নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

আমি গরীব আমার ১৩ টাকায় একটি ডিম ১৫ টাকায় একটি সাগর কলা কিনে খাওয়ার অবস্থা নেই।

১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:১২

প্রিয় রাষ্ট্র,
গতকাল মাত্র শোক দিবস চলে গিয়েছে। আপনি কি দেখেছেন? এই শোক দিবসে দেশের আপামর জনসাধারণ শোক পালন না করে ডিম নিয়ে মেতে ছিল। বুঝেছি মেনেছি আন্তর্জাতিক পরিমন্ডলে অস্থিতিশীল অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা । তাই বলে ধনী দেশগুলোর মত আমার দেশে পন্যের অন্যায্য মূল্যবৃদ্ধি একেবারে অযৌক্তিক। দেশের মহান পরিচারক দের একের পর এক মর্মান্তিক বক্তব্য আগে আমাদের বিনুদনের খোরাক জোগান দিলেও এখন কষ্টে চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে।

কেউ বলে হাটো,কেউ বলে কম খাও, কেউ বলে দেশের মানুষ স্বর্গে বসবাস করছে। সিন্ডিকেটের জাঁতাকল জিম্মি করে রেখেছে দেশের মানুষকে।

এখানে মানুষ এখন হাসেনা।ঘুম থেকে উঠে সকাল দেখার মানসিকতার মৃত্যু ঘটেছে সে কবে।অফিস ফেরার পথে ৫ টাকায় ৫ টা বেবি লজেন্স কিনে সন্তানের হাতে তুলে দেয়ার দিন অতীব সন্নিকটে। সামান্য মজুরি দিয়ে সন্তানের জন্য দুধ কেনা দরিদ্র পিতার জন্য খুবই কষ্টের।

প্রিয় দেশ,
দেশের এমন ক্লান্তি লগনে এক ভাই অপর ভাইকে কামড়াচ্ছে। ছিনয়ে নিচ্ছে অপর ভাই এর হাল চাষের ১ খন্ড মাত্র জমি। তোষামোদ কারীরা মন্ত্রী হয়। জনতা হয় পিষ্ট।

আমি গরীব দিন মজুর।
আমি কৃষক।
আমি অবসরপ্রাপ্ত।
আমিই রোদে পোঁড়া শ্রমিক।
আমিই ক্ষুধার্ত।
আমার নিঃশ্বাস বন্ধ।
আমি বাঁচতে চাই।


মন্তব্য ৫৩ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২২

রানার ব্লগ বলেছেন: আজ সকালে অফিসে ঢুকে নটিশ বোর্ডে দেখলাম অফিসে ছাটাই হবে !!!

১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এক ভয়াবহ সময় অতীব নিকটবর্তী।

২| ১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বেহেস্তে পণ্য কিনতে হবেনা শুধু মনে মনে চাইবেন আর সামনে চলে আসেবে।

১৬ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৪৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হাস্যকর বক্তব্যে এখন দুফোটা চোখের পানি বিসর্জন দেয়া বৈ কি বা করার আছে?

৩| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:০০

ককচক বলেছেন: জ্বালানি মূল্য বৃদ্ধি দেশের মেক্সিমাম মানুষের জীবনে দুর্ভোগ নিয়ে এসেছে।

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঠিক সহমত নই। দেশে বিশৃঙ্খল অর্থনৈতিক অবস্থা, আমলাতান্ত্রিক জটিলতা, দলীয় লোকেদের অত্যাধিক পরিমাণের বিষাক্ত হয়ে ওঠা সর্বোপরি অদক্ষ অর্থনৈতিক মন্ত্রণালয় দ্রব্যমূল্যের বাজার অস্থিতিশীল করেছে।

৪| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:২৭

ভুয়া মফিজ বলেছেন: অপেক্ষা করেন আরো। দেশের মানুষ পয়েন্ট অফ নো রিটার্নে পৌছানোর আগে পর্যন্ত সেইভাবে রিয়্যাক্ট করবে না। আপাততঃ এসব বলাবলি, দেখাদেখি আর দীর্ঘশ্বাস ত্যাগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

দেশের, জনগনের দেখাশোনা করা যাদের দায়িত্ব, তারা যতোদিন না.........দূর্ণীতি সহনীয় মাত্রায় আনবে, আর আত্মপ্রেমের জায়গায় দেশপ্রেম জাগাতে পারবে, ততোদিন এই দেশের মানুষকে ভুগতে হবে। এটাই নিয়তি।

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঠিক। আমার মনে হয়না আগামী ২০ বছর এদেশের মানুষ বিদ্রোহ করবে।


দেশের, জনগনের দেখাশোনা করা যাদের দায়িত্ব, তারা যতোদিন না.........দূর্ণীতি সহনীয় মাত্রায় আনবে, আর আত্মপ্রেমের জায়গায় দেশপ্রেম জাগাতে পারবে, ততোদিন এই দেশের মানুষকে ভুগতে হবে। এটাই নিয়তি।

৫| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৩০

ফুয়াদের বাপ বলেছেন: পত্রিকার পাতায় পাতায় লিপিবদ্ধ হচ্ছে স্বর্গে থাকা মানুষগুলো কিরকম হাসফাস করছে দ্রব্যমূল্য-ঘোড়ার পিছে ছুটতে ছুটতে।

ক্লান্ত পথিক পায়ে হাঁটছে
গন্তব্য অজানা,
পেটে প্রচুর ক্ষুধা-যাতনা
খাওয়া যায়না।
স্বর্গে বসে স্বপ্ন দেখে
উন্নয়ন-উন্নয়ন,
শিশুর কান্নায় স্বপ্ন ভ্রষ্ট
গিন্নি-গলা খনখন।

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আহা কি নির্মম কবিতা।
আহা কি মর্মান্তিক সত্য।


চা শ্রমিক কাঁদছে।
দুর্ভিক্ষ আসছে।

৬| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৬

এমজেডএফ বলেছেন: "এই শোক দিবসে দেশের আপামর জনসাধারণ শোক পালন না করে ডিম নিয়ে মেতে ছিল।"- এই তথ্য আবিষ্কার করলেন নাকি স্বপ্নে দেখলেন? এবার শোক দিবস নিয়েও ষড়যন্ত্র! এসব লেখা ফেবুর জন্য উপযুক্ত ব্লগের জন্য নয়। ১৩ টাকায় একটি ডিম ১৫ টাকায় একটি সাগর কলাতেই এই অবস্থা! আপনাদের মনোবাঞ্চা পূর্ণ হয়ে দেশ শ্রীলঙ্কা হলে তখন কি করবেন :P

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আপনি কি জানেন গতকাল শোক দিবস উপলক্ষে আয়োজন করা মিলাদ মাহফিলে অভুক্ত মানুষ একবেলস পেঠ ভরে খাওয়ার জন্য হুড়োহুড়ি করেছে।।মানুষ ও মানবিকতার পক্ষে। আপনি ব্লগার। মন্তব্যে দায়িত্বশীল হতে হবে।

৭| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৫

মেহেদি_হাসান. বলেছেন: আমলাতান্ত্রিক জটিলতায় দেশটা এখন পাসার কোর্টে ১৬ কোটি জনতা পিঠ বাচিয়ে নিজেরাই বাঁচে

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দেশ বাঁচাও মানুষ বাঁচাও।

৮| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৩৮

খাঁজা বাবা বলেছেন: দেশবাসী বাঁচতে চায়, মুক্তি চায়।

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:০৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি দরিদ্রা
আমি বাঁচতে চাই।
আমি রিক্সা চালাই
আমি বাঁচতে চাই।
আমি ঠেলা গাড়ি চালাই।
আমি বাঁচতে চাই।

৯| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ভয়াভব সময় আসছে। একদম নিম্নবৃত্তর বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। সুদিনের প্রত্যাশা কামনা করিছি।

১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:১১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হে রব,
তুমি আমার দেশের নিম্নবিত্তের রিজিকের নিরাপত্তার ব্যবস্থা কর।

১০| ১৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৫৪

অক্পটে বলেছেন: ভাই শুনেছি সরকারের বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র চলছে। আমার মনে হয় জিনিস পত্রের দাম বাড়েনি ওসব প্রোপাগান্ড বিএনপি জামাতের ষড়যন্ত্রও হতে পারে।

১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:০৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সব বিএনপি জামাতের ষড়যন্ত্র।

১১| ১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:৫৪

আহমেদ জী এস বলেছেন: ভার্চুয়াল তাসনিম,




অবস্থা দুঃসহনীয়। তবু্ও প্রার্থনা, এমন দুরবস্থা যেন দীর্ঘায়িত না হয়...........

১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন:





এহেন দুরবস্থার চেয়ে দুরাবস্থার আসন্ন পদধ্বনি বহু দূর থেকে ভেসে আসছে মনে হচ্ছে....

১২| ১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৩৮

জুল ভার্ন বলেছেন: আজ একজন মেস মেম্বার এর সাথে কথা হলো- একটা বাড়ির সিকিউরিটি গার্ড এর সাথে। ওরা চারজন একসাথে থাকে। দুটো ডিম চার জনে ভাগ করে এক বেলা খাবার খেয়েছেন!

১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সিকিউরিটি গার্ড শুধু না, দেশের নিম্নবিত্ত পরিবারের রোজকার চিত্র ইহা। শুধু খবর টুকু আসে না কানে।

১৩| ১৬ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এ দেশ গরীবের জন্য নয়;
এ দেশ চাটুকার, সিন্ডিকেট
আর লুটেরাদের জন্য। গরীব
হয়ে এ দেশে জন্ম নেয়া আজন্ম
পাপ!

১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: গরীবদের বঞ্চিত করা করছে রাষ্ট্র। অনাহারী খাদ্য নিশ্চিতকরণ রাষ্ট্রের কর্তব্য।

১৪| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৩

কামাল৮০ বলেছেন: আল্লাতো ঘোষণা দিয়েই রেখেছে।আহার দিবো আমি।সেটাকেও মানুষের বিশ্বাস নাই।আবার নিজের আস্থার উপর নির্ভর করে যে রাস্তায় নামবে সেটাও করে না।কেবল হায় হায় করে।

১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: রাষ্ট্র বঞ্চিত করলে আল্লাহ আপনাআপনি নিজে মুখে খাবার তুলে দেয়া সংক্রান্ত আয়াত নাম্বারটি কত?

১৫| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:২৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আর কিছু না হোক অন্তত খাদ্যের দাম যেন গরীবের নাগালে থাকে এটা নিশ্চিত করতে হবে। কিন্তু কে করবে। যাদের করার কথা তারা প্রকৃত সত্যকে স্বীকার করতে চাচ্ছে না। বরং উলটাপালটা বকবক করছে।

১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কিছুই নিশ্চিত করবেনা। শুধু লম্বা লম্বা লেকচারবাজী করবে।দিনের পর দিন সাধারণ মানুষকে বঞ্চিত করবে।

১৬| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:৫২

জ্যাকেল বলেছেন: কামাল৮০ বলেছেন: আল্লাতো ঘোষণা দিয়েই রেখেছে।আহার দিবো আমি।সেটাকেও মানুষের বিশ্বাস নাই।আবার নিজের আস্থার উপর নির্ভর করে যে রাস্তায় নামবে সেটাও করে না।কেবল হায় হায় করে।

এত ছুলকানি কিসের?

১৬ ই আগস্ট, ২০২২ রাত ৯:৪৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কামাল ৮০ সাহেব বিনুদন দেয়ার জন্য এমন ভাবে মন্তব্য করে থাকেন। নিশ্চিত থাকুন তিনি একজন পাক্কা মুসলমান।

১৭| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:০১

কামাল৮০ বলেছেন: কয়টি আয়াত চান।তকদিরে যে বিশ্বাস করে না সে খাঁটি ইসলামের অনুসারী না।

১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:২৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আল্লাহ আপনাকে কত বেলা না খাইয়ে রাখছে?

১৮| ১৬ ই আগস্ট, ২০২২ রাত ১১:০৬

কামাল৮০ বলেছেন: @সাচু,এক টাকায় যখন আটমন ধান পাওয়া যেতো ,তখনো গরিব মানুষ খাদ্য কিনতে পারতো না।সম্পদের সুষম বন্টন না হলে এই সমস্যার সমাধান নাই।

১৯| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ২:৪৭

ককচক বলেছেন: জ্বালানিতে ঘাটতি দিয়ে হলেও পূর্বের দামে রাখা উচিত ছিলো। এদেশে কোনোদিনও সরকার বাজার মনিটরিং করেনি।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সঠিক।

২০| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:২৭

শেরজা তপন বলেছেন: তারা সব রঙ্গিন চশমা পড়ে ঘুরে বেড়াচ্ছে।
শোক দিবসের এক অনুষ্ঠানে ব্যাক স্টেজের আলোচনায় এলাকার শিক্ষিত বয়স্ক নেতাদের চোখে মুখে আতঙ্ক ও ভয় দেখলাম সেদিন। তাদের ক্ষোভ উপচে পড়ছে আম জনতার মত।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ক্ষমতার পেশীশক্তিকে আঁকড়ে থেকে বেশি কাল দাপিয়ে বেড়ানোকে ইতিহাস কক্ষনো প্রশ্রয় দেয়নিতো।

২১| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৪৪

বিটপি বলেছেন: কামাল মিয়া বুড়া হইয়া গেছে - মাথা ঠিক নাই। কি কইতে কি কয়া ফালায় - হের কথা ধইরেন না।

আপনার অবগতির জন্য জানাচ্ছি - মুখ দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি - এটা একটা গান। কোরআনের আয়াত নয়।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সাগরের গহীন তলদেশে শামুকের ভেতরের ছোট্টো জীবটিও একদিও না খেয়ে আছে নাকি?

২২| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:৩৫

বাংলার এয়ানা বলেছেন: আধা পেটে গাধা নাচে
চেতনা নিষ্ঠুর হাসে
জিডিপি অট্ট হাসিতে
আম জনতা সংখা মাত্র
তার পরেও উন্নয়নের হুর নাচে
উন্টা পথে চলা মানা
নরক তান্ডব ডেকে আনা

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:১৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: পেশীশক্তির অবসান শেষে দেশের মানুষের হাসিমুখ দেখে যেতে চাই।

২৩| ১৮ ই আগস্ট, ২০২২ দুপুর ১:৩৬

খায়রুল আহসান বলেছেন: আপনি শুধু নিম্নবিত্ত নিম্নবিত্ত করছেন কেন? একজন সৎ মধ্যবিত্তের অবস্থাটা আজ নিম্নবিত্তের চেয়েও সঙ্কটাপন্ন, তা আপনি জানেন?
যাহোক, মজলুমের কঠস্বর লেখনিতে তুলে ধরার জন্য ধন্যবাদ।

"দেউলিয়া শ্রীলঙ্কায় প্রতি হালি ডিমের দাম ৬৪ টাকা, আউলিয়ার বাংলাদেশে ৫৫ টাকা।" - একজন ফেসবুকারের দেয়াল থেকে। সত্যতা যাচাই করিনি, কারণ শ্রীলঙ্কার বাজারদর আমার জানা নেই। বাংলাদেশেরটা ঠিক আছে।

২২ শে আগস্ট, ২০২২ দুপুর ২:২১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মধ্যবিত্ততো দেশে অভিশপ্ত। জন্মটা যেন অনুচিত। আমরা স্বর্গে আছি।

২৪| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুচ্ছি আমরার লেখা মানহীন কাউরে আনন্দ দেয় না।

আমরার বুদ্ধি নাই জ্ঞান নাই :( :(
এক পোস্টের মন্তব্য আরেক পোস্টে দিয়ালছি

মন্তব্য বন্ধ রাখছেন ক্যারে....

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: যাদের যাদের নাম লেখা হয়েছে তাঁরা তারকা চিহ্নিত ব্লগার। আপনিও ভালো লিখেন। ওনাদেএ মত নিরপেক্ষ থাকতে হবে।

২৫| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪০

রানার ব্লগ বলেছেন: আপনার আজকের পোস্টে মন্তব্য বন্ধ করে দিয়েছেন কেনো? কৃতজ্ঞতা জানানওর সুজুগ তো দেবেন ?

আপনাকে অসংখ্য ধন্যবাদ !! এটা জেনে আনন্দ হচ্ছে যে আমার লেখা কারো আনন্দের কারন !!! ভালো থাকুন !!!

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ব্লগে অমৌলিক পোস্ট দিয়েছি তাহার উপরে মন্তব্য! আপনি ভালো লিখলে আমি সন্তুষ্ট। :)

২৬| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২১

জুন বলেছেন: আমাকে ডাক্তার প্রতিদিন একটা ডিম সিদ্ধ খেতে বলেছেন কারণ আমার ভিটামিন বি ১২ এর প্রচন্ড অভাব। আপনি জানেন তাসনিম আজ কিছুদিন হলো আমি নাস্তায় ডিম দেখলে গলা দিয়ে নামতে চায় না, খেতে পারি না। কি হবে দেশের ধনী ছাড়া আর বাদবাকি মানুষের! ভাবতে ভয় হয়।
আমার লেখালেখি আপনার ভালো লাগে জেনে কৃতজ্ঞ। আমাকে পোস্টে স্মরণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা রইলো তাসনিম। ভালো থাকুন সব সময়।

২৮ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: সাথে সাথে প্রতিবাদের ফলে ডিমের দাম কমেছে। সবকিছুর ক্ষেত্রে সাহস নিয়ে প্রতিবাদের বিকল্প নেই।

২৭| ০২ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৪

মনিরা সুলতানা বলেছেন: সব কিছুর ই তো বিকল্প দেখানো আছে। শুধু বিকল্প নেই ....

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বিকল্প যিনারা করবেন তিনারা অপরিকল্পিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.