নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হোক.....

২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হোক।মানবতাবিরোধী অপরাধের রায়ের পর থেকে যারা সহিংসতা চালিয়েছে তার মধ্যে এই ছাত্র শিবির ছিল সন্ত্রাসের মধ্যমণি।এই অপশক্তিকে ছাত্র রাজনীতি থেকে দূরে রাখা গেলে জামাতের ডানা সহসাই ভেঙে পড়বে।তাদের হাতে মেধাবী ছাত্রদের বোমাবাজ,রগকাটা,কুসংস্কারের দীক্ষা দিচ্ছে যা ভয়ানক।তারা যেহেতু গণতন্ত্রে বা সহনশীল ধারার সাথে যুক্ত নয় সেহেতু তাদের বাংলাদেশে রাজনীতি করতে পারে না।ইসলাম এর নামে শিবিরের যে রাজনীতি প্রক্রিয়া তা কোনভাবেই আমাদের শিক্ষা,সংস্ক্রতির সাথে সংগতির্প্ণ নয় ।তারা সমস্ত রকম অপরাধের সাথি যদি ও টুপি দাড়ি তাদের লেবাস মাত্র ।নামাজের কথা বলে কাউকে উগ্রতার দীক্ষা দেয়া কোনভাবেই মেনে নেয়া যায না একই সাথে তারা গরীব মানুষদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের অর্থ সাহায্যের নামে তাদেরকে অপরাধের সাথে যুক্ত করেছে।এমতবস্থায় সরকারের সবার আগে জামাতের একএকটি অংশ অর্থাৎ জামাতের সবচেয়ে শক্তিশালি অংশের নিষিদ্ধের মাধ্যমে উপযুক্ত সময়ে মুছে ফেলা খুবই যৌক্তিক হবে ।জামাতকে নিষিদ্ধের ব্যাপারে অবশ্যই রাজনৈতিক চাল আছে সেক্ষেত্রে বাস্তববাদী সিদ্ধান্ত হবে ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা।সরকার আইনশৃঙ্খলার জন্য যে ব্যাপক শক্তি ক্ষয করছে তার অন্যতম হল এই ছাত্র শিবির।তাই সবক্ষেত্রে উপযুক্ত সিদ্ধান্ত হবে জামাতের আগে শিবিরের ছাত্র রাজনীতি নিষিদ্ধকরা।একটা প্রঞ্জাপন জারি করে সন্ত্রাসবিরোধী আইন বা অন্যকোন ভাবে সেটা করা যায়।এখনই সময় শিবিরের পাততাড়ি গুটাবার ।হটাও শিবির।সব ক্যাম্পাস হোক শিবির মুক্ত....

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৭

Eisenheim বলেছেন: ছাত্রশিবির কে নিষিদ্ধ করা হোক , সহমত

২| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কেন ভাই শিবিরের রাজনীতি বন্ধ করতে হবে? যদি শিবিরকে রাজনীতি থেকে বিদায় করেন তাহলে তো তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, সেটা আরো ভয়ানক হবে, তাই নয় কী?


বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রদল কী গোলাগুলি মারামারি খুন জখম করেনি? এখনও করছে।


আওয়ামীলীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ কী গোলাগুলি মারামারি খুন জখম করছেনা? যখন ক্ষমতায় ছিলনা তখনও করেছে।


পেপার পত্রিকায় প্রায়ই অস্ত্র সহ ছবি ছাপা হয় তার পরও তাদের বিচার হয় না।

আসল কথা হল যদি কেউ বিপথে থাকে তাকে সঠিক পথে আনতে হবে নচেৎ খারাপ বৈ ভাল কিছু হবে না এবং এই দায়িত্ব সরকারের উপর বর্তায়।


আমার কথা বিবেচনা করিয়া তারপর না হয় ট্যাগ দিয়েন।


ধন্যবাদ। ভাল থাকবেন।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৯

তাওিহদ অিদ্র বলেছেন: আন্ডার গ্রাউন্ড হল একটাা জুজু...অেনক শুেনিছ আর শুনতে ভাল লাগে না,....ধন্যবাদ দেশপ্রেিমক ভাই।।।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

ফেরীওয়ালা বন্ড বলেছেন: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট থেকে জামায়াতকে আলাদা করে বিএনপি কে ঘায়েল করার জন্য সরকারের নীল নকশায় একবার চোখ বুলিয়ে নেয়া যাক।

★ শুরুতেই জামায়াতকে সরকারের পক্ষ হতে গোপনে প্রস্তাব দেয়া হয়।

★ যুদ্ধাপরাধ এর বিচারের নামে শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে, যাতে দরকষাকষি করতে সুবিধা হয়।

★ হলুদ মিডিয়া, চুশীল সমাজ কে কুত্তার মত লেলিয়ে দেয়া হয় যাতে জনগণ জামায়াতকে ভুল বুঝে।

★ জামায়াতকে আরো চাপ দেয়ার জন্য সাজানো রায় দেয়া শুরু করে সরকার।

★ জামায়াতকে অর্থনৈতিক ভাবে দুর্বল করতে শাহবাগ নাটকের সৃষ্টি।

★ কোনকিছুতেই কাজ না হওয়ায় সরকার এবার প্রকাশ্যে জামায়াতকে ছেড়ে দেয়ার জন্য বিএনপিকে আহ্বান জানায়।

★ কাদের মোল্লার রায় বাস্তবায়ন করে সরকার জামায়াতকে চূড়ান্তভাবে চাপ দেয়।

★ লিস্ট করে নেতাদের হত্যার মিশন নিয়ে নামে সরকার।

★ সর্বশেষ আজ সোহরাওয়ার্দী ময়দানে পুলিশকে দিয়ে জামায়াতের উপস্থিতনিষিদ্ব করে।

সর্বোপরি নিবন্ধন বাতিলের নাটক তো আছেই।

কিন্তু......

সরকার কেন জামায়াতকে টার্গেট করেছে??

দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুসংগঠিত এবং বৃহৎ ছাত্র সংগঠনের নাম ইসলামী ছাত্রশিবির।

জামায়াত একমাত্র দল যারা উত্তরাধিকার ভিত্তিতে নেতা নির্বাচন করেনা।

বাংলাদেশের মেধাবী ছাত্রদের প্রিয় সংগঠন ছাত্রশিবির।

বাংলাদেশকে ভারতীয় অঙ্গরাজ্য বানানোর পথে একমাত্র বাধার নাম জামায়াত-শিবির।

মূলকথা: ইসলামী আন্দোলনের একজন কর্মীও বেঁচে থাকা অবস্থায় বাকশালী সরকারের নীল-নকশা বাস্তবায়ন হতে দেয়া হবেনা।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৩

তাওিহদ অিদ্র বলেছেন: শয়তানকে খুবই মেধাবী ভাবা হয় ..জামাত ও তাই ।এটার বাংলাদেশে কোন প্রয়োজন নাই আর যারা এদেরনিয়ে রাজনীতি করে তাদের ও ধিক্কার।সেটা যে দলেই হোক।

৫| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৫

এবি মিনহাজ বলেছেন: সহমত। কিন্তু ছাত্রলিগকেও তাদের হিংস্রতার পথ থেকে ফিরিয়ে আনতে হবে।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৯

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: শুধু ছাত্রশিবির নয়, ছাত্রলীগ ও ছাত্রদলকেও নিষিদ্ধ করতে হবে। তবে সবার আগে নিষিদ্ধ করতে হবে ছাত্রলীগকে।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪

তাওিহদ অিদ্র বলেছেন: মোঃ মাহমুদুর রহমান @ ছাত্র রাজনীতিকে আমরা সর্মথন করি না।শিবিরের এর বিষয়টা অন্যকিছু।

৭| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:৫২

দিশার বলেছেন: নিষিদ্ধ করা লাগবেনা কাওকে। মিডিল ইস্ট এর ফাঁদ গুলা যেমন কোন কোন এনজিও, যেমন রাবেতা ইসলামী, বাংলাদেশ মসজিদ মিশন। তারপর ইবনে সিনা ইসলামী ব্যাঙ্ক এর ফান্ড এর একটু তদারকি ঠিক মত করলে জামাত শিবির এমনিও থেকে যাবে। জিহাদী জোশ টাকা না থাকলে থাকে না বেশি দিন।

১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫

তাওিহদ অিদ্র বলেছেন: দিশার @ ধন্যবাদ।

৮| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৮

Eisenheim বলেছেন: খবরদার! আমাদেরকে নিষিদ্ধ করবেন না! তাইলে কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ডে চলে যাবো :(( :((

৯| ১৩ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৬

তাওিহদ অিদ্র বলেছেন: Eisenheim @ জাইঙ্গাকে আমরা আন্ডারগ্রাউন্ড পোষাক বলি.. :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.