![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তআকাশে পাখি আছে আছে যুদ্ধবিমান
ডাকলে বুঝি আসে ঘুড়ি গুলতি নামক কামান..।
কাগজে লিখো নাম হৃদয়ে লিখো না
ওখানেতে লিখতে গেলে কালি আর ফুরোয় না!!
নৌকাতে মাঝি আছে মানুষ গেল জলে
দোষ হল বাতাসের স্রোতে ভেসে চলে...!!
কত মুন কত কফি এলো আর গেলো
ঊনমানুষ ঊনঘর পুড়ে ছাই হলো............।।
দুহাতে আছে একটা ঘাস ফড়িংয়ের বাড়ি
কেন দিতে চাও আমায় বারে বারে আড়ি......।
সব মাসে শোক আসে সবজনের পাশে
শোক কবে শক্তি হল আপনহারার কাছে ।
জীবন হল যাদুঘর
হোক আপন হোক পর ।।
দুঃখ পেলে উড়াল দেয়া মানুষের এক স্বভাব
প্রেমে পড়ে প্রেম খূজেঁ ভালোবাসারই অভাব ।।
শোক হল নকশিকাঁথা
পাখির বাসা চোখ
খোঁড়াখুড়িতে ওটুকু পাই
যে জনে দুখ্ কেউ বলে সুখ ।।।
©somewhere in net ltd.
১|
০৫ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:০২
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।