![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার ভেতর চাঁদ উঠতে দেখে
মেহগনির পাতায় হাওয়ার ট্রেন শপাং শপাং করে বেজে গেছে
কপাল ওষ্ঠ গ্রীবার স্পন্দন
আস্বাদের বুকে কয়েকফোঁটা ঘাম এদিক সেদিক নড়ে যাচ্ছে
আলোক গতি শহরের ভেতর ভেতর ছুটে গেছে
নদী-বজরার শব্দ,ওপাড়ের রহস্যধ্যনতা...।
অশোকের পেছনে পেছনে মঙ্গলা ফানুস -ঝিমিয়ে পড়ে
রক্তের স্পন্দন বেজে গেছে অনবরত
কিছু আলো মণিরত্নম
কিছু শাল পাতা
বৌঠানের ঘাটে বেজে গেছে....
যদি জোছনা হতাম
হতে যদি তুমি অশোক শাখা
তাহলে তোমার ভেতর চাঁদ উঠতে দেখে
আমি বারংবার শিকার হতাম ।।
২| ১১ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩
অপূর্ণ রায়হান বলেছেন: এটাও ভালো হয়েছে ভ্রাতা ।
ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৩
হাসান বিন নজরুল বলেছেন: সুন্দর অনুভুতির প্রকাশ ভালো লাগলো