![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারাও দেখেছেন আর আমিও পড়েছি রিসেন্টলি মাত্র কয়েকদিন আগের কথা এই ব্লগেরি একজন
ভালো মানের সকলের প্রিয় ব্লগার মোস্তফা পলাশ ভাই শীত প্রবাহ নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন।
পোস্টটি অবস্য স্টিকি হয়েছিল,আর সে হিসেবেও আমাদের ভুলে যাওয়ার কথা না। অনেকে অবশ্য
আমাকে প্রশ্নও করতে পারেন বা প্রশ্ন করাতাই স্বাভাবিক, প্রশ্ন হতে পারে,আমার কাছে কেন বিজ্ঞান
গবেষকদের পাঠা পাঠা মনে হয় ?
আমার কাছে বিজ্ঞান গবেষকদের পাঠা পাঠা মনে হওয়ার অনেক কারন আছে,তার মধ্যে সামান্য একটা
উদাহারন দেই যেমন,মোস্তফা পলাশ ভাইয়ের সেই স্টিকি পোস্টের কথাই ধরা যাক,সেই পোস্টটিতে বলা
হয়েছিল আমাদের দেশে শীত মৌসুমের শেষের দিক বা জানুয়ারির মাসের ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে ।পরে অবশ্য কয়েকবার আবডেটও হয়েছিল পোস্টটি । আমি আবার শীতকে মারাক্ত ভয় পাই,কারন বেশি শীত
পড়লে আমার আবার শাররীক কিছু সমস্যা হয়।আর সেই ভয়ে প্রায় ৭০০০ হাজার টাকা দিয়ে কম্বল কিনেছিলাম যাতে শরীরটাকে
শীতের তাপমাত্রা থেকে একটু দূরে সরিয়ে রাখা যায়। কিন্তু দুঃখের বিষয় আমার কোনও লাভ হলো না,যা হওয়ার লাভ হল কম্বল
বিক্রেতাদের।শীতের কোনও দেখাই পেলাম না।তাই বলি যত বড় গবেষকই হোক না কেন আল্লাহুর ওপরে কারো হাত বা শক্তি নাই।
আল্লাহুই সর্ব শক্তিমান এবং সর্ব বিজ্ঞ তিনিই একমাত্র জানেন দুনিয়ার কোথায় কখন কি হবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৮
ঠ্যঠা মফিজ বলেছেন: আরে না বড় ভাই কিযে বলেন সে আমারো একজন প্রিয় ব্লগার ।তারে খারাব ভেবে লেখি নাই ।
একটু অপেক্ষা করেন দেখেন আমাদের বিজ্ঞানী গবেষকরা এসে হাজির হলো বলে।
হু তবে পলাশ ভাইয়ের নামে শীতের নাম করন করে জনগনের পকেট খালি করার উদ্ধেশ্য করন কইরা
একটা দূর্নীতি অভিযুক্ত মামলা দায়ের করন যায়।
আমাদের দেশেতো এখন আবার দূর্নীতির মামলাগুলো খুব দুরন্ত গতিতে চলেছে ।
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫১
শায়মা বলেছেন: হা হা হা আমিও ভাবছিলাম .....
সেই পোস্ট দেখে কত মানুষ যে কম্বল পাঠালো শীতার্তদের মাঝে।
তাতে শীতার্তরা যত না উপকৃত হলো তার থেকে কম্বলওয়ালারাই বেশি।
আর তোমার ৭০০০ টাকা জলে গেলো ....
বিজ্ঞানীরা বেশিভাগই অজ্ঞানী!!!!!
তার থেকে প্রবাদবাক্য গঠনকারীদেরকেই আমার বেশি জ্ঞানী লাগে..... যেমন
বিধাতার লিখন না যায় খন্ডন....../ প্রকৃতির লীলা বুঝা বড় দায়!~!!!!!!!!!!!!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:০৬
ঠ্যঠা মফিজ বলেছেন: একদম যথারিথি খাঁটি কথা বলছেন শায়মা আপা ।
আমাদের মাঝে সামান্যতম ক্ষমতা দিয়েছেন আল্লাহু তাতেই আমরা কতকি ভাবি,আর যদি আরো বেশি ক্ষমতা দিতেন
বিধাতা তাহলেতো সব কিছুকে তুচ্ছ মনে করতাম।
আল্লাহু সর্ব শ্রেষ্ঠ এবং ক্ষমাশীল মহান দয়াময়।
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৫৪
সম্রাট ইজ বেস্ট বলেছেন: দোষটা পলাশ ভাইয়ের নয়। যারা এর জন্য দায়ী তাদেরকে মন খুলে ...
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:১০
ঠ্যঠা মফিজ বলেছেন: আমিতো ভাবতাছি একখান মামলা করমু পৃথিবীর সকল অবিজ্ঞানীদের নামে।
পলাশ ভাইয়ের দোষের কথা কে বলেছে ?
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৪
সৈয়দ ইসলাম বলেছেন:
পলাশ ভাই একজন জ্ঞানীগুণী ও বিচক্ষণ মানুষ। আমেরিকান এক গবেষণার ফলকে নিজের মত সাজিয়ে আমাদের মগজে চাষ করেছিলেন। কিন্তু ফলন খারাপ হওয়ায় আমাদেরই ক্ষতি হয়েছে। সব চেয়ে ক্ষতি হয়েছে আপনার। এক বস্তা সমবেদনা আপনার জন্য ; ৭ হাজার টাকা আগামী বছরে কাজ দিবে।
পলাশ ভাইকে আপনি পুঁজিবাদী বিজ্ঞানী ভেবে ধৈর্য ধারণ করতে পারেন।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২০
ঠ্যঠা মফিজ বলেছেন: আচ্ছা
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৯
খাঁজা বাবা বলেছেন: অতি উত্তম
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ।
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:৪৯
রাজীব নুর বলেছেন: আমি নিরপেক্ষ থাকতে চাই।
তাই কোনো মন্তব্য করলাম না।
ধন্যবাদ।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৪
ঠ্যঠা মফিজ বলেছেন: আচ্ছা ধন্যবাদ B:-)
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪
চাঁদগাজী বলেছেন:
বিজ্ঞান কঠিন, প্রায় বাংগালী ছেলে বিবিএ পড়ছে; বিজ্ঞান কঠিন।
আল্লাহ কি জানতেন যে, হযরত আদম উনাার কথা মান্য করবেন না?
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৫
ঠ্যঠা মফিজ বলেছেন: আপনার কি মনে হয় ?
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:০৩
জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:
জ্বী, আপনার বিজ্ঞানীদের পাঁঠা মনে হতেই পারে। আমারও মাদ্রাসাপাশ হুজুরদের পাছামারা ভন্ড মনে হয়। আপনাদের কুদরতী কাজকারবার বোঝা আমার জন্য বরাবরই মুস্কিল। বেহেশতে সত্তরটা হুর আপনাদের জন্য বরাদ্দ, সেটা নিয়ে খুশী থাকুন আর মাদ্রাসায় পায়ুকর্ম চালাতে থাকুন। ইহা ব্লগ, মাদ্রাসার ক্লাসরুম নহে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০
ঠ্যঠা মফিজ বলেছেন: এখানে ক্লিক করুন আরো ভাল কিছু দেখতে পাবেন।
৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩৯
ব্লগ সার্চম্যান বলেছেন:
২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:২৩
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: পলাশ ভাইতো আমাদের সচেতন করতেই পোষ্ট দিয়েছৈন।
সব দোষ ঐ পাঠঅ বিজ্ঞানী (আপনার ভাষায়)
আপনার ৭ হাজার টাকার ক্ষিতপূরন চেয়ে মামলা করেন
হা হা হা
যক ব্যাপার না। মাঝে মাঝৈ সবই ফস্কে যায়! আবার কিছু লৈগেও যায়!
এইতো জীবন