|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
কেউ ইট ছুড়লে তার জবাব দিতে হয় পাথর দিয়ে আর এটাই প্রকৃতির নিয়ম । কোন অন্যায় অপরাধীদের একজনের জন্য 
পুরো জাতিকে কিছু না বলাতাই ঠিক এবং জ্ঞানী লোকের কাজ ।
দেখেন ভারতের সরকার যদি নিয়ম করেই থাকে যে তার দেশে গরুর মাংস খাওয়া যাবেনা গরুর মাংস বিক্রি করা যাবেনা,
সে ক্ষেত্রে আমরা ভারতের আশে পাশে থাকা দেশগুলো এর জবাব কোন ধর্মকে টানাটানি না করে বা কোন ধর্মকে ছোট না করে 
এর জবাব অন্যভাবে দিতে পারি । আর তা হলো আমরা মুসলিম রাষ্ট্রগুলো ছাগল বা পাটা জবো করা নিষেধ করে দিতে পারি 
আমাদের দেশে । এবং এর জন্য প্রয়োজনে আমরাও পারি নতুন কোন আইন পাশ করতে, ব্যাস তাহলেই চুকে গেলো হিসাব ।
কোন প্রয়োজন নাই অন্যের ধর্মকে ছোট করার ।
 ১৬ টি
    	১৬ টি    	 +৩/-০
    	+৩/-০  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৩৯
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৩৯
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ না চললেন । আমার কথায় চলতে যে হবে এমন কোন কথা নাই ।
২|  ১৭ ই জুলাই, ২০১৭  রাত ১:৫০
১৭ ই জুলাই, ২০১৭  রাত ১:৫০
আবদুল মমিন বলেছেন: ভাই মানুষের কাজ মানুষ বাছানো আর গরু ছাগল বাছানোর কাজ গরু ছাগলেই করবে ।
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪১
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪১
ঠ্যঠা মফিজ বলেছেন: মানুষে মানুষের মত করে পৃথিবীর সব জীব জানোয়ার বাঁচানো ।
৩|  ১৭ ই জুলাই, ২০১৭  রাত ২:০৮
১৭ ই জুলাই, ২০১৭  রাত ২:০৮
ব্লগ মাস্টার বলেছেন: কিছু বলতে পারছি না বলে দুখীত আমি ।
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪১
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪১
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
৪|  ১৭ ই জুলাই, ২০১৭  রাত ২:১১
১৭ ই জুলাই, ২০১৭  রাত ২:১১
ড.ঝঁটকা বলেছেন: বুঝতে পারছি, আমার মতো প্রতিভাবান গবেষক আরো আছে সামুতে, ব্যাপারটা কঠিন গবেষণার বিষয়!!
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪২
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪২
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই বিষয়টি বোঝার জন্য।
৫|  ১৭ ই জুলাই, ২০১৭  সকাল ৯:৪২
১৭ ই জুলাই, ২০১৭  সকাল ৯:৪২
টারজান০০০০৭ বলেছেন: লোক হাসাইতেছেন কেন?
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪৩
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪৩
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে হাসাতে পেরে ।
৬|  ১৭ ই জুলাই, ২০১৭  সকাল ১০:০০
১৭ ই জুলাই, ২০১৭  সকাল ১০:০০
ব্লগ সার্চম্যান বলেছেন: লেখাটা আপনার আবেগ থেকে লেখা । এটা কখনো সম্ভব না ।
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪৩
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪৩
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
৭|  ১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ১২:৩৮
১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ১২:৩৮
শাহজালাল হাওলাদার বলেছেন: নিজেকে তুলনা দিলে অধমের সাথে
জীবনের অবনতি নেমে আসে তাতে।
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪৫
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪৫
ঠ্যঠা মফিজ বলেছেন: যুগের সাথে সব নিয়ম উল্টা পাল্টা হচ্ছে ।
৮|  ১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ১২:৪৬
১৭ ই জুলাই, ২০১৭  দুপুর ১২:৪৬
নতুন নকিব বলেছেন: 
শাহজালাল হাওলাদার বলেছেন: 
নিজেকে তুলনা দিলে অধমের সাথে
জীবনের অবনতি নেমে আসে তাতে।
-সহমত।
হাওলাদার কবিতা ভাল লাগলো।
  ২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪৪
২২ শে জুলাই, ২০১৭  সকাল ৭:৪৪
ঠ্যঠা মফিজ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০১৭  রাত ১:০২
১৭ ই জুলাই, ২০১৭  রাত ১:০২
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: কেন আপনার কথা মত ছাগল খাওয়া বন্ধ করমু ?