নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম পুরাতন নিকে লগ ইন করতে পারিনা তাই নতুন নিক।আমি মোহাম্মদ তাসনিম। থাকি বাংলাদেশের ঢাকায়।

ভার্চুয়াল তাসনিম

বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভার্চুয়াল তাসনিম › বিস্তারিত পোস্টঃ

স্বতন্ত্র প্রার্থীগণ দিয়ে বিরোধী দল বানিয়ে ভোটকেন্দ্রে ৫০% ভোটার উপস্থিতি নিশ্চিত করার কৌশল সফল হবে কী?

০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২২


নির্বাচন গ্রহনযোগ্য করিতে প্রতিটি আসনে আওয়ামীলীগ হতে একজন করে স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়ন দেওয়া আওয়ামলীগের রাজনৈতিক পরিপক্ষতা নাকি নির্বুদ্ধিতাএমন প্রশ্নের যথার্থ উত্তর দিতে পারবেন ব্লগার সোনাগাজী সাথে হাসান কালবৈশাখী। হাসান সাহেবের মতামত কি হবে উহা ব্লগ পাড়ার সকলে অবগত থাকিলেও ব্লগার সোনাগাজী ও হিরণ সাহেবের মন্তব্য হতে বরাবরের মতো সঠিক মতামত বাহির হয়ে আসতো।

শরিক দলদের আসন ভাগাভাগি কিরূপ হচ্ছে উহা স্পষ্ট না। তবে পত্রিকার তথ্যানুযায়ী ৬৬ টি আসন পাবে আওয়ামিলীগ শরীক দলের প্রার্থিগণ। রাতের ভোটে অটো নির্বাচিত হওয়া এমপি সাহেবগন বহুত পেরেশানির মধ্যে রাত্রি যাপন করছে।সরকার গদি বাঁচাতে মরিয়া।ফলে ৫০% ভোটার নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থী দাঁড় করিয়ে দেওয়া ছাড়া কোন বিকল্পই নেই বিনা ভোটে একাধিকবার নির্বাচিত হয়ে একনায়কতন্ত্র কায়েমকরা আওয়ামী দলের। অপরদিকে বহু নির্বাচনি এলাকায় লীগে-লীগে চলবে লড়াই। আওয়ামী পন্থী স্বতন্ত্র প্রার্থী এবং আওয়ামী দল থেকে মনোনীত প্রার্থীর মধ্যে তীব্র লড়াই হবে। অপরদিকে বিনপি সমর্থিত জোট নৌকার বিরুদ্ধে দাঁড়ানো মোমবাতি ভাইলোকদেরকেউ ভোট দিয়ে জয়যুক্ত করতে কার্পণ্যবোধ করার কথা নহে। সোমবার গণভবনে বৈঠকে ১৪ দলের শরিকদের কেউ কেউ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নিয়ে নিজেদের দ্বিমতের কথা জানিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, তিনি স্বতন্ত্র প্রার্থীকে বসিয়ে দেওয়ার চেষ্টা করবেন না।

লীগ ভেবেছিল বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিবে, বিএনপির শরীকদলদের থেকেও গুটি কয়েক নির্বাচনে অংশ গ্রহণ করবে। কিন্তু শেষমেশ অনুরূপ কিছুই না হওয়ার দরুন আশাহত রাতের ভোটে নির্বাচিতরা। নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, এবার ৭৪৭ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। এর বেশির ভাগই আওয়ামী লীগের। যাচাই-বাছাইয়ে বাদ পড়েছেন ৪২৩ জন স্বতন্ত্র প্রার্থী। এরপরও ৩২৪ জন স্বতন্ত্র প্রার্থী আছেন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত বর্তমান সংসদ সদস্যদেরও অনেকে আছেন।

ফলস্বরূপ বলাবাহুল্য স্বতন্ত্র প্রার্থীগণ দিয়ে বিরোধী দল বানিয়ে ভোটকেন্দ্রে ৫০% ভোটার উপস্থিতি নিশ্চিত করার কৌশল সফল হবে না।

মন্তব্য ৪৭ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:২৮

বিজন রয় বলেছেন: স্বতন্ত্র প্রার্থীগণ দিয়ে বিরোধী দল বানিয়ে ভোটকেন্দ্রে ৫০% ভোটার উপস্থিতি নিশ্চিত করার কৌশল সফল হবে কী? .... এই প্রশ্নের উত্তর খুঁজে লাভ কি?

উত্তর তো সকলেরই জানা আছে।
আওয়ামীলীগ কেন এমন করছে সবাই বোঝে।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ক্ষমতার লোভ বড় লোভ ভাইসাব।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩২

আমি নই বলেছেন: বাংলাদেশে সরকার গঠন করতে কি ৫০% ভোট লাগে? আইনটা ঠিক জানা নেই আমার।

লাগলেও সমস্যা নেই, আমাদের দেশে মিনিটে ৪০+ ভোট দেয়ার মত এক্সপার্ট আছে।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঠিক সরকার গঠন নহে বহির্বিশ্বের কাছে গ্রহণ সম্মত করার প্রেক্ষিতঃ ----

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:৩৭

বাকপ্রবাস বলেছেন: আপনার এখা‌নে কী ক‌মেন্ট ক‌রে দেখার জন‌্য হ‌লেও গাজী আং‌কেল এর ব‌্যান্ড তু‌লে দেয়া হোক।
ঘণত‌ন্ত্রের ঝননী নির্ভাচন ভ‌্যাবস্থা তু‌লে দি‌লে কিছু পয়সা ভাচ‌তো

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জ্বি হা। কিসের নির্বাচন কিসের কী? এক সরকার এক দেশ।

৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১:০৮

কামাল১৮ বলেছেন: ইলেকশনের পর বুঝা যাবে।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: একন হতে অনুমেয় দ্বাদশ সংসদ নির্বাচন কেবল একটি তামাসা।

৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:১২

নূর আলম হিরণ বলেছেন: স্বতন্ত্র প্রার্থীদের সুযোগ করে দেওয়া, ডামি প্রার্থী এসবের চেয়ে ভাল বিকল্প শেখ হাসিনার হাতে ছিলনা। যত কৌশলই করুক ভোটার টার্নআউট ৩০ শতাংশের বেশি হবে না। তবে এবার বিএনপি নির্বাচনে আসলে ৫০ এর অধিক আসন পেতো।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমর মনে লয়, আওয়ামী লীগ নিজে ভোট দিতে কেন্দ্রে যাইবেনা।

৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৩৬

মনিরা সুলতানা বলেছেন: কে কী মন্তব্য করলো দেখতে আসবো।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঠিক আছে।

৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: কামাল ১৮ এর সাথে সহমত

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: দেখি কেমন নাটক মঞ্চায়ন করতে যাইতাছে সরকার মহোদয়।

৮| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:০১

আলমগীর সরকার লিটন বলেছেন: জি বাংলা সিরিলের মতো অবস্থা
ঝিকে মেরে বউ কে শেখানো--------------

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঝি বাংলারর সিরিয়াল আমি দেখিনাই কভু। তবে জেনেছিলাম লীগের রাজনীতি নাকি হুবুহু কপি-পেস্ট।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ঝি বাংলারর সিরিয়াল আমি দেখিনাই কভু। তবে জেনেছিলাম লীগের রাজনীতি নাকি হুবুহু কপি-পেস্ট।

৯| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৭

মৃতের সহিত কথোপকথন বলেছেন: লেখকের চান্স আছে এবারের এম্পি হওয়ার

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৪

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অফার দিয়েছিল ওকা সাব রাজি হইনাই ভাইলুক।

১০| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৯

শূন্য সারমর্ম বলেছেন:


আপনার এলাকা থেকে মনোনয়ন নিয়েছে?

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: স্বতন্ত্র নৌকা দুইডাই আম্লিক।

১১| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

শাহ আজিজ বলেছেন: যদি গনেশ উল্টে যায় ? মানে স্বতন্ত্ররা মিলে সরকার গঠন করে ? তা হবে বাংলাদেশের ইতিহাসে মাইলফলক ।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৬

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অমন হবার চান্স নাই বললেই চলে।

১২| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:২১

আঁধারের যুবরাজ বলেছেন: শাহ আজিজ বলেছেন: যদি গনেশ উল্টে যায় ?
গণেশ উল্টালে দেখার মতো একটা বিষয় হবে ! তবে অনেক জায়গায় সেটার সম্ভবনা সত্যি রয়েছে। নমিনেশন পেয়েছে এমন অনেক প্রার্থীর হেরে যাবার সম্ভবনা আছে । ইনু - মেনন সাহেবদের বিরুদ্ধে স্বতন্ত্র কেউ বিজয়ী হলে অবাক হবো না।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ইনু মেনন কখনো জনতার ভোটে বাংলাদেশে নির্বাচিত হইবেনা।

১৩| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৪৮

রানার ব্লগ বলেছেন: আওমিলীগ থেকে যারা নমিনেশান না পেয়ে স্বতন্ত্রে দাঁড়াবে তাদের সকলেরই মান সম্মান নিয়ে টনাটানি লেগে যাবে ।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:২৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: মনেত হইতাছে ফেয়ার ইলেকশন হইলে আম্লিক এর বিরুদ্ধে জনাব কলা গাছও জিতবো।

১৪| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৯

আঁধারের যুবরাজ বলেছেন: স্থানীয় ভাবে ক্ষমতাশালী অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। যাদেরকে নমিনিশন দেওয়া হয়নি,তাদের শহরে অন্য শহরের কোনো প্রার্থীকে দেওয়া হয়েছে। যেখানে বাহিরের কেউ টিকতেই পারবে না।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: আমি শোনছি কোন এলাকার এম্পি কেডা হপে উহার একখানা তালিকা ইতোমধ্যে তৈরী হইয়া গেছে।

১৫| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৩০

আহলান বলেছেন: স্পয়লার ম্যুভি ...

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: তাহা আর বলতে!

১৬| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:১৩

রাজীব নুর বলেছেন: জনগন এ বছর ভোট দিতে যাবে না। শুধু দলীয় লোকজনয আবে।
এর আগের নির্বাচনেও জনগন দিতে যায় নাই। কারন জনগন জানে ভোট দিলেও যা, না দিলেও তা হবে।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জ্বি। জনতা সব বুঝে।

১৭| ০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভোটার উপস্থিতি নিশ্চিত করতে পারলে গত দুটো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন বেশি গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা আছে। যদিও মনে হয় না ভোটার উপস্থিতি আশানুরূপ হবে। স্বতন্ত্ররা বিজয়ী হলে খেলা জমবে। যদিও শেখ হাসিনা ভালোভাবে জেনে-বুঝে মনোনয়ন দিয়েছেন এবার।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভোটাররা যেখানে নিশ্চিত ভোট দেওয়া না দেওয়া একই, সেখানে ভোটার ভোট কেন্দ্রে গিয়ে সময় নষ্ট করবেন না।

১৮| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৫৬

আঁধারের যুবরাজ বলেছেন: @রূপক বিধৌত সাধু " বাংলাদেশের রাজনীতিতে দুটি ব্র্যান্ড—আওয়ামী লীগ ও বিএনপি। নির্বাচনে বিএনপি না থাকলে, দলীয় সরকারের অধীন অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনেকাংশেই পূর্বনির্ধারিত—এতে আওয়ামী লীগই, বিশেষ কোনো কৌশলের আশ্রয় না নিলে, সব আসনেই জিতবে, তা প্রায় নিশ্চিত। এমন সাজানো নির্বাচনে উত্তর কোরিয়ার মতো ৯৯ শতাংশ ভোট পড়লেও এটিকে জেনুইন নির্বাচন বলা যাবে না, বরং এটি হবে জনগণের সঙ্গে মশকারার বা প্রতারণার শামিল। "
---- ড. বদিউল আলম মজুমদার সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন)

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৪১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: @রূপক

১৯| ১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৮

মিরোরডডল বলেছেন:




তাসনিমের প্রথম পাতায় মৌলিক পোষ্ট নিয়ে একটা পোষ্ট, যেখানে কমেন্ট অপশন বন্ধ, তাই এখানে লিখছি।

প্রথম পাতায় সব পোষ্টই মৌলিক পোষ্ট কিন্তু ৩/৪টা পোষ্ট ছাড়া বাকিগুলো দেখলাম, পড়লাম কিন্তু কিছু বলার নেই, আই মিন মন্তব্য করার কিছু নেই।

পাঠক হিসেবে চাইবো ১৫টা পোষ্টের মাঝে ম্যক্সিমাম পোষ্টই যেনো এমন হয়, যাতে কমেন্ট করতে ইচ্ছে করবে কিন্তু দুঃখজনক সেই ফিলটা আসে না। :(


১৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ব্লগ নিয়ে পোষ্ট দিলে দিলে লেগে যায়। আমি গরীব লোক। চলতে হিমসিম খাই। কেচাল করার শক্তি কই? তাই মন্তব্য অপশন বেঁধে দিয়েছি। দু:খিত

হতাশার কথা কি আর বলিব আয়না-পুতুল।খিয়াল করছি আপনি ব্লগে সক্রিয় আছেন।ব্লগে লক্ষ্য করুন স্বয়ং এডমিন সাহেব লেখা পাঠানোর পোষ্টে খুব কম ব্লগার সাড়া দিয়েছেন।এখন ব্লগার কম হেতু আপনারা যারা ব্লগে আছেন সকলের সপ্তাহে এক খানা পোষ্ট লেখা উচিত। আলোচিত ব্লগ খিয়াল করুন দুইটি পোষ্ট একজন ব্লগারের।অপু, আপনার ভুম, জী এস সাহেব, মনিরা, জুন, আর ইউ কে লিখতে হবে মাসে ৩/৪ টি পোষ্ট। লেখার মত ব্লগার আছেন।কেন লিখছেন না বোধগম্য হল না। স্বপ্নবাজকে বহুদিন লিখতে দেখা যাচ্ছে না। ব্লগার নতুন পোষ্ট দিতে পারেন। ব্লগার সোনাগাজীর পোষ্ট প্রথম পাতায় আসতে দেয়া উচিত।মরুভূমির দস্যু সাহেব বাড়ি বানানোর কাজ নিয়ে ব্যাস্ত।কলা বাগান- ১ অভিমান করে গেলেন আর এলেননা। ব্লগার জুলভার্ন, জটিল ভাইদের ফিরিয়া আনার চেষ্টা করা উচিত।

২০| ১৭ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫২

প্রামানিক বলেছেন: অনেক জায়গায় স্বতন্ত্রদের সাথে মারামারি হতে পারে

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হচ্ছে তো। গত কদিন সব পত্রিকা গন্ডগোল এর খবর ছাপিয়েছে।

২১| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১:০২

কামাল১৮ বলেছেন: সরকার গঠনের জন্য১% ভোট পড়লেও সংবিধানীক সমস্য নাই।কিন্তু নৈতিক সমস্যা আছে।বড় একটি দল যেহেতু ভোটে নাই এবং প্রতিহতের ঘোষণা দিয়েছে তাই ৩০% এর আসেপাসে ভোট পড়লেই সরকার সফল।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৪১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ২০১৪ ও ২০১৮ এর পুনরাবৃত্তি হবে মনে হচ্ছে।

২২| ২০ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:২৬

জুন বলেছেন: সাকিব কি জিতব? কি মনে হয় আপনার? এমনেই দেশের নির্বাচন ব্যাবস্থার উপর আস্থা বলতে গেলে খুব কম, তার উপর এই সব মাহি আহি সেলেব্রিটি :|
আর কিছু বলার নাই।

২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: জিতবে সাকিব। তবে নৈতিক পরাজয় ঘটবে।যে দেশে লুটেপুটে খাওয়ার প্রতিযোগিতা সেখানে মাহি টাহি সুযোগ নিলে সমস্যা আছে কী? রাক্ষসদের থেকে মাহিটাহিরা ভাল মনে হয়।

২৩| ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ৭:৩০

শার্দূল ২২ বলেছেন: হাহাহাহাহা তাসনিম ভাই।

আপনার সেরা ৫ মন্তব্যকারীর পোষ্টে শার্দুল কে রাখায় ধন্যবাদ জ্ঞাপন করছি।

ওখানে কোন মন্তব্য করার অপশন না থাকায় এখানে পোষ্টের সাথে সঙ্গত নয় জেনেও বলতে হচ্ছে। প্রথমত আপনার অভিযোগ মোটেও সত্য নয় যে আমি আপনাকে পছন্দ করিনা। আমি আপনার একটা পোষ্টের বিরুধিতা করি , কথাটা সেই পোষ্টেই বলার ছিলো কিন্তু আপনি মন্তব্য অফ করে রেখেছেন। আপনার পোষ্টের ভিতরের বিষয় বস্তু হজম করলেও শিরোনামটা একটু কঠিন হয়ে গেছে। আপনি চাইলে আরেকটু নরম করে শিরোনাম দিতে পারতেন। এটা ছাড়া আপনার সব গুলো পোষ্ট মোটামুটি যুক্তিক। যদিও রাজনৈতিক মতাদর্শে আপনার সাথে আমার একটু ভিন্নতা আছে তবুও আপনি আপনার মতামত সোজাসুজি তুলে ধরেন এটাই সুন্দর। কিছু মানুষ থাকে যারা সবার কাছে এক রকম। নিজের মনের ভিতরটা তুলে ধরে কারো শত্রু হতে চায়না, এটা সুন্দর নয়। একটা মানুষ কোন ভাবেই সবার কাছে ভালো হতে পারেনা, কারণ সবাই এক রকম ভাবেনা। যদি কোন মানুষ সবার সাথে দুধভাত হয় তাহলে বুঝতে হবে সে মানুষ অতিরিক্ত অভিনেতা,তার মৌলিকতা বলে কিছু নেই। সেই হিসেবে আপনি আপনার মৌলিক গুনটা ধরে রেখেছেন।

তাসনিম ভাই আমার একটা সিক্রেট হলো আমি কোন ভাবেই পোষ্টের সাথে পোষ্ট দাতাকে মিলাতে যাইনা, এমন অনেক পোষ্ট আছে যেখানে আমি পোষ্টের বিপক্ষে অবস্থান করেছি কিন্তু পোষ্টা দাতাকে যথাযথ সন্মান দিয়েছি, দিচ্ছি। মানুষের মতের ভিন্নতা হতেই পারে। মানুষ তার পরিবেশের ভিত্তিতে ধর্মে মত কঠিন গুরুত্বপুর্ন বিষয়টায় ভিন্নতা রাখে। সেখানে হিসেবে দল মত কিংবা কোন জাগতিক ইস্যুতে ভিন্নতা কিছুইনা। এটা থাকবেই। আরেকটা সত্য বলি তাসনিম ভাই। আমি পোষ্ট গড়িয়ে পোষ্ট দাতা পর্যন্ত গিয়েছি মাত্র ৪ জনের বেলায় গত ১৫ বছরে। আমি শতভাগ আত্মবিশ্বাসী এদের মধ্যে একজন আছেন মানসিক রুগী, একজন হিপোক্রেট অন্যজন প্রচন্ড রকমের অভিনেতা আরেকজন সুবিধাবাদি। এই চারটা সমস্যার যে কোন একটা হলেই একজন মানুষকে অপছন্দ করার জন্য যথেষ্ট। আপনিও এমন মানুষকে পছন্দ করবেননা আমার বিশ্বাস। এই চার জন ছাড়া আমার এখানে কোন অপছন্দের মানুষ নেই, মতের ভিন্নতা থাকতে পারে সেটা সাবলিল মন্তব্যের মাধ্যমে আমারটা আমি তুলে ধরবো আপনারটা আপনি বলেবন। দিন শেষে স্বীকার না করলেও আমি বুঝবো আমার ভুল বা শুদ্ধ আপনি বুঝবেন আপনারটা ।

পরিশেষে একটা সহজ সু্ত্র - যদি কেই প্রশ্ন করে কে কেমন? তার সহজ উত্তর হলো- যার চোখে যেমন।

ভালো থাকবেন

নতুন বছর নতুন কিছু বয়ে আনুক আপনার জীবনে। প্রত্যাশা

শুভ কামনা

২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা। শিরোনাম নির্বাচনে ত্রুটি নির্ণীত হওয়ায় আসলে আমার কোন অনুরাগ নেই। সাধু সাহেব সহজ বিষয় জটিল ভাবে নেয়ার বিশেষ কারণ বিদ্যমান। উহা এতদিন পর নতুন করে আলোচনা না কিরাই শ্রেয়।

ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.