নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

স্টার জলসা বা স্টার প্লাস বা জি-বাংলা বন্ধ হবে তারপর কি হবে....?

২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২১

বাংলাদেশে প্রায় ৩০ টির ও বেশি টিভি চ্যানেল আছে।আর প্রত্যেক চ্যানেলের কর্তা সাহেবের কাছে একটি বস্তুই মগজে সংরক্ষিত আছে তাহল-- সংবাদ”।প্রতি ঘন্টায় প্রতিটি মিনিটে সংবাদ কি পয়দা হয়? ধূর্ত রাজনীতিবীদ,কিছু সঙ,লাইভ ঢং ,টক-ঝাল শো, ক্লাসলেস কিছু নাটক ছাড়া টিভিতে আর কি আছে??তার ওপর আছে বিজ্ঞাপনের বাড়তি ঝামেলা নাটক বা সিনেমা বা রিয়্যালিটি শো প্রত্যেকটি অনুষ্ঠানের মাছে ৫-৭ মিনিট বিজ্ঞাপন চলতে থাকে ততক্ষণে রিমোট বাটন আর সেখানে থাকে না মানে ওই অনুষ্ঠানের বিদায় তারওপর মান ও একটা বিষয় ।আন্তর্জাতিক মানটা কি তা বুঝতে ২০২২ সাল লাগবে এই সব ঘটিবাটি টিভি মালিক বা কনস্পেট কর্তাদের।অনেক নামকরা সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আছেন যারা হরদম এর বিরুদ্ধে কথা বলে আবার নিজেদের ব্যবসা চাঙা রাখার জন্য একই ব্যবস্থার মধ্যে তারাও ডুব দিয়েছেন। পাশের দেশের দোষ দিয়ে লাভ কি নিজেদের বগলের উৎকট গন্ধ ঢাকতে গিয়ে প্রতিবেশিকে গালিগালাজ তার সব খারাপ এমন মন্তব্য করে নিজেদেরকে দেউলিয়া করেছে।যারা একটা মান নির্ধারণ করার সার্মথ্য রাখেনা তাদের মুখে এসব কথা মানায় না।যাদের মুদির দোকান চালাবার কথা তার যিদি টিভি চালায় বা মিডিয়া ব্যবসা করে তাদের দিয়ে এসব বুলি কথন আওড়ানো ছাড়া কিচ্ছু হবে না।বছরের পর বছর একই কথা একই অভিনয় একই রুপকথা নিশ্চয় কেউ শুনতে চায় না!নিজেদের অসার্মথ্য বা বৈকল্যতাকে হাতিয়ার বানিয়ে দু-চারদিন ফায়দা হয়ত লোটা যাবে মনে রাখতে হবে সেই লোটা টয়লেট ছাড়া আর কোথাও ব্যবহৃত হবে না।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ৯:২৮

লেখোয়াড় বলেছেন:
ভাল বলেছেন।

এখানে সবাই এমনভাবে কথা বলে যে মনে হয় ভারতের ওইসব চ্যানেলগুলো বন্ধ করে দিলে বাংলাদেশের সবাই ধোয়া তুলসীপাতা হয়ে যাবে। কেউ আর খারাপ হবে না বা থাকবে না, সবাই ভাল হয়ে যাবে বা থাকবে।

মূল সমস্যা কোথায় তা কেউ দেখে না।
ভারতসহ পৃথিবীর সব চ্যানেল বন্ধ করে দিলে কি সব রাতারাতি স্বর্গ হয়ে যাবে?

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদে ভালবাসা,কমেন্টস করে কাছে আসা.......:)

২| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪০

সোহানী বলেছেন: ভারতসহ পৃথিবীর সব চ্যানেল বন্ধ করে দিলে কি সব রাতারাতি স্বর্গ হয়ে যাবে?

হয়তো স্বর্গ হয়ে যাবে না কিন্তু স্বর্গে যাওয়ার প্রথম সিড়িঁতে অন্তত পা রাখতে পারবো। ভারতীয় চ্যানেল বন্ধ হলে আমাদের সন্তানেরা অন্তত ওদের কালচারে অভ্যস্ত হবে না... নিজেদের কালচারে মনোযোগ দিবে।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:১১

তাওিহদ অিদ্র বলেছেন: টিভি মানে কালচার নয় "কালছাড়"

৩| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১০:৪২

ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: ওই দুই চ্যানেলের পক্ষে সাফাই গাইলেন, কিন্তু সরাসরি না বলে অনেক্ষন তেনা পেচাইলেন।
সংস্কৃতির গুল্লি মারি, তবে ওসব চ্যনেলের কারনে দেশে তৈরি পোশাকের বাজার ধংশ হচ্ছে সে কারনে হলেও ওই সব ছাইপাস চ্যানেল বন্ধ করা উচিৎ।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:০৮

তাওিহদ অিদ্র বলেছেন: আমি ব্যক্তিজীবনে স্টার প্লাস বা জলসা কখনো দেখার প্রয়োজন মনে করিনি এমনকি আমার পরিবারের ও কার আগ্রহ কখনো চোখে পড়েনি।হ্যাঁ আমরা অনেক সময় মিলে মিশে জী-বাংলার "মীরাক্কলে বা ডান্স প্রোগ্রাম " দেখি।আমি ব্যাক্তিজীবনে হিন্দি সিনেমা কখন দেখেছি আমার জানা নেই দেখতে পছন্দ করিনা এটা যতটা না কোন বিদ্বেষ বা ভালবাসার জায়গা থেকে নয় আগ্রহটা ছিলনা বা তৈরী হয়নি।। আমি টিভি বন্ধ করা বা না করার ব্যাপারে ও আমার আগ্রহ নেই।আমি আমার দেশের কর্তাব্যক্তিদের মগজ নিয়ে আমার যত ক্ষোভ প্রকাশ করি! নিজ দেশের মানুষদের আমরা নানাভাবে প্রতারিত করি সেটা ব্যবসা হোক বা অন্যযেকোন কিছু হোক।নিজেদের দোষ,অক্ষমতা,দূর্বলতা কে কখনো স্বীকার করি না।গতকাল একজন আলোচক বলছেন শুধু বাংলাদেশের মার্কেট ধরার জন্য ওরা টিআরপি সময় নির্ধারণ করে প্রোগ্রাম তৈরী করে একবার চিন্তা করেন তাদের ব্যবসায়িক বুদ্ধি কত প্রখর আর সৎ।আমরা আসলে নিজেরাই নিজেদের চিনতে পারি না।আর মনে রাখতে হবে টিভি মানে কালচার নয় "কালছাড়"।সাধারণ মানুষের বিনোদন বা সংস্কৃতি কেড়ে নেবার আয়োজনে আমরা সিদ্ধহস্ত ,কিনতু সংস্কৃতি তৈরী করার ক্ষেত্রে আমাদের মত কৃপণ আর দরিদ্র আর কেউ নেই।এদিকেঅন্যকে গালি দিতে আমরা এককাঠি সরেষ।একজন আমাকে "তসলিমা নাসরিন "বলে গালমন্দ করেছেন।শ্রদ্ধার তাঁকে বলতে চায়--"এদেশে আপনারা খুনির আসামীকে ছেড়ে দেন,কত লুটেরা বক্ষখুলে ঘুবে বেড়ায়,কত ধর্ষক ,মন্দ লোককে একত্রে সাথে নিয়ে থাকেন আর যে লেখকটি শুধু কলম ধরে সমাজের নষ্ট পচা,ভ্রষ্ট নীতিকে চোখের সামনে আঙুল তুলে দেখিয়েছেন বলে তাকে দেশ থেকে বের করে দিয়েছেন তাঁর জন্য আপনার যত ক্ষোভ" ।। ভাই কমেন্টস করলে হয় না যে লেখে তার ভেতরটা ও জানা জরুরী। যাই হোক সবাই ভাল থাকুন। আর সাহস জোগাবেন যাতে সবসময় নানা কথা শব্দ লিখে আপনাদের আনন্দ সহচর হতে পারি।।

৪| ২৭ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৮

rakibmbstu বলেছেন: ইঞ্জিনিয়ার শাহারিয়ার বলেছেন: ওই দুই চ্যানেলের পক্ষে সাফাই গাইলেন, কিন্তু সরাসরি না বলে অনেক্ষন তেনা পেচাইলেন।
সংস্কৃতির গুল্লি মারি, তবে ওসব চ্যনেলের কারনে দেশে তৈরি পোশাকের বাজার ধংশ হচ্ছে সে কারনে হলেও ওই সব ছাইপাস চ্যানেল বন্ধ করা উচিৎ।

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদে ভালবাসা,কমেন্টস করে কাছে আসা.......:)

৫| ২৭ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৬

ঢাকাবাসী বলেছেন: আমাদের চ্যানেলগুলো দর্শকদের জিম্মি করেই রাখে। বাঁশ বনে শিয়াল রাজা। ৩০ মিনিটের নাটকে ২৩-২৪ মিনিট ফেয়ারক্রিমের আর বাথরুম সাফ করার জ্ঞান দিবে! দল করলেই একখান চ্যানেল পায়!

০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:১৩

তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদে ভালবাসা,কমেন্টস করে কাছে আসা.......:)

৬| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২০

মুহাই বলেছেন: স্টার জলসা বা স্টার প্লাস
বা জি-বাংলা বন্ধ হবে তারপর
কি হবে....?-তারপর এই চ্যানেলগুলি আর দেখা যাবেনা(`_^)

৭| ০৩ রা আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৭

মুহাই বলেছেন: একটু সিরিয়াস কথা বলি। নিজেদের কিছু নাই। মানলাম। নিজেদের কিছু না থাকলেই কি অন্যেরটা গোগ্রাসে গিলতে হবে???জলসা টলসা কী এমন .. লের চ্যানেল যে বন্ধ হলে খুব অসুবিধা হবে???বাকি চ্যানেলগুলাতে দেখার কিছু নাই???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.