নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কমবুঝি কিন্ত কিছু একটা নিয়ে বোঝার চেস্টা করি তাই যত পারি বই পড়ি ।

ঠ্যঠা মফিজ

ঠ্যঠা মফিজ › বিস্তারিত পোস্টঃ

কেন আল্লাহুর কাছে ওবায়দুল কাদেরের জন্য সকলের সুস্থ কামনা দোআ করা উচিৎ ?

০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭


বর্তমান আইসিওতে থাকা একজন মৃত্যু পথযাত্রী সেতু মন্ত্রী ওবায়দুল কাদের । লেখার শুরুতেই ঈশ্বরের কাছে প্রাথনা করি ঈশ্বর যেন
পৃথিবীর সকলের মঙ্গল করেন এবং হেদায়েত দান করেন। জীব মাত্রই জীবনে একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে,হয়ত কারো মৃত্যু
একদিন আগে কারো বা একদিন পরে। তবে প্রতিটি জীবের সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে থাকা প্রয়োজন,বলা যায়না কখন কার
ডাক এসে যায়।আমাদের এখনকার সেতু মন্ত্রী ওবায়দুল কাদের হাসপাতালের ব্রেডে মৃত্যুর সাথে লড়াই করছেন, আগে পরে তাকে নিয়ে
রয়েছে নানান সমালোচনা । তার অনেক কথার কারনেও অনেককে অনেক সময় পরতে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে,তবুও সে মানুষ!
আর মানুষ মাত্রই ভুল। ভুলের শরবত পান করিনাই আমরা এমন একজন ব্যক্তি খুঁজে কোথাও পাবো কি ?
তবে মানুষের শিক্ষার কিছু বিষয় আছে,আর অনেক সময় এমন কিছু বিষয় আছে যা সরাসরি আল্লাহুতাআলা নিজের হাতে মানুষকে দিয়ে
থাকেন এবং যাতে মানুষ ভুল পথ ছেড়ে সঠিক পথে আসেন তার জন্যই আল্লাহু এরকম শিক্ষার ব্যবস্থা করেন। তাই সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে আবার যদি ফিরে আসেন তাহলে হয়ত এতদিন যে সকল ভুলগুলো তিনি করেছেন তা সোধরাবেন ।আর সে জন্যই আমি ব্যক্তিগতভাবে মনে করি আল্লাহুর কাছে ওবায়দুল কাদেরের জন্য সকলের সুস্থ কামনা দোআ করা উচিৎ।
হতবাক ও বিষ্মিত হয়ে যাই সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের অসুস্থ্যতার সংবাদে ফেসবুক,টুইটার ও বিভিন্ন অনলাইন সোসাল মিডিয়াগুলোতে সাধারন মানুষদের কমেন্টগুলো দেখে । যা একজন সুস্থ মনমনস্তিকের মানুষের কাছে কখনই কারো কাম্য নয়।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৫

ঢাবিয়ান বলেছেন: আপনে নামাজ পড়েন?

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১৬

ঠ্যঠা মফিজ বলেছেন: মুসলিম হিসেবে প্রতিটা ব্যক্তি বর্গের প্রতেহ্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়া উচিৎ।

২| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


আল্লাহ যাতে রোগ দিতে না পারেন, এই রকম কোন দোয়া টোয়া আছে নাকি?

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১৭

ঠ্যঠা মফিজ বলেছেন: রোগ নিরাময়ের ব্যবস্থা আছে। :)

৩| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিভিন্ন নিউজের নিচের মন্তব্যগুলি পড়ে আমি মর্মাহত! অনেকেই উনার মৃত্যু কামনা করছে বা অসুস্থ হওয়াতে আনন্দ প্রকাশ করছে।। কতটা ঘৃণা জন্মালে একজন মানুষের অসুস্থ হওয়ার সংবাদে মানুষ আনন্দ প্রকাশ করে!! এর চেয়ে মন্দ ভাগ্য একজন ব্যক্তির জীবনে আর কি হতে পারে??
আমি ব্যাক্তিগতভাবে ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করছি।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: আল্লাহুতাআলা ওবায়দুল কাদেরেকে সুস্থ করে তুলুক দোআ করি।

৪| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:০৮

রাজীব নুর বলেছেন: আল্লাহ তাকে সুস্থ করে দিন।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১৯

ঠ্যঠা মফিজ বলেছেন: আমীন।

৫| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:১০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: These are our mental poorness. Some Bangladeshis are like this. They can't demand them as normal human being. They need mental treatment.

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৩

ঠ্যঠা মফিজ বলেছেন: আমাদের দেশের এই ধরনর মনমানসিক লোক গুলোর জন দুঃখ হয় ভাই।

৬| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কোন শুত্রুর জন্যও বদ দোয়া করা ঠিক না। আমি ওনার সুস্হতা কামনা করছি।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৯

ঠ্যঠা মফিজ বলেছেন: ঈশ্বর তাকে সুস্থ করে তুলুক।

৭| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:৪৩

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্তিগত কোন আক্রোশ না থাকলেও তাকে পছন্দ করিনা। তারপরেও মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি যেন আল্লাহ তাকে সহ পৃথিবীর সবাইকে সুস্থ আর সুন্দর রাখেন। সবাইকে তিনি হেদায়াত করুন। নশ্বর পৃথিবীতে আমাদের সবাইকে একজন ভালো মানুষ হিসেবে জীবন-যাপন করার মন-মানসিকতা দিন।

০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:৩৯

ঠ্যঠা মফিজ বলেছেন: দোআ করুন।

৮| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:২৩

ঢাবিয়ান বলেছেন: চকবাজের অগ্নিকান্ডের ঘটনায় পুড়ে কয়লা হওয়া এবং জীবন্ত দগ্ধ মানুষগুলোর জন্য এই ব্লগে একটা ওয়াজ মাহফিলও বসাইতে দেখি নাই। আমরা এমনই বিবেকবান , আমরা এমনই কঠিন ইমানদার!!!


০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:৪১

ঠ্যঠা মফিজ বলেছেন: আপনি মন থেকে দেখুন তাহলে দেখতে পারবেন এমন কি শোক বার্তার বোডে নোটিশ লাগানো আছে।

৯| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:১৪

মামুন ইসলাম বলেছেন: কারো পোষ মাস কারো সর্বনাশ।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩১

ঠ্যঠা মফিজ বলেছেন: ঠিক তেমনটাই দেখছি।তবে ঠিক না।

১০| ০৪ ঠা মার্চ, ২০১৯ ভোর ৬:০৯

বলেছেন: মানুষের বিপদে যে হাসে তার বিপদ হলে কিই বা হতে পারে -

প্রকৃতির শিক্ষা যেন নিতে পারি ওগো দয়াময়।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩২

ঠ্যঠা মফিজ বলেছেন: আল্লাহু ক্ষমাশীল দয়াময়।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৯ ভোর ৬:৩৪

ঢাবিয়ান বলেছেন: শোকবার্তা এবং ওয়াজ মাহফিলের মাঝে পার্থক্য আছে।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৩

ঠ্যঠা মফিজ বলেছেন: :(

১২| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ১১:১৯

মা.হাসান বলেছেন: আমি আপনার লেখার তীব্র প্রতিবাদ করি।

আপনি লিখেছেন-তিনি সুস্থ হয়ে ফিরে আসলে পূর্বের ভুলগুলো শোধরাবেন।
তিনি কি ভুল করেছেন?
তিনি একজন মহান নেতা। তার কথা বা কাজের দ্বারা একটা মশা-মাছিও কষ্ট পায় নি। জগতে এরকম নজির কয়টি আছে যে একজন রাজনীতিবিদ প্রতিপক্ষ দলের ভালো চায়? তিনি বিএনপির জন্য যে সুচিন্তিত উপদেশাবলি দিয়েছেন, তা থেকলে বলা যায় বিএনপির নিজেদের নেতারাও দল সম্পর্কে তত চিন্তা করেন নি। তার সমস্ত জীবন জনগনের জন্য নিবেদিত। মানীর মান আল্লাহ রাখেন। লোকে বঙ্গভবন যায়, বঙ্গভবন তার কাছে এসেছে। লোকে সিঙ্গাপুর যার, সিঙ্গাপুর তার কাছে এসেছে। জনগনকে ভালোবাসা ভুল হলে তিনি ভুল করেছেন।
আমি আশা করবো এ মাসুম মন্ত্রীর বিষয়ে আপনার দেয়া এই ভুল সংশোধনের বক্তব্য আপনি সংশোধন করবেন।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩৩

ঠ্যঠা মফিজ বলেছেন: ধন্যবাদ।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ঠিক বলেছেন আমিও তাই বলি। :)

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:৩০

ঠ্যঠা মফিজ বলেছেন: আল্লাহু আপনাদের সকলের দোআ কবুল করুক।

১৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ১১:৪৬

ব্লগ সার্চম্যান বলেছেন: আল্লাহু জনাব ওবায়দুলকে সুস্থ করে তুলুক।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৯

ঠ্যঠা মফিজ বলেছেন: আমীন।

১৫| ০৫ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন:
উনি খুব দ্রুত সুস্থ হয়ে আসুন।



আর হেদায়েত তো স্রষ্ঠার হাতে।


ধন্যবাদ ভাইটি।

০৫ ই মার্চ, ২০১৯ রাত ১০:২৮

ঠ্যঠা মফিজ বলেছেন: উনি সুস্থ হয়ে আবারো সুস্থ রাজনীতিতে ফিরে আসুক সেটাই দোআ থাকলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.