![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আউশ ধানের ভঙ্গিতে শহরের রোদ
কৃষকেরা কাস্তে হাতে এসো
নিয়ে যাও রেখে দাও গোলাভরে।
বৃক্ষরা উলঙ্গ হলে বলি-শীত
রোদেরা কাঁচা হলুদ হয় স্নেহের কোলজুড়ে
সরিষামাখা শরীর পুড়ালে
স্তনেরা নেমে আসে আউশের মাঠ জুড়ে।
কোন কোন সময় মাঠ একা হয়ে যায় ;রোদও
অনুভব আনুভূমিকতায়.....
পোহানো আগুন দৌড়ে চলে এ গলি ও গলি
বনেট যান্ত্রিকতায়.......
চড়ুই তৎপরতা বুঝতে দেয় না
একদা গাছপালা ছিল; বেজে ছিল পাখিদের অর্কেস্ট্রা ।
যারা দূরে সরে গিয়ে হাতছানি দেয় তাদের থেকে
আউশ ভঙ্গিতে শহরের রোদ নির্বিচার বাজনা ।।।
২| ১৯ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫১
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লেখা ভ্রাতা ।
ভালো থাকবেন
৩| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৯
কলমের কালি শেষ বলেছেন: ভাল লাগলো ।
৪| ২১ শে অক্টোবর, ২০১৪ সকাল ১০:৩৪
তুষার কাব্য বলেছেন: গ্রামের মাটির গন্ধ যেন লেগে আছে লেখার পরতে পরতে..শুভকামনা..
©somewhere in net ltd.
১|
১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৬:১৩
সজীব বলেছেন: