![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দীর্ঘশ্বাসের পর জল সঞ্চায়িশ্রিত
মেঘের জল আছে
নদীতে আছে
দীঘিতে আছে
সমুদ্রে ও আছে
আমার ভেতর কোন জল নেই ।
পাশে বসো না
কাছে এসো না
প্রেমেও এসো না
ভালো ও বাসো না।
আমি তৃষিত তিস্তা
চেীচির করা কোন শস্য বিল।
জলাশ্রয় ছাড়া সৃষ্টির অসম্পূর্ণতা ।
দীঘি
তোর সামনে এসে বুঝতে পারলাম
আমি জলহীন
আমার ভেতর কোন জল নেই।
©somewhere in net ltd.