![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মৃতু্য আজ শত ছাড়িয়েছে
হে শিশুরা!
দুনিয়াতে মায়ের পেট যত নিরাপদ
সূর্য রাঙা পৃথিবী ততটা নয়।
তোমরা ফুল আর খেলনা খুব ভালবাস
ভালবাস যুদ্ধ যু্দ্ধ খেলা।
টমাহক উড়ে এসে খেলে গেল
অন্তপুরের খেলনা হলে তোমরা
ধীক্কার পেল দূরারাজের বাজপাখিরা
আঁচল ছেঁড়া শিশুরা ।
ফিরে এসো আবারো
মাঠে মাঠে সাজিয়ে রাখব
তোমরা যত হাওয়া হাসি ,
আধবোলা কথা।
বুকের সাথে মিলিয়ে নেব
কিনে দেব সোনার পালকি বার..।।।
©somewhere in net ltd.