নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

প্রতিক্রিয়া ............

২৪ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:৩৬

**বাল্য বিয়ে নিয়ে এখনো বাংলাদেশ কত পিছিয়ে আছে গতকাল নারী ও শিশু প্রতিমন্ত্রী বললেন,গ্রামাঞ্চলে ৭০ শতাংশ আর শহবে ৫৪ শতাংশ বা্ল্য বিবাহ হয়!!ভেতরে ভেতেরে এত প্রকান্ড ব্যবস্থা প্রথিত রয়েছে আমাদের সমাজ ব্যবস্থায় হয়ত এ ব্যাপারে আমাদের মনোযোগ নিরোধ পর্যায়ে ওভাবে ছিল না যতটুকুন থাকলে মাত্রাটা সহনীয় মাত্রায় রাখা যেত।আর বিশ্ব থেকে এটি দূর করতে সময় লাগবে ২০৫৫ সাল পর্যন্ত!!! বিশ্বের মনোযোগ যতটা যুদ্ধের প্রতি ,সমস্যা তৈরির প্রতি ততটা মনুষ্য সমস্যা সমাধানের প্রতি নয়। কত বড় বড় রোগ,প্রাকৃতিক দূর্যোগ নিবারণের বিনিয়োগ এর চেয়ে মহাকাশ আর মিসাইল নির্মাণের বিনিয়োগ বেশি !! মানুষ আর মানবিক বিশ্বই পারে যথাসম্ভব সুন্দর পৃথিবী বিনির্মাণ করতে।

**যৌন পল্লি উচ্ছেদ অবশ্যই অন্যায় এ কারণে যে তাদের আত্মনির্ভরশীলতার পথ তৈরী না করে তাদেরকে উচ্ছেদ করেছে বা উচ্ছেদে সহায়তা করেছে কতিপয় মোল্লা,স্থানীয় প্রশাসন আর নির্বোধ গ্রামবাসী।আর ততটুকুন নির্বোধ আর কুৎসিত মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী !!

**৫ জানুয়ারী নির্বাচনের পর মন্ত্রীত্ব নির্বাচনে চমক দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।তার চেয়ে বড় মহাচমক হল -সমাজকল্যাণ মন্ত্রী। তিনি বির্তকিত কর্মকান্ড করে সমাজ হিতৈষী হবেন ।!!

**রেলের সবচেয়ে বড় কালোবাজারি হল যারা টিকেট কাউন্টারের ভেতরে থাকে তারাই..বাইরের ছিঁচকে দের ধরে লাভ কি.....?

**যে ব্যবসা গ্রাহক বান্ধব নয় প্রতারণাপূর্ণ সে ব্যবসায় ধস নামবেেই..আর এর সবচেয়ে বড় উদাহরণ “রিয়েল এস্টেট ব্যবসা”।রাতারাতি বড় লোক হতে গিয়ে ওরা নিজেরাই মরেছে,গ্রাহকদের ঠকিয়েছে আর এমপ্লয়িদের বারোটা বাজিয়েছে।

**রমজানে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আল্লাহকে পাবার একটা অতিরিক্ত প্রয়াস ও প্রতিযোগিতা ও থাকে।তার মধ্যে হল একটা যাকাত।যাকে আপনি মর্ডাণ ভাষায় সিএসআর বা সামাজিক কর্মসূচি ও বলতে পারেন।কিন্তু যারা যাকাত পাবার যোগ্য তাদেরকে যদি শ-পাঁচশ টাকা দেন তাহলে তার দারিদ্রতা জীবনে ও ঘুচবে না।এক এক বৎসর যদি এক একজনকে দারিদ্র বিমোচন করার সুযোগ করে দেয়া হয় তাহলে যাকাতের সত্যিকারের উপকারিতা হয়।তা না হলে যাকাতের ফান্ড যাবে - বোমা বানানোর জন্য ,চুরি করে বড়লোক হয়ে হজ্জ্ব পালন করার জন্য,অসৎ ব্যবসায়ী ও লুটতরাজেরদের জন্য যাতে আরো দ্বিগুণ উৎসাহে হজ্জ্বের পর চুরি,লুট,অসততা ধীক্কা নিয়ে সমাজের সাধারণ মানুষের ওপর জুলুম নির্যাতনের কার্ড খেলবেন।আদতে যাকাত তো চালু হয়েছে দারিদ্র বিমোচনের জন্য বড় লোকদের বুঝানোর জন্য যে তোমার উর্পাজনের টাকায় গরীবের হক আছে।যদি ও এখন সব হক জমা থাকে ক্যাশবাক্সে !! যা কিছূ ভাল তা মেনে চলা উত্তম এটা মুসলিমরা বোঝেন কিন্তু পালন করেন না।।

**প্রতিবছর ঈদ আসলে বাজারে নানা রকম ড্রেস নিয়ে চলে মাতামাতি।গত বছর এক সানি লিওনে বাজার কাইত।যদি ও সানির র্শট পড়ে কেউ কমর্ফোট ফিল করেছে কিনা জানা নেই।এবার শুরু হল ”পাখি” ড্রেস নিয়ে।বোঝে না সে বোঝে না পাখি ও বোঝে না মন ও মানে

না। পাখিতে এবার বাজার মাত মাঝে ক’ফোঁটা হাহাকার প্রচ্ছদ হয়ে গেল...।

**বৃষ্টি, তোদের যেখানে ইচ্ছা পড়িস আর বাংলাকে সতেজ রাখিস কিন্তু ভুলে ও যোগাযোগ মন্ত্রীর রাস্তায় পড়িস না..............!!!

**আমাদের দেশের অধিকাংশ পিতামাতারাই মেয়ে সন্তানের কাছে একধরনের অপরাধী।তারা ইচ্ছে করে মেয়েদের উন্নত জীবন সন্ধানে প্রতিবন্ধকতা তৈরী করে।তারা আগে থেকেই মানসিক সিদ্ধান্ত নেয় যে ছেলেরা আগে প্রতিষ্ঠিত হবে... !!!

**বাংলাদেশ ইসরাইলের সহিত রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপন করুক আর না করুক বাংলাদেশের ছেলেমেয়েরা ইসরাইলী ছেলে আর মেয়েদের বিয়ে করে ঠিক সম্পর্কটাকে উঁচুতে নিয়ে যাচ্ছে..।।

**বাম বন্ধুরা ইসরাইলেকে ধীক্কার দেয় রাজনৈতিক জায়গা থেকে,মুসলমানরা ধীক্কার দেয় ধর্মীয় জায়গা থেকে,সাধারণ মানুষ ইসরাইলকে ধীক্কার দেয় মানবতা বিপন্নকারী দেশ হিসেবে.....।।

**বাংলাদেশের সাথে ইসরাইলের কোন বৈরী সম্পর্ক নেই ।তারপর ও বাংলাদেশ ইসরাইলের সাথে কোন সুসম্পর্ক স্থাপন করেনি শুধূ সাম্প্রদায়িক জায়গা থেকে অর্থাৎ মুসলিম বিশ্বের কাছ থেকে মূলত কিছু ফায়দা লোটার জন্য!! ইসরাইলের জন্ম ইতিহাস তো কার ও অজানা নয়।আর একটি দেশের প্রতি ইসরাইলের যে বর্বরতা দীর্ঘদিন চালিয়ে আসছে তা ও সবার জানা।শূূধূ মানবতার জায়গা থেকে সবাই ইসরাইলকে ধীক্কার জানাই।ইসরাইল তো শূূধু একটি দেশকে হাতিয়ার বানিয়েছে সে হিসেবে আমেরিকাকে বিশ্বে প্রায় সব দেশকে হাতিয়ার বানিয়ে মানবতার বারোটা বাজিযে গেছে।কই আমেরিকাকে তো আমরা ওভাবে ঝালাই পালাই করি না।আমেরিকার ভিসা না পেলে বা আমেরিকার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে না পারলে আমাদের ঘুম হজম হয় না।আমেরিকা স্বপ্রের দেশ হলে ইসরাইল কেন নয়?বাংলাদেশের পররাষ্ট্রনীতি যদি হয় কোন দেশের প্রতি বৈরিতা নয় তাহলে বাংলাদেশের সরকারের উচিত ইসরাইলের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা ..........।।।

**একজন ফেসবুকার ইসরাইলের সমালোচনা করতে গিয়ে ডঃ কামাল হোসেনের পুত্রবধু ”সারাহ হোসনকে “ইহুদি বলে মন্তব্য করেছেন।মন্তব্যকার একটি স্থানীয় পত্রিকা ও চালান বটে।কিন্তু উনার মন তো এখনো “বাটি চালান” সমযের প্রান্তে দাঁড়িয়ে।।।

**মানুষের সাথে মানুষের প্রণতিতে এখনো অনেকই বিষাদগার করে...।কে ইহুদি,কে মুসলমান,কে হিনদু এমন রঙ বিবেচনা করা হতাশার।.......এসব সংকীর্ণ গন্ডি অতিক্রম করে যারা বন্ধনে আবদ্ধ হয়েছে তাদেরকে স্বাগত জানানো মনু্ষত্ব্যর লক্ষণ।আমাদের রাষ্ট্র আমাদের সমাজ এসব ব্যাপারে এখনো মধ্যযুগীয় বর্বরতাকে আইন ও উচিত আর অনুচিতের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছে।।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.