নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

জামাত ইসলাম -আওয়ামীলীগ আবারও ঐক্য করছে?

১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৪০

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় উঠান বৈঠক থেকে জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকেগ্রেপ্তার করেছে পুলিশ। এর আগের সাংবাদিক ইলিয়াস আলী পিনাকী ভট্টচার্য সহ দেশ বিরোধী অপপ্রচার চালনোর অভিযোগে তালিকা প্রকাশ করা হয়েছিল। জামায়াতের নারী কর্মীদের বৈঠক চলাকালে নাশকতা করার পরিকল্পনা হচ্ছে, এমন অভিযোগের ভিত্তিতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ধর্মীয়, দলীয় ও জিহাদি ২৩টি বই জব্দ করা হয়। সামাজিক যগাযোগের মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এর বিরুদ্ধে। জামিন পেয়ে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর বিদেশে চলে গেছেন এবং সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন বলে আদালতকে জানিয়েছিল রাষ্ট্রপক্ষ।

এদিকে জামায়াতে ইসলামী ২০–দলীয় জোট ছেড়ে যাচ্ছে কি না, সে প্রশ্নের কোনো জবাব না দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি উত্তর দেব না। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাতে তাঁকে বলতে শোনা যায়, ‘২০–দলীয় জোট আর কার্যকর নেই। বিএনপি এই জোট কার্যকর করতে চায় না। বছরের পর বছর ধরে এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না। আমরা তাদের (বিএনপি) সঙ্গে খোলামেলা আলোচনা করেছি। এর সঙ্গে তারা ঐকমত্য পোষণ করেছে। তারা আর কোনো জোট করবে না। এখন যার যার অবস্থান থেকে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।’

অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের ‘পরকীয়া প্রেম চলছে’। চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার বক্তব্য শোনে হাসবো কাদবো বোধগম্য হইলোনা। তিনি বলেন‘বিএনপির কর্মীরা একেকজন লাঠি, চায়নিজ রাইফেলের মতো শক্তিশালী’।


একদিকে গুঞ্জন ওঠেছে, জামাত-লীগ এক হচ্ছে, অপরদিকে বি এনপি জামাত ইস্যুতে কিছু বলতে অনাগ্রহী, আবার বলা হচ্ছে জামাত বি এন পি ছাড়ছে। সরকার যেখানে জামাতের নারী কর্মীদের ওঠান বৈঠক থেকে গ্রেপ্তার করছে নারী কর্মীদিগকে সেখানে লীগ-জামাত এক হওয়ার সম্ভাবনা কতোটুকুন?

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: শিরনামে জমাত ইসলাম লিখেছেন।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ।

২| ১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০২

সোনাগাজী বলেছেন:



সব গুজব টুজবের ভিত্তিতে, আপনার নিজস্ব ধারণা কি, জামাত কি আওয়ামী লীগের ভোটের কো্যালিশনে যোগ দিচ্ছে?

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: না দিবেনা।

৩| ১১ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৭:০৪

মুনাওয়ার সিফাত বলেছেন: এগুলো পলিটিক্যাল মাইন্ড গ্যাম। একদিকে ডাইভার্ট করে অন্যদিকে ঘটনা ঠিকই ঘটে যাচ্ছে। আসলে এখানে চতুরতার ভূমিকায় আছে জামাত বিএনপি।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: বি এন পি জামাত আলাদা লাদা নির্বাচন করতে পারে। দু'দলের লক্ষ্য একই।

৪| ১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৪১

কামাল৮০ বলেছেন: ইলেকশনের আগে অনেক কথা শুনা যাবে।ইলেকশনের পর বুঝা যাবে কে কার পক্ষে ছিলো।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অমনি হয়ে আসছিল।

৫| ১২ ই অক্টোবর, ২০২২ সকাল ৮:৪৬

রানার ব্লগ বলেছেন: আমার কিছু হলে তোমার কেনো জ্বলে বন্ধু তোমার কেনো জ্বলে। আসলে বি এন পি হতাশ। এত্ত কিছু করার পরেও সাধারণ মানুষ রাস্তায় তো দূরে সামান্য গলিতেও নড়াচড়া করছে না তো শেষ অস্র এই জামাত। বি এন পি আর বর্তমান আ লি একই জিনিস।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমার মনে হয় দমন পীড়ন হেত বিএনপি রাজপথে নেমে কোন গুরুত্বপূর্ণ আন্দোলন করতে সক্ষম হয়নি।

৬| ১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৯

শাহ আজিজ বলেছেন: জাতীয় পার্টির আচরন বেশ সন্দেহজনক । তারা তো ঘোষণা দিয়েই দিয়েছে যে তারা লীগ জোটে আর নেই । লীগ যদি জামাতকে নেক্সট পার্টনার হিসাবে বিবেচনা করে তাহলে আসলেই করার কিছু নেই তবে বামরা লীগ জোট থেকে বিদায় হবে বা বিদায় করার এক কৌশল হতে পারে । লীগ- জামাত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন সমীকরণ হবে । পলিমাটির এই দেশে জোয়ার ভাটায় কি পরিবর্তন হয় তা সবাই জানেন । বি এন পি কার্যত শেষ এবং এখন লাইফ সাপোর্টে আছে । খালেদাকে যে কোন মুহূর্তে জেল খানায় শিফট করবে আদালত ।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জাতীয় পার্টি সকালে এক কথা বলে বিকেলে অন্য কথা। জামাত বিএনপি ছাড়বেনা।

পলিমাটির এই দেশে জোয়ার ভাটায় কি পরিবর্তন হয় তা সবাই জানেন । বি এন পি কার্যত শেষ এবং এখন লাইফ সাপোর্টে আছে । খালেদাকে যে কোন মুহূর্তে জেল খানায় শিফট করবে আদালত ।
# শেখ হাসিনার বক্তব্য মতে দুর্ভিক্ষ আসলে ২০২৩ এ রাজনীতিতে প্রভাব পড়বে মনে হচ্ছে।

৭| ১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৩

শেরজা তপন বলেছেন: একবার জোট করে সেই গন্ধ গা থেকে এখনো দূর করতে পারছে না!
আবার কি সেই ভুল করবে ??
তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই- হতেও পারে।
তেমন কিছু হলে আশ্চর্য হব না।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: এটা বাংলাদেশ। এদেশের রাজনৈতিক দলের নীতি আদর্শের কথা সবাই জানে তো।

৮| ১২ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


জামাতের সাথে লীগের যাওয়ার সম্ভাবনা নেই।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমিও তাহা মনে করি।

৯| ১২ ই অক্টোবর, ২০২২ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: বাংলাদেশ হলো সব সম্ভবের দেশ- এটা মনে রাখবেন।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:১৮

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দ্বিমত নেই।

১০| ২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:২১

রানার ব্লগ বলেছেন: লেখক বলেছেন: আমার মনে হয় দমন পীড়ন হেত বিএনপি রাজপথে নেমে কোন গুরুত্বপূর্ণ আন্দোলন করতে সক্ষম হয়নি।


বিএনপি আমলে আ লি এর উপর কম নির্যাতন হয় নাই।


আসলে সাধারণ মানুষ বুঝে গেছে এদের জন্য নিজের জীবন নষ্ট করে লাভ নাই।

২০ শে অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আসলে সাধারণ মানুষ বুঝে গেছে এদের জন্য নিজের জীবন নষ্ট করে লাভ নাই
দ্বিমত কিভাবে হই? তবে পীড়ন তো চলেছে। স্বয়ং নেত্রী কখন জেলে থাকবেন কখন হসপিটালে থাকবেন তা নির্ভর করছে প্রশাসনের উপর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.