![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১লা ফেব্রুয়ারী ২০১৪
প্রকাশিত
পনেরো বছর আগের এপিটাফ...।
শিশির শব্দ
ভ্যন্টিলেটরে থেকে থেকে আসে
ঝরাপাতা
অতলভঙ্গিমা...।
শুকনো মুখ
কেন বোঝে
লাললিপস্টিক?
টবে থাক প্লাস্টিক ফুল
অজস্র ঘাসের ভালবাসা ভুলে
মৃত্তিকা
আজ সিমেট্রি..।
কষ্ট ...
তুই কি জনমভর আন্দালিব।।।।।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬
তাওিহদ অিদ্র বলেছেন: রুদ্রাক্ষী @ আপনি নন এক বোনের কষ্ট দেখে লিখলাম..!কমেন্টস এর জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
রুদ্রাক্ষী বলেছেন: আন্দালিব মানে কি? আমার নাম তো তাই জানতে চাচ্ছিলাম।