![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রাসাদটি ফ্রেঞ্চ স্থপতি আলেকজান্ডার মার্সেল দ্বারা নির্মিত এবং জর্জ-লুই ক্লড দ্বারা সজ্জিত। কম্বোডিয়ায় এঙকোয়ার ওয়াট এর হিন্দু মন্দিরের অনুপ্রেরণায় এই প্রাসাদটি ১৯০৭ সাল থেকে ১৯১১ সালের মধ্যে নির্মাণ করা হয়।ব্যারন ইমপাইন প্রাসাদ আরবিতে কাসর এল বারোন বা অনেকের কাছে ভাল লে প্যালেস হিন্দু যা আক্ষরিকভাবে, দ্য হিন্দু প্যালেস, নামেও পরিচিত। এটি হিলিওপলিসের একটি বিশিষ্ট এবং ঐতিহাসিক ভারতীয় অনুপ্রাণিত একটা প্রাসাদ । এটা কেন্দ্রীয় উপনিবেশের উত্তর-পূর্বাঞ্চল কায়রো, মিশরে অবস্থিত।
ব্যারন এমপাইন প্রাসাদ টাওয়ারের ভিতরে প্রবেশের সিঁড়ি
২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:১৭
ঠ্যঠা মফিজ বলেছেন: সময়ের অভাবে লেখতেই পারি না।তাই যতটা সম্ভব অল্পতেই শেষ করে দেই।
২| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর।
২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:১৮
ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ ভাই মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
৩| ২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ২:৫৪
রাজীব নুর বলেছেন: কবে যে এসব দেশে বেড়াতে যাবো?
২৮ শে মার্চ, ২০১৮ রাত ২:২০
ঠ্যঠা মফিজ বলেছেন: স্থান বা দেশ ভ্রমণ ভালো।
৪| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২৩
ব্লগ মাস্টার বলেছেন: ভালো বিষয়।
৫| ২৪ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:০১
ক্স বলেছেন: এতার মধ্যে হিন্দুদের কি আছে? একটা মূর্তিও তো নেই।
৬| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
চাঁদগাজী বলেছেন:
দেখতে ভয় লাগে
৭| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
মলাসইলমুইনা বলেছেন: মিশরে যে পিরামিড আর ফ্যারাওদের উঁচু বড়সর স্ট্রাকচারগুলো ছাড়া অন্য ধরণের প্রাচীন স্ট্র্যাকচারের আদলে গড়া এমন সুন্দর বিল্ডিং আছে তাও আবার খোদ কায়রোতে সেটাই কখনো জানতাম না | এই প্যালেসের ব্যাপারে কিছুই শুনিনি | অনেক ধন্যবাদ লেখার জন্য |
৮| ২৫ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: দারুন অনেক কিছু জানা হল।
©somewhere in net ltd.
১|
২৪ শে মার্চ, ২০১৮ দুপুর ১:২০
সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরেকটু বড় করতে পারতেন ঠ্যঠা ভাই।