![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমুদ্রের ঢেউরা বলে গেছে
তুমি আগে ও ছিলে একা এখন ও একায় আছো
আস্ত হারিয়ে বাস্তুহারা হারানোর দুঃখ কি?
নীলপর্দায় যে আদর ভেসে গেছে
সহৃদয় উপস্থিতি ও সেখানে কোন কাশফুলের দোল মেলে না।
পাহাড়ের ডালপালায় সব স্নায়ুর জোরালো গতি
অক্ষরের জায়নামাযে সেজদা করা
সবই ওই একা রাত্রির প্রহর ।
বাতাসের কর্ণকুহর বাজে নিনাদ
ছন্দপতনে অলৌকিক নোঙর করা
মায়াচ্ছন্ন গল্পের হাতছানি।
হাতে বেজেছিল দোহারের গান
মনের শূন্যতায নাবিক দিকহারা
একা নিজ ক্রান্তিয় জমিনের বিগ ব্যাঙ
শুধু জানাছিলনা পাতার সাথে সমুদ্রের ঐক্যতান ।।।
©somewhere in net ltd.