![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাজারের থলে হাতে বেরিযে পড়ি
কি সওদাগরি করব, না চেতনাগিরি
নদীর পাড় ধরে রঙধনু রঙ কেড়ে
থলে পুড়ে আসব ফিরে বাড়ি
এমন জীবন গাড়ি।
দু’ধারী তলোয়ার হাতে পঙ্খীরাজের ঘোড়া
পাল তুলে, ধরব হাল
রাখব চাঁদ পোড়া
কপালে কেমন মেঘের সিঁদু?
আচঁল তার জল ভরা কাশফুলের ঋতু।
বাজারের থলে হাতে বেরিয়ে পড়ি
আনব হাতি আনব ঘোড়া
দু-চারটি মোমবাতি।
বাজি ধরে আকাশ তারা
বাজি ধরে মাটি
সুইঁ বোনা নকশি কাঁথা
ফুল যত সওদা করে ,করি মম চিত্ত হরি!
বাজারের থলে হাতে বেরিয়ে পড়ি
কালো ধোঁয়া রাতদিন নিয়ন রাঙা মুখ
দেনাপাওনা গল্পটা যে বাড়ছে থর্ থর্
ঝাঁপসা হয়ে আসে বাতাস
তপ্ত বোদের চত্বর
হাতে আছে একখান শাদা রঙ ছড়ি
ফিরতে হবে ছোট ডেরায় ছোট্ট গোলক পৃথিবী
বাজারের থলে হাতে বেরিয়ে পড়ি ।।।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৪ রাত ৯:২৭
অপূর্ণ রায়হান বলেছেন: অনেক সুন্দর লিখেছেন ++++++