![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গাড়ির নোংরা ধোঁয়া ভুলে যায়
ছোট বারান্দার লোভ ছেড়ে যায়
শহরের রাস্তায় পোঁতা -সুদিনের মেহগনি।
এইতো কিছুক্ষণ আগে
ট্রাকে মিউজিক ট্র্যাক বেজে যায়
হাজার পায়ের ভীড় ঠেলে বিসর্জনের হলুদ আয়োজন
দূরের ঝাউগাছেরা পাখিরা অবিনাশী প্রতিচ্ছবি।
তবু আশা করে যায়,
মুছে যায় সকল মলিনতা।
আস্ফালন ছেড়ে প্রতিদিনের টুকিটাকি গার্বেজে ফেলে
লেবুৃপাতার সহজতা।
প্রার্থনা সঙগীত বাজায়
নত হয় আমি আমার কাছে ।।
২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫২
তাওিহদ অিদ্র বলেছেন: অপেক্ষায় রইলাম বাংলা চলচ্চিত্র ভালো অবস্থায় যাবে ।
২| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৬
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভালো লাগলো ।
৩| ২৭ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৩
তাওিহদ অিদ্র বলেছেন: lot of thanks
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৩
লেখোয়াড় বলেছেন:
কবিতা ভাল হয়েছে।
সহজ আর সুপাঠ্য।