![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভরসা রাখো আমার ওপর ভরসা রাখো
রৌদ্ররুপের আহ্বানে, লাল কৃষ্নারবক্ষ জুড়ে
ভরসা রাখো।
ভরসা রাখো বাংলা গানের সুরে সুরে
লোকায়ত মাটির বিশ্ব
স্নিগ্ধ শান্ত জলহিজলের অপরুপ দৃশ্য।
এ আমার স্বত্তা ।
এ আমার খাঁটি পরিচয় ।
একটা পথের কিনারে এলে
ভরসা রাখো
খুলবে আরেকটা পথের দুয়ার…
ভাববন্ধনে তোমারে চিনতে হবে না ভুল
আদি কর্ষণ
সহজাত সৃষ্ট।
এত ঝাপটা ঝঞ্ঝা শঙ্কা ছেড়ে
নতুন প্রাণের স্পন্দন
থাকুক তোমার হাতে থাকুক
নবচেতনার সাঁকো
ভরসা রাখো আমার ওপর ভরসা রাখো।
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২
রাইসুল সাগর বলেছেন: কবিতার মট করে লিখা যা কিছু তা পড়তে আমার ভালোই লাগে। লিখায় ভালোলাগা রেখে গেলাম। শুভকামনা নিরন্তর।