![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আমার মতই। সুখদুঃখের স্মৃতিতেই আমার বসবাস। তবে সুখের কথাগুলোই বলতে ভালোবাসি।
বাংলাদেশে থাকে পাকিস্তানী ও ভারতীয়, আর অল্প কিছু বাংলাদেশী। বাংলাদেশী বললে ভুল হবে, বললে বলতে হয় বাংলাদেশ নামের এই ভূখণ্ডকে যারা ভালোবাসে। অর্থাৎ বাংলাদেশ তিনভাগে বিভক্ত। আর রাজনৈতিকভাবে ভাগ করতে গেলেতো কতোভাগ হবে অতো গভীরে নাইবা গেলাম। তবে রাজনীতিবিদরা হয়তো একটু বেশিই ভালোবাসে - দেশের মানুষ ও নিজের পকেট এই দুটোর উপকার করার জন্য!
পাকিস্তান ক্রিকেট দল এশিয়া কাপে (০২-০৩-২০১৪) ভারতকে হারিয়ে যে একটা রোমাঞ্চিত খেলা উপহার দিলো তা ঐতিহাসিক হয়ে থাকবে নিঃসন্দেহে। তবে আমাদের দেশের মাটিতে খেলছে বলে এদেশের মানুষ তাঁদের খেলায় সমর্থন করতে পারবেনা এমনটা মেনে নেয়া মনে হয় গোরা মানসিকতারই পরিচয়।
এতো যদি গোরা হতে হয় তাহলে নিজের গোড়াটাও ঠিক করতে হবেতো। আমাদের ক্রিকেট দলের দামাল ছেলেরা (০১-০৩-২০১৪) ক্রিকেটে নতুন খেলতে আসা দল আফগানিস্তানের কাছে নির্লজ্জের মত হারলোই বা কেন! হ্যা, উত্তর থাকতে পারে, আমাদের ভালো বেশ কিছু খেলোয়াড় অসুস্থ। কিন্তু এতদিনেও কি বাংলাদেশে আফগানিস্তানের মত প্রতিপক্ষকে হরহামেশাই হারাবে এমন খেলোয়াড় তৈরি হয়নি?
আর খেলতে নেমে তাঁদের মনেইবা কোথায় থাকে, এ খবরতো তাঁরা নিজেও জানেনা, তবে দেশের ক্রিকেটপ্রেমীরা ঠিকই জানে, অল্প বয়সে কারিকারি টাকা, দামি বাড়ি-গাড়ি ও সুন্দর নারী! এসবই তাঁদের খেলার মনোযোগ কেড়ে নিয়েছে।
আমাদের সরকার জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আর জঙ্গিদের উৎপত্তিস্থল হলো আফগানিস্তান। তাহলে কি বাংলাদেশের দামাল ছেলেরা বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে জঙ্গিগোষ্ঠীর কাছে হেরেছে! এমনভাবে বলা হচ্ছে না, হবেও না হয়তো। কারন এখানে যে বাংলাদেশ দল হেরেছে, জিতলে সরকার পক্ষ থেকেই ঢোল পিটিয়ে বলা হতো - এই সরকারের জন্যই বাংলাদেশ দলের সোনার ছেলেরা আফগানিস্তানের আল-কায়েদা জঙ্গিদের ধূলিসাৎ করেছে।
আর একদিন পরেই পাকিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ। দেখা যাক, তখন বাংলাদেশ কি করে?
অল্পসংখ্যক বাংলাদেশ প্রেমীর এক হয়ে আসুন আমরা চাই খেলা হোক সুস্থ ও সুন্দর মানসিক প্রতিযোগিতার মধ্যদিয়ে, কথার রাজনীতি করে নয়।
২| ০৩ রা মার্চ, ২০১৪ সকাল ১০:০৩
তৌফিক বলেছেন: কি দরকার ছিল এতো কষ্ট করে কমেন্ট পোস্ট করার বেকার সব ০০৭!
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৪ রাত ১:০৮
বেকার সব ০০৭ বলেছেন:
.