশনে ছিল। বাজে মন্তব্য নিতে পারিনা।

২০| ২৫ শে মে, ২০২২ সকাল ৮:৪৫

বিটপি বলেছেন: ছেলেদের কাজ মেয়েরা করতে গেলে তার পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে - মাইর দেয়ার সময়ে ছেলে না মেয়ে, সেটা দেখা হবেনা। মেয়েগুলি সাহস দেখাবে আবার মাইর খেলে নাকি কান্না করবে - দুনিয়া এত ব্যাক ডেটেড নয়।

ছাত্রলীগ হলে মেয়েদের হলে গিয়ে মেয়েদের পিটাত, তাহলে অবশ্যই নিন্দা ও প্রতিবাদ করতাম।

২৫ শে মে, ২০২২ দুপুর ১:০৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন ঠিক বোধগম্য হলোনা।

২১| ২৫ শে মে, ২০২২ সকাল ৮:৫০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হাতুরি ও হেলমেট বাহিনী নেই এখন দেখছি রড় বাহিনী। হয়তো এই রড বাহিনীও একদিন এমন অবস্থায় উপনীত হবে।

২৫ শে মে, ২০২২ দুপুর ১:১০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আজ নারী বাদীপক্ষ কোথায়?

২২| ২৫ শে মে, ২০২২ সকাল ৮:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ব্লগে এটা গোয়েবলস ছাগল আছে ওটার কথা শুনলে যে কেউ সত্য কি জিনিষ সেটা ভুলে যাবে।

২৫ শে মে, ২০২২ দুপুর ১:১১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সবাই ভাই ব্রেদার। কাউকে ছোট করে কথা বলা ঠিক নয়।

২৩| ২৫ শে মে, ২০২২ সকাল ১০:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন: প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক।

২৫ শে মে, ২০২২ দুপুর ১:১৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.