![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নগরের পাঠচুকে
অশ্বত্থ ও জোছনার সঙ্গী হলাম।
বৈশাখ অনল আদিম পিতার হৃদয়
চরজাগা নদীর কলকল
বিলজুড়ে জোছনা ও জোনাকী
নাড়ী ছেঁড়া দূর আলোকবর্তিকা।
গতিকালের হোঁচট খাওয়া
মৃয়মাণ বুক,
নৃ-যাদুঘর খুজেঁ বেড়ায়
যদি পাই
সঙ্গীহীন রাতবিরাতের
একখানা নোটবুক।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৪ দুপুর ১:৪৩
আমারে তুমি অশেষ করেছ বলেছেন: বই পড়া অথবা ডায়েরী লেখালিখিতে মনের জমে থাকা বিষাদ হালকা হয়। তাই সঙ্গীহীন রাতবিরাতের সঙ্গী হিসেবে একখানা নোটবুক অত্যন্ত উত্তম বাছাই।