![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাগজ কুড়ানির কথা বলতে আসিনি
একমুঠো ভাতের জন্য যারা ছোরা হাতে ঘুরে বেড়ায়
তাদের সাথে সখ্যতার কথা ,
শাবল কোদাল কাস্তে লাঙল চালানো তামাটে মানুষ
পিস্তল হাতে প্রকাশ্যে দাঁড়িয়ে যারা গুলি করেছিল
রামদা কিরিচ হাতে যারা পাল পাল চলে,
ক্রিয়োস্তাসন শাসন ব্যবস্থা ,ভাড়াটে খুনি,
গুম খুন।
যারা লুটে নিয়েছে মানুষের প্যাটেন্ট
যারা দখলে নিয়েছে আকাশ বাতাস
বেছে নিয়েছে দাস ব্যবসা
দূর থেকে যারা সনাক্ত করেছিল "এই সেই খুনি" !
ফরমিকা জীবনের এক একটা তেলাপোকা
করাতে কাটে নদী,সাগর জেলের বুক
পাহারাদারের দুঃশাসন কার ও কথা বলতে আসিনি ।
যে শিশু স্কুলের বদলে টাকা খুঁজতে বেরিয়েছে
চুলাতে আগুন দিতে না পারা গৃহিনীর ছটফটানি
মধ্যস্বত্যভোগী...
হত্যার নানা বৃত্তান্ত !
লাল নীল বেগুনি জড়বাক্সে
ভ্যাসলিন মাখা মুখ.......
যারা বিকিয়ে দিয়েছে বুকের টারবাইন
রেশনকার্ড পাশকার্ডের জন্য যে শিল্পী ভিক্ষামাগে
তাদের কথা ও না।
বিকল দেহ বিকল সমাজ বিকল চেতনাস্বর কার ও কথা বলতে আসিনি।
জ্বালানির রসদ বা ফুরিয়ে যাওয়া ব্যাটারিতে যারা রিচার্জ দিত
তারা ও আজ সংকটে ; কামুকতাবিহীন।
যারা কাম করতে জানে তাদের সন্ধান মিলুক
যাদেরকে বোবা বলে জানি-নিমাতারা
বা নিজের সাথে নিজে কথা বলা কখনো কখনো বোকামি
সে পথ ছেড়ে
"কামুক মানুষের বাহু চাই"।।।
©somewhere in net ltd.