নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমিত্ব কে আবিষ্কার করা...

তাওিহদ অিদ্র

জীবন অর্থবহ...

তাওিহদ অিদ্র › বিস্তারিত পোস্টঃ

মিচকা শয়তানদের বুঝা বড় মুশকিল...! ! !

১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

মিচকা শয়তানদের বুঝা বড় মুশকিল...! ! !

এই যেমন মমতা বন্দোপাধ্যায় ! কে জানতো এই সাধাসিধা মহিলার ভেতর এমন প্যাঁচ ।অন্যের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা অপরাধের শামিল যেখানে কেন্দ্রীয় সরকার বাংলাদেশের প্রতি একটা সুসম্পর্ক উন্নতির চেষ্টায় রত আর সে দেশের একটা পুঁচকে রাজ্যের মূখ্যমন্ত্রী হয়ে জামাতির মত দলকে অর্থ সাহায্য দিয়ে গেছে....। এখানে সমস্ত আর্ন্তজাতিক রাজনীতির শিষ্টাচার নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।বাংলাদেশ যদি সেভেন সিস্টারের সন্ত্রাসীদের বা স্বায়ত্তশাসিত আন্দোলনে জড়িতদের জায়গা দিত তাহলে পশ্চিমবঙ্গ আজ কোথায় যেত ? বোমাতে বোমাতে ওদের জীবন ছাড়খাড় হত ! বাংলাদেশের প্রতি বা শেখ হাসিনার প্রতি ভারতের আজীবন ঋৃণী থাকতে হবে ।কত বড় ভয়ানক কথা।বাংলাদেশের উচিত তার জোরালো প্রতিবাদ করা ও বিচার চাওয়া।এবার মমতাকে চাপে রাখার সুযোগ এসেছে বাংলাদেশের কাছে।তিস্তা বা সীমান্ত চুক্তি না করার খেসারত অবশ্যই মমতাকে দিতে হবে। ভাগ্য ভাল - বিজেপি বুঝতে পেরেছে ! বাংলাদেশের বন্ধুত্ব তাদের কত দরকার ।বিজিপি বা প্রধানমন্ত্রী নরেন্ত্র মোদি ও বিশেষ ভাবে বাংলাদেশকে কাছে পেতে চাইছেন।বিজেপি কে সঙ্গী করে বাংলাদেশ সরকারের উচিত মমতার বিচার করা ।তাহলে দারুণ একটা শিক্ষা হবে ।এই সুযোগ কোনভাবে হারানো যাবে না।একটা সময় বোম্বের নায়িকাদের ক্রিকেটারদের সাথে প্রেম করার একটা হিড়িক পড়েছিল।মুনমুন সেন সেই সময়ের উঠতি নায়িকা যৌবন কনন্ট্রোল করতে না পেরে পাকি ক্রিকেটার ইমরান খানের পিছে পিছে ঘুরছিলেন ।তার মার পৈত্রিক ভিটা বাংলাদেশে আর সেই রক্ত বহন করে কিভাবে বাংলাদেশের ষড়যন্ত্র লাইনে তার নাম সম্পৃক্ত তা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছিল মাত্র কিছুদিন আগে স্বপরিবারে তারা পাবনা এসে ভিটামাটি ঘুরে দেখে গেলেন হতবাক হওয়ার মত কথা!! সিমি “ নামক নিষিদ্ধ দলের নেতা ইমরান আহমেদ ও কতিপয় ভারতীয় মুসলিম যারা সুযোগ পেলে ভারতের সর্বনাশ ডেকে আনবে তাতে কোন সন্দেহ নেই!তাদেরকে নতুনকরে ক্ষমতায়ন করল মমতা যেমন জামাতকে ক্ষমতায়ন করেছে বিএনপি।আমেরিকার সেই পুরনো লাইনআপ-- "পাক-সৌদি-জঙ্গি-বিএনপি" !!!! বঙ্গবন্ধু বা তার পরিবারের ওপর এত আক্রোশ কেন ? দেশ স্বাধীন করা ও বাঙালির লক্ষ্যে পেঁৗছানোই কি তাদের এত আক্রোশের কারণ।ঘরের ইঁদুর বেড়া কাটলে বেড়ার যেমন টান পড়ে না।ঠিক তেমনি বাংলাদেশে যতদিন বিএনপি -জামাত থাকবে ততদিন এই ষড়যন্ত্র লুপ্ত হবে না। মূলোৎপাটন করতে হলে তাদের রাজনীতি থেকে বিতাড়ন করতে হবে।এত সহজ নয় তবে বেশ যে কঠিন তাও নয়।৫ ফেব্রুয়ারী নির্বাচন হওয়ার পর তাই মনে হচ্ছে ।সন্ত্রাস আর আন্দোলন এক জিনিস নয় ।মনে আছে শমসের মবিন গত আন্দোলনের সময় বলেছিলেন ,বাংলাদেশে যুদ্ধাস্থা চলছে !!! আওয়ামীলীগ বা বাংলাদেশ বলে তিনি পার পেয়েছেন আজ যদি এই দেশটা পাকিস্তান বা সিরিয়া হত তাহলে তার মত মানুষকে নিশ্চয় এতদিনে স্বর্গে পাঠিয়ে দিতেন।একটা স্বাধীন দেশে নির্বাচন কেনিদ্রক আন্দোলনের জন্য এত বড় কথা পৃথিবীর কোন পেশাদার নীতি নৈতিক মানা রাজনীতিক এর পক্ষে কোন ভাবে বলা সম্ভব নয় ।ইতিমধ্যে তাঁর কথার মৃতু্য হয়েছে দেশে কোন আন্দোলন নেই ,হত্যা নেই,জ্বালাও পোড়া নেই ।যা আছে সেটা সরকারের এই মদদে সন্ত্রাস বা তাদের ভেতরকার সুবিধাবাদীদের সন্ত্রাস।এটার ব্যাপারে সরকার নিজেদের না সামলালে নিজের পায়ে নিজেই কুড়াল মারবে।এই সরকার নিজের পায়ের সাথে লেগে নিজে না পড়লে আগামী দুই বা তিনটার্ম কার ও পক্ষে ফেলা সম্ভব নয় ।যদি ও বাংলাদেশ বা আমাদের মধ্যকার মানুষদের চারিত্রিক কারণে ও তৃতীয় বিশ্ব জটিলতা এড়াতে না পারলে এ আশা পোষণ করা --সূদুর পরাহত।।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৪৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনাদের মত চুচীলদের নিয়ে এই এক বিপদ। সারদা কেলেঙ্কারির কথা উঠল আর আপনারা আগে পিছে চিন্তা না করেই তা বিশ্বাস করে বসে থাকলেন । বিজেপি সরকার যে কতটা ঘাগু - তা একবারও চিন্তা করলেন না?

তারা এক ঢিলে তিন পাখি মারতে চায়ঃ

- বিজেপি'র বিরোধিতা করা মমতা ব্যানারজীকে একটা চরম শিক্ষা দিতে চায়।
- সততার যে লেবেল এদেশের ইসলামী দলগুলোর গায়ে আছে, তাতে কালি লাগাতে চায়
- আওয়ামী সরকারকে পরোক্ষভাবে বুঝাতে চায় - আমরা তোমাদের সাথে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.