![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাকিবের শাস্তিটা অনেক বেশি হয়ে গেল..তবে এটা ঠিক যে সাকিব গত ৬ মাসের মধ্যে অনেকবার আচরণ বিধি লঙ্গন করেছে তাই বলে বাংলাদেশ দলের কী প্লেয়ারকে এভাবে শাস্তি দিল! আই সি সি প্রেসিডেন্ট হয়ে পাড়ার দলের মাতব্বরী করা যেমন লোটাস কামাল ছাড়ে নি ঠিক তেমনি পাপন সাহেব একেবারে পপর্কণ হয়ে ক্রিকেটের বারোটা বাজাবেন এটাই তো স্বাভাবিক।কুমিল্লার লোটা কামাল আইসিসি প্রেসিডেন্ট হয়ে বাংলাদেশে নেমে আবেগঘন কথা বললেন আর এটা ও বললেন-চাচা ভাতিজা দিয়ে ক্রিকেট চলবে না!! এটা কাকে ইঙ্গিত করে বলেছেন আমরা জানি।তাঁর কথাবার্তা আর আর্ন্তজাতিক ব্যাক্তিত্বের মধ্যে পড়ল না।সেটা গ্রাম্য মাতব্বরের মতই মনে হল।আর পাপন সাহেব ..ইনি ক্রিকেট বোর্ড়ে কিভাবে নির্বাচিত হলেন সেটা সবাই জানে ।নতুন করে বলার দরকার পড়ে না।তিনি আসার পর থেকে বাংলাদেশ ক্রিকেট টীমে কোন্দল বাড়ল কেন? তিনি কেন তাদের সামলাতে পারলেন না।মুশফিকুর রহিম আক্ষেপা করে বলেছিলেন ..আমি অধিনায়ক,অথচ আমি জানি না ম্যাচ কারা খেলবে? তার মানে খেলোয়াড়দের সম্মান করছেন না ক্রিকেট বোর্ডের কেউ কেউ।পাপন সাহেব যদি মনে করেন আমি বস আর তোমরা খেলোয়াড়রা হলে চাকর বা চাকরীজীবী। তিনি তো ব্যবস্থাপনা পরিচালক তাই সবজায়গায় বস গিরি ফেলার অভ্যাস গেলো না। র্দুনীতি ,অহমিকা,অহংকার ,দাম্ভিকত এসবের একমাত্র অধিকারী হলেন পাপন ।প্রেসিডেন্টের পুত্র পাপন যার বাবা জিল্লুর রহমান কে আমরা কতই না শ্রদ্ধা করি আর উনি বেঁচে থাকলে উনার পুত্রকাহিনী শুনলে খুব বিব্রত হতেন তাই আগে ভাগে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন।কি খেলোয়াড় কি কর্মকর্তা কেউ পেশাদারিত্বের পরিচয় দিতে পারছে না।সবাই একযোগে নেমে পড়ল কার চেয়ে কে বড়? তামিম ইকবাল এর ও আচরণ গত সমস্যা আছে? অল্প বয়সে নারী, গাড়ি ,বাড়ি পেয়ে একেবারে এমন হামবরাভাব এসে গেছে যে ধরাকে সরা জ্ঞান করে ছাড়ছে!! আমরা এমন টা চাই না।টীম বাংলাদেশ ভালো ক্রিকেট খেলুক আর দেশের মর্যাদা ,নিজেদের মর্যাদা সম্মান সবই অর্জন করুক।এমন আশা আমরা করতেই পারি কিন্তু সব হিতে বিপরীতই হচ্ছে।
২| ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৩৫
নতুন বলেছেন: রাজনিতিকরা কবে দেশপ্রমিক হইলো???
©somewhere in net ltd.
১|
০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:১৯
নিকষ বলেছেন: খালি পাপন না, পুরা বোর্ডই - বাংলাদেশের ক্রিকেটের জন্য বিষ।