![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফটোগ্রাফ ও এক সেকেন্ড
>>>>>>>>>>>>>>>>
হৃৎপিন্ডটা লাফাতে লাফাতে
আন্দরকিল্লাহ থেকে টাইগারপাস
পৌছুঁতে পারল!!
হাড়ের শেকল থেকে হৃৎ
ঢিল ছুড়েঁ মারে স্ট্যাচুর মাথায়
আইলার গতিতে
বৃক্ষের প্র্রাথনা ভেস্তে যায়
জানতে পার অবহেলার করুণ পরিণতি।
চৌদ্দটি শাখা প্রশাখা
বহুশাখা নদী,মেদহীন বৃক্ষ
ঝরঝরে স্তুতি..
কাদামাটি, উল্লাসে রঙিন
মাটি আর ফসলের অদলবদল।
হৃৎপিন্ড পচেঁ গেলে
মাটি হয়,হয় মৃৎশিল্প!!
অনেক পুরনো দেয়ালের মত হৃৎখানি
শ্যাওলা পড়া,দু-কুঁিড়,তিন -কুড়িঁ
ঘাস জন্মেছিল..
তারা কি জানে
তারা কিভাবে বড় হল?
দূরে ,অনেক দূরে দেখেছি
শেষমেষ বির্মূত হৃদয়,পতিত মানবিকতা
গতি পেল আচানক গতি
ফটোগ্রাফ ও এক সেকেন্ড
আচম্বিত গতি।।।।
©somewhere in net ltd.