![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জলের কাছ থেকে টিপ ধার নিয়েছি জোছনার
তুই বল কবে আসবে অমাবস্যার প্রিয় রাত
সোনার থালায় মাটির প্রদীপ কপাল ছুয়েঁ বলবে-
অন্ধকার আর ও গভীর হও
খুঁজে নিতে হবে সুনিম্নগভীর খনি
না হলে কে পাবে আলোর বাহক !
ভালবাসি অন্ধকার আর ও গভীর ভালবাসি ।।
রাজা-রাণী রুপকথার করুণ এ্যাডভেঞ্চার থেকে
পালিয়ে গেছে ...
সাত মার পালোয়ান ও না
ভাঁজ করা কাগজে হাজার বছর আগের আঙুল ছাপ
চুরি গেছে সময় নামা কালসাপ
হাতে রঙ লাগার আস্বাদ প্রদর্শনী... কলঙ্ক কালিদাগ ।
নগ্নপাতায় ধুলোবালি থেকে ধার নিয়েছি সূর্য়ালোকের
তুই বল কবে ফুটবে ক্যকাটাসের কপোল তিলক
চুল কাজল মাখা মেঘ নিনাদ ...।
জানিস ধার নিলে ফেরত দিতে হয় না
ধার ভালবাসার কিঙ্কর
জলের কাছ থেকে টিপ ধার নিয়েছি
মানুষের কাছ থেকে নয়।।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮
তাওিহদ অিদ্র বলেছেন: প্রেরণা ছাড়া এগোয় কি করে . ধন্যবাদ বকুল০৮
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৫২
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ ভালো লাগলো
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৯
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ লাইলী আরজুমান খানম লায়লা ।আপনাদের ভালো লাগা আমার জন্য অনুপ্রেরণা ..লিখেতে মন চায়।
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪৩
সমানুপাতিক বলেছেন: অনেক ভালো লাগলো কবিতা ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:১১
তাওিহদ অিদ্র বলেছেন: ধন্যবাদ, ভাল লেগেছে সেজন্য সমানুপাতিক
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০৮
বকুল০৮ বলেছেন:
"জানিস ধার নিলে ফেরত দিতে হয় না
ধার ভালবাসার কিঙ্কর
জলের কাছ থেকে টিপ ধার নিয়েছি
মানুষের কাছ থেকে নয়।।"
- অনেক ভালো লাগা!