নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যারইনের মে -২০২২ এ আমার ভালো লাগার ৩০ দিনে ৩০ জন ব্লগারের পোস্ট।

৩১ শে মে, ২০২২ রাত ৯:১৫

মে মাস আলোচিত মাস গুলোর মধ্যে ১ টি। মাসটির শুরুর দিকে ছিল পবিত্র রমজান মাস কে বিদায় দেয়ার হৃদয় কান্নার সাথে ঈদ আনন্দ উদযাপন করার ধুমা-ধুম আয়োজন। কেনই বা থাকবে। ২ বছর আমরা ঈদ করতে পারিনি। মন খুলে ভালোবাসা বিনিময় করতে পারিনি। তাই এবারের ঈদ ছিল আমাদের কাছে খুবই বিশেষ। চাঁদ দেখা নিয়ে প্রতি বছরের ন্যায় এবারো সৃষ্টি হয় হাস্যরস। সামুতেও ব্লগার শায়মার রমজান ও ইফতার এবং ইফতার ২০২২ দিয়ে শুরু হয় ঈদের আমেজ। পুরা মে মাস জুড়ে ছিল সামুতে অনেক অনেক সুন্দর পোস্ট। তবে পুরা মাস ধরে কপি-পেস্ট নিয়ে ও ব্যক্তি আক্রমণ নিয়ে দুইটি পক্ষের মধ্যে ক্যাচাল বাধতে দেখা যায়। কপি পেস্ট নিয়ে শুরু হওয়া ক্যাচালের জের ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি পোস্ট আর মন্তব্য ব্লগকে জমজমাট রাখলেও সাধারণ ব্লগারদের বিরক্ত। দেখা গেছে একদলের বক্তব্য ব্লগে কপি পেস্ট হচ্ছে অপর দল বলছে ব্লগে হাজার হাজার ব্লগার কপি-পেস্ট করেছে শুধু একজনকে কেন ব্যক্তি আক্রমণ করা হবে? অন্যদল বলছে এটা কপি পেস্ট বন্ধ করার একটা প্রয়াস। কাউকে টার্গেট করা হয়নি। মোটামুটি এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা লেগেই আছে। এর সমাধান কখন হবে আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় ভুগছে সাধারণ ব্লগাররা। উনারা ১ পক্ষে গেলে অন্য পক্ষ ভুল বুঝেন। ব্লগ সঞ্চালকেরও একই পরিণতি। তার মন্তব্য একপক্ষে গেলে আরেক পক্ষ কথা শোনায়। কপি পেস্ট বন্ধের জন্য ব্লগার অপু তানভীরের ৬ জন কপি-পেস্ট করা ব্লগারকে নিয়ে তালিকা করা পোস্টটি স্টিকি করে ব্লগ কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন ব্লগে কপি পেস্ট নেই এখন ব্যক্তি আক্রমণের যে অভিযোগ উঠছে বারবার তার সমাধান করুন।এই কাদা ছোড়াছুড়ির জন্য সাধারণ ব্লগারদের লিখতে অসুবিধা হচ্ছে।এক পক্ষে গেলে অপর পক্ষের চক্ষুশূল হচ্ছি।পেস্ট কিংবা ব্যক্তি আক্রমণ গালাগালি দুইটাই অন্যায়। দুইটাই বন্ধ করুন।এই পোস্টটি লেখার আগ পর্যন্ত ব্লগে ৩ টি কপি পেস্ট ছিল। কিন্তু আমি এখানে নাম লিখে উনাদের অসম্মানিত করার পক্ষে নই। আশা করছি তারা পোস্ট গুলো এডিট করবেন না হলে ড্রাফট করবেন। ব্যক্তি আক্রমণ করে মন্তব্য করেছেন ৫ জন ব্লগারের। শুধু এই মাসেই। সেগুলো এখানে দেয়ার পক্ষে আমি নই। এখানে সবাই একটা পরিবার। কপি-পেস্ট করা যেমন ব্লগীয় নীতিমালাকে অসম্মান করা, ঠিক তেমনি সিন্ডিকেট বা ব্যক্তি আক্রমণও ব্লগ নীতিমালাকে অসম্মান করা। কপি পেস্টে অভিযুক্ত ব্লগার নুরু কে কমেন্ট ব্যান কমেন্ট ব্যান করতে দেখা গেলেও ব্যক্তি আক্রমণ কারীদের কেউ এখন পর্যন্ত ব্লগ নিতি মালায় আসেন নি। ব্লগার অপু তানভীর ধন্যবাদ পাওয়ার যোগ্য ব্লগ থেকে কপি পেস্ট একেবারে বন্ধ করে দেয়ার জন্য। ব্লগে অভিযোগ উঠেছে কোন দুষ্ট চক্র ২ জন নির্দিষ্ট ব্লগারকে টার্গেট করে পোস্ট রিফ্রেশ করে ১০ হাজারের বেশী হিট করেছে পোস্ট দেয়ার মাত্র ১ দিনের মধ্যে যা অসম্ভব,। এই অপরাধের সাথে যারা জড়িত তাদের তল্লাসি চলছে বলে জানিয়েছেন ব্লগ সঞ্চালক।
আসি আমার মতো অতি নিকৃষ্ট পাঠকের ৩০ দিনের কোন ৩০ টা পোস্ট ভালো লেগেছে সে কথায়।এখানে দিনপ্রতি ১ টি করে পোস্টের উল্লেখ রয়েছে
১)প্রত্যুষের নান্দনিক সৌন্দর্য - খায়রল আহসান
২) সামহোয়্যারইন (সামু) কেমন চাই এই প্রশ্নের যে উত্তরগুলি পেয়েছিলাম!! - বিজন রয়
৩) শীতের শেষ প্রহরের ফুল আর ঈদ বিকেলের কাক (ছবি ব্লগ) - জুন
৪) স্কুল জীবনটা আনন্দের ছিলো (২)) - চাদগাজী
৫)ফিল্ম রিভিউঃ দাছভি ছবি দেখলাম (অভিষেক বচ্চনের)) - জ্যাকেল
৬) ভালোবাসার অত্যাচার- মিরোরডডল
৭)আমার এ বছরের সামু ঈদসংখ্যা ২০২২ - শায়মা
৮) স্মৃতি থেকে যেসব আজো ভাবায় আমায়(৩)
- নুর আলম হিরণ
৯) কপি-পেষ্ট এবং রেফারেন্সিং অথবা সাইটেশানঃ আসেন, আলোচনা করি - ভুয়া মফিজ
১০)শ্রীলংকা ও আমাদের অবস্থান- সাহাদাত উদরাজী
১১) মানুষ খুজে ফিরছি - অর্ক
১২)ডাক্তারদের দোষ দিয়ে লাভ নাই, সব নষ্টের মূল হাসপাতালগুলো.............জুল ভার্ন
১৩) জীবন সুন্দর করা কুরআনের উপদেশ - তোফায়েল ইসলাম
১৪) অনুরোধ, এইসব বিভেদের পথ থেকে দয়া করে ফিরে আসুন!- নতুন নাকিব
১৫) বিদায় অ্যান্ড্রু সাইমন্ডস- অর্ক
১৬) বাংলাদেশ ভাবনাঃ সমস্যা এবং উত্তোরণের উপায় - ভুয়া মোফিজ
১৭)গল্পঃ মাত্রাহীন ভিনগ্রহী - খাঁজা বাবা
১৮) ভ্রমন পোষ্ট ৪: আমেরিকার আলাবামা থেকে পোর্টল্যান্ড রোড ট্রিপ- কাছের মানুষ
১৯)পাথরে ফুটে থাকা কবিতারা........ আহমেদ জী এস
২০) ১১৬ জন ধর্মব্যবসায়ীর তালিকা প্রকাশ !!- নূর মোহাম্মদ নূরু
২১)দ্রুত ছড়িয়ে পড়ছে বিরল রোগ মাঙ্কিপক্স- গরল
২২) গল্প: তাহমিনার চোখে জল - সাইয়িদ রফিকুল হক
২৩) আবার আল্পবাখ ৬ - রিম সাবরিনা জাহান সরকার
২৪) কাঠমোল্লাদের দৌরাত্ম্য - অনিকেত বৈরাগী তূর্য্য
২৫) স্মৃতিচারণঃ নজরুল - জাদিদ
২৬) সত্যিই কি দারিদ্র্য মানুষকে মহান করে তোলে? - রূপক বিধৌত সাধু
২৭) নিশিকন্যা - মেহেদী হাসান সৈকত
২৭) প্রয়োজনেই কি কেউ প্রিয়জন হয়? - কৃষ্ণপক্ষের বোষ্টমী
২৮) টেক্সাস স্যুটিং ও আমার ভাবনা- সোহানী
২৯)জীবনানন্দের বাংলা বেশিরভাগ ছেড়ে যেতে চায় কেন?- শূন্য সারমর্ম
৩০)দুই দৃষ্টিতে মৃত সাগর..........জুল ভার্ন
৩১) রাত ১২ টার পর এখানে যুক্ত করে দেয়া হবে।

ভালো ব্লগাররা যারা প্রতিদিন পোস্ট দিয়েছেন তাদের পোস্ট গুলো না দিয়ে নতুনদের পোস্ট যুক্ত করেছি। এতে উনারা খুশি হন ও উৎসাহ পাবেন হয়তো । কোন লিংক কাজ না করলে জানাবেন।

একজন সম্মানিত ব্লগারকে আমি চিনি। ব্লগার জুন । জুন মাসেই তাঁর জন্মদিন। জুন মাসের সাথে মিল রেখে নিকের নামকরণ হয়েছে জুন।পোস্টটি ব্লগার জুনকে উৎসর্গ করা হলো।



মন্তব্য ১৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০২২ রাত ৯:৩২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো চেষ্টা। জুন আপুকে জানাই জন্মিদিনের শুভেচ্ছা। তিনি আমার দেশি আপু :)

৩১ শে মে, ২০২২ রাত ১০:২৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ!
সর্বনাশ!
জুনের মাল্টি ট্যাগ খান নাই ?

২| ৩১ শে মে, ২০২২ রাত ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: যেহেতু আমিও বাদ যাইনি...... অর্থাৎ ব্লগে সক্রিয় সবার লেখাই আপনার ভালো লাগার তালিকায় আছে! =p~

৩১ শে মে, ২০২২ রাত ১০:২৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: নিরপেক্ষতা থাকতে হবে।

৩| ৩১ শে মে, ২০২২ রাত ৯:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার বিশ্লেষণ হয়েছে গোটা মাসের আলোচিত বিষয়ের।

৩১ শে মে, ২০২২ রাত ১০:২৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ জলদস্যু ।

৪| ৩১ শে মে, ২০২২ রাত ৯:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আচ্ছা, এই ধরনের পোস্টে কমেন্ট মডারেশনের দরকার আছে বলে মনে করি না। আমি কমেন্ট পোস্ট করার পর অন্যদিকে তাকিয়েছি, এর মধ্যে দেখি কমেন্ট নাই :( পরে আপনার অন্য একটা পোস্টের কথা মনে পড়লো। সেখানে দীর্ঘ একটা কমেন্ট করেছিলাম। সাবমিট হয়েছিল কিনা নিশ্চিত না, কিন্তু পরে লক্ষ করে দেখি পোস্টের নীচে কমেন্ট মডারেশনের কথা লিখেছেন।

নির্ভেজাল পোস্ট তো! আর যদি ক্যাচাল লাগেই, ওটা ডিফেন্ড করুন :)

৩১ শে মে, ২০২২ রাত ১০:০২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সোনাবীজ এখানে আমরা ভাই বোন। একটা পরিবার। কারে মেরে কারে বাঁচাবো। কি দরকার ক্যাচাল করার। তারচেয়ে মডারেশন থাক। কয়েকজন অবুঝ আছেন। তাদের সাথে তর্ক গেলে নিজের ইজ্জত যাবে। ব্লগে আগের সেই নিরাপত্তা নেই মনে হল। দুঃখিত অসুবিধার জন্য। আপনার মন্তব্যটি সে পোস্টে গ্রহণ করা হয়েছিল।

৫| ৩১ শে মে, ২০২২ রাত ৯:৫৯

শাহিন-৯৯ বলেছেন:

আপনার ধৈর্য শক্তির জন্য ধন্যবাদ।

এ ধরনের সংকলন ব্লগে অনেকে লিখতে উৎসাহ দেয় তাছাড়া এ ধরনের পোস্ট থেকে ভাল লেখাগুলোর উপর ফোকাস পড়ে যা ব্লগকে আরো গতিময় ও সমৃদ্ধ করবে।

আপনি এই সংকলন অব্যাহত রাখুন, চাইলে প্রতিটি লেখার বিপরীতে সংক্ষিপ্ত আপনার মতামত তুলে ধরতে পারেন এতে পোষ্টটি আরো সমৃদ্ধ হবে।

শুভকামনা নিরন্তর।

৩১ শে মে, ২০২২ রাত ১০:২৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য। ব্লগ ভালোবাসি মন থেকে :)

৬| ৩১ শে মে, ২০২২ রাত ১০:০১

শাহিন-৯৯ বলেছেন:

আমার কমেন্ট কোথায় গেল? মডারেশন হচ্ছে নাকি?

৩১ শে মে, ২০২২ রাত ১০:২৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আছে তো আপনার কমেন্ট।

৭| ৩১ শে মে, ২০২২ রাত ১০:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: গুড পোস্ট।++ উৎসর্গে ভালো লাগা রইলো।
শুভেচ্ছা আপনাকে।

৩১ শে মে, ২০২২ রাত ১০:২৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: পদাতিক চৌধুরি ভালো থাকা হোক নিরন্তর।

৮| ৩১ শে মে, ২০২২ রাত ১০:৩৩

কৃষ্ণপক্ষের বোষ্টমী বলেছেন: আপনার জন্য ভালোবাসা। আমার খুবই ছোট একটা লেখা আপনার লিস্টে জায়গা পেয়েছে। ভালো লেগেছে সত্যিই। তবে আমার ২৭ এ আমার নামটি নেই। হয়ত ২৭ নম্বরটি দুইবার এসেছে তাই। এজন্য ইট্টুখানি দুঃখ পেয়েছি।

৩১ শে মে, ২০২২ রাত ১০:৩৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অনিচ্ছাকৃত ভুলটির জন্য অত্যন্ত দুঃখিত কৃষ্ণপক্ষের বোষ্টমী । দেখুন ছোট লেখা বড় লেখা বলে কিছু নেই। লেখার মাণটিই আসল। আপনি আরো সুন্দর সুন্দর পোস্ট লিখুন। ভালো ভালো ভালো মন্তব্য করুন। আমি আপনার সব পোস্ট পড়বো ইনশা আল্লাহ। দুঃখ করার তো কিছু নেই। এডিট করার জন্য আমি আছি তো।

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.